ETV Bharat / state

"কে চুর চুর হয়েছে দেখতেই পারছেন", মমতাকে কটাক্ষ দিলীপের

গতকাল রেড রোডে ইদের অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, হামসে যো টকরায়েগা, চুর চুর হো জায়েগা । আজ নদিয়ায় দলের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে তারই জবাব দেন দিলীপ ঘোষ ।

দিলীপ
author img

By

Published : Jun 6, 2019, 1:21 PM IST

Updated : Jun 6, 2019, 10:31 PM IST

রানাঘাট, 6 জুন : মমতা বন্দ্যোপাধ্যায়ের "হামসে যো টকরায়েগা, চুর চুর হো জায়েগা" মন্তব্যের জবাব দিলেন দিলীপ ঘোষ । BJP-র রাজ্য সভাপতি বললেন, "কে চুর চুর হয়েছে দেখতেই পারছেন । তৃণমূলের লোকরা লাইন লাগিয়েছে BJP-তে আসার জন্য । পার্টি চুর চুর হয়ে যাচ্ছে । টকরানোর তো প্রশ্নই নেই । ওরা নিজেরা টকরা টকরি করে মারা যাচ্ছে । রোজ খুন হচ্ছে ।"

আরও পড়ুন : হামসে যো টকরায়েগা, চুর চুর হো জায়েগা ; ইদের অনুষ্ঠানে মমতার হুঁশিয়ারি

গতকাল রেড রোডে ইদের অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, হামসে যো টকরায়েগা, চুর চুর হো জায়েগা । আজ নদিয়ায় দলের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে তারই জবাব দেন দিলীপ ঘোষ । সেখানে তিনি আরও বলেন, "আমরা কাউকে ভাঙতে যাচ্ছি না । কেউ এলে তাকে না করব না । লোকজন দেখে নেব । গণতন্ত্রে পার্টি পরিবর্তন, মত পরিবর্তন চলতেই থাকে । আমাদের পার্টির ইমেজের সাথে যার ইমেজ মিলবে তাকে আমরা নেব ।"

তাঁর অভিযোগ, "লোককে ভোট দিতে না দিয়ে এখানে পঞ্চায়েত হয়েছে । যারা জিতেছে তারাও অপরাধের গ্লানিতে ভুগছে । তার মধ্যে বহু লোক BJP-তে যোগ দিতে চাইছে ।"

যাদের বিরুদ্ধে লড়াই করে সাফল্য এসেছে, এখন তাদেরই দলে নিলে BJP কর্মীরা বিভ্রান্ত হবে না ? সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, "বহু ভালো লোক তৃণমূলে ছিলেন । তাঁরা বিকল্প খুঁজে পাননি । আজকে BJP-কে পেয়ে তাঁরা আমাদের দলে আসছেন । আর যাঁরা আসছেন তাঁরা BJP-র ভাবধারার সঙ্গে মিলিতভাবে কাজ করবেন ।"

এদিকে, জয়শ্রীরাম ধ্বনির পালটা জয় হিন্দ, জয় বাংলা স্লোগানের ডাক দিয়েছে তৃণমূল । ধ্বনি, স্লোগান নিয়ে চলতে থাকা ক্রমাগত এই বিতর্ক প্রসঙ্গে দিলীপবাবু বলেন, "কেউ জয় হিন্দ বললে আমাদের তাতে কোনও আপত্তি নেই । জয়শ্রীরামের কোনও বিকল্প নেই । সাধারণ মানুষ যা বলবে সেটাই হবে ।"

রানাঘাট, 6 জুন : মমতা বন্দ্যোপাধ্যায়ের "হামসে যো টকরায়েগা, চুর চুর হো জায়েগা" মন্তব্যের জবাব দিলেন দিলীপ ঘোষ । BJP-র রাজ্য সভাপতি বললেন, "কে চুর চুর হয়েছে দেখতেই পারছেন । তৃণমূলের লোকরা লাইন লাগিয়েছে BJP-তে আসার জন্য । পার্টি চুর চুর হয়ে যাচ্ছে । টকরানোর তো প্রশ্নই নেই । ওরা নিজেরা টকরা টকরি করে মারা যাচ্ছে । রোজ খুন হচ্ছে ।"

