রানাঘাট, 6 জুন : মমতা বন্দ্যোপাধ্যায়ের "হামসে যো টকরায়েগা, চুর চুর হো জায়েগা" মন্তব্যের জবাব দিলেন দিলীপ ঘোষ । BJP-র রাজ্য সভাপতি বললেন, "কে চুর চুর হয়েছে দেখতেই পারছেন । তৃণমূলের লোকরা লাইন লাগিয়েছে BJP-তে আসার জন্য । পার্টি চুর চুর হয়ে যাচ্ছে । টকরানোর তো প্রশ্নই নেই । ওরা নিজেরা টকরা টকরি করে মারা যাচ্ছে । রোজ খুন হচ্ছে ।"
আরও পড়ুন : হামসে যো টকরায়েগা, চুর চুর হো জায়েগা ; ইদের অনুষ্ঠানে মমতার হুঁশিয়ারি
গতকাল রেড রোডে ইদের অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, হামসে যো টকরায়েগা, চুর চুর হো জায়েগা । আজ নদিয়ায় দলের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে তারই জবাব দেন দিলীপ ঘোষ । সেখানে তিনি আরও বলেন, "আমরা কাউকে ভাঙতে যাচ্ছি না । কেউ এলে তাকে না করব না । লোকজন দেখে নেব । গণতন্ত্রে পার্টি পরিবর্তন, মত পরিবর্তন চলতেই থাকে । আমাদের পার্টির ইমেজের সাথে যার ইমেজ মিলবে তাকে আমরা নেব ।"
তাঁর অভিযোগ, "লোককে ভোট দিতে না দিয়ে এখানে পঞ্চায়েত হয়েছে । যারা জিতেছে তারাও অপরাধের গ্লানিতে ভুগছে । তার মধ্যে বহু লোক BJP-তে যোগ দিতে চাইছে ।"
যাদের বিরুদ্ধে লড়াই করে সাফল্য এসেছে, এখন তাদেরই দলে নিলে BJP কর্মীরা বিভ্রান্ত হবে না ? সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, "বহু ভালো লোক তৃণমূলে ছিলেন । তাঁরা বিকল্প খুঁজে পাননি । আজকে BJP-কে পেয়ে তাঁরা আমাদের দলে আসছেন । আর যাঁরা আসছেন তাঁরা BJP-র ভাবধারার সঙ্গে মিলিতভাবে কাজ করবেন ।"
এদিকে, জয়শ্রীরাম ধ্বনির পালটা জয় হিন্দ, জয় বাংলা স্লোগানের ডাক দিয়েছে তৃণমূল । ধ্বনি, স্লোগান নিয়ে চলতে থাকা ক্রমাগত এই বিতর্ক প্রসঙ্গে দিলীপবাবু বলেন, "কেউ জয় হিন্দ বললে আমাদের তাতে কোনও আপত্তি নেই । জয়শ্রীরামের কোনও বিকল্প নেই । সাধারণ মানুষ যা বলবে সেটাই হবে ।"