আরও পড়ুন : হামসে যো টকরায়েগা, চুর চুর হো জায়েগা ; ইদের অনুষ্ঠানে মমতার হুঁশিয়ারি

গতকাল রেড রোডে ইদের অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, হামসে যো টকরায়েগা, চুর চুর হো জায়েগা । আজ নদিয়ায় দলের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে তারই জবাব দেন দিলীপ ঘোষ । সেখানে তিনি আরও বলেন, "আমরা কাউকে ভাঙতে যাচ্ছি না । কেউ এলে তাকে না করব না । লোকজন দেখে নেব । গণতন্ত্রে পার্টি পরিবর্তন, মত পরিবর্তন চলতেই থাকে । আমাদের পার্টির ইমেজের সাথে যার ইমেজ মিলবে তাকে আমরা নেব ।"

তাঁর অভিযোগ, "লোককে ভোট দিতে না দিয়ে এখানে পঞ্চায়েত হয়েছে । যারা জিতেছে তারাও অপরাধের গ্লানিতে ভুগছে । তার মধ্যে বহু লোক BJP-তে যোগ দিতে চাইছে ।"

যাদের বিরুদ্ধে লড়াই করে সাফল্য এসেছে, এখন তাদেরই দলে নিলে BJP কর্মীরা বিভ্রান্ত হবে না ? সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, "বহু ভালো লোক তৃণমূলে ছিলেন । তাঁরা বিকল্প খুঁজে পাননি । আজকে BJP-কে পেয়ে তাঁরা আমাদের দলে আসছেন । আর যাঁরা আসছেন তাঁরা BJP-র ভাবধারার সঙ্গে মিলিতভাবে কাজ করবেন ।"

এদিকে, জয়শ্রীরাম ধ্বনির পালটা জয় হিন্দ, জয় বাংলা স্লোগানের ডাক দিয়েছে তৃণমূল । ধ্বনি, স্লোগান নিয়ে চলতে থাকা ক্রমাগত এই বিতর্ক প্রসঙ্গে দিলীপবাবু বলেন, "কেউ জয় হিন্দ বললে আমাদের তাতে কোনও আপত্তি নেই । জয়শ্রীরামের কোনও বিকল্প নেই । সাধারণ মানুষ যা বলবে সেটাই হবে ।"

Intro:কে জয় হিন্দ বলল আমাদের তাতে কোনো আপত্তি নেই, জয় শ্রী রাম এর কোন বিকল্প নেই। সাধারণ মানুষ যা বলবে সেটাই হবে। নদিয়া দক্ষিণের বিজেপি সংগঠনের একটি যোগদান অনুষ্ঠানে এসে এই কথা বললেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
উল্লেখ্য, লোকসভা ভোটের ফলাফল সামনে আসার পরেই গোটা রাজ্য জুড়ে রাজ্যের শাসক দল এবং অন্যান্য দলের কর্মী-সমর্থকরা বিজেপিতে যোগ দিচ্ছেন। নদীয়াতে ও তার ব্যতিক্রম নয়। সূত্রের খবর এদিন বেশকিছু তৃণমূলের কর্মী সমর্থক তারা বিজেপিতে যোগদান করবেন। তাদের হাতে পতাকা তুলে দেবেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি এই অনুষ্ঠানে এসে প্রথমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা কারুর দল ভেঙে নিচ্ছি না। যেখানে যার ইচ্ছা সে জয়েন করছে। আমাদের নীতি আদর্শের সঙ্গে যাদের সঙ্গে মিল খাচ্ছে তাদের কে তাদেরকে আমরা ধরে নিচ্ছি। তিনি আরো বলেন বিজেপি হিংসার রাজনীতি করে না, যেটা নেই খুন হচ্ছে বিজেপি কে দোষ চাপানো হচ্ছে। আমরা দল ভাঙ্গার রাজনীতি করছি না এখন শুধু ব্যস্ত আছি টিএমসি গুন্ডারা এবং পুলিশ আমাদের অত্যাচার করছে তাই নিয়ে।Body:BJP DILIP GHOSHConclusion:
Last Updated : Jun 6, 2019, 10:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.