ETV Bharat / state

অর্ণব কোনওরকম অবসাদে ভুগছিলেন না, ফেসবুক পোস্ট স্ত্রীর - election commission

"আমার স্বামী কোনওরকম অবসাদে ভুগছিলেন না । এবং আমাদের সম্পর্ক খুব সুন্দর ও স্বাস্থ্যকর ।" বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক অজয় নায়েকের অভিযোগ ওড়ালেন অনিশা যশ ।

অর্ণব রায় ও অনিশা যশ
author img

By

Published : Apr 20, 2019, 4:38 AM IST

আসানসোল, 20 এপ্রিল : "বিষয়টি ব্যক্তিগত এবং পারিবারিক ।" নোডাল অফিসার অর্ণব রায় নিখোঁজ হওয়ার ঘটনায় এই বিবৃতি দিয়েছিলেন বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক অজয় নায়েক । যদিও তাঁর বিবৃতিকে খারিজ করলেন নিখোঁজ অফিসারের স্ত্রী অনিশা যশ ।

গতকাল নিজের প্রোফাইলে একটি পোস্ট করেন অর্ণব রায়ের স্ত্রী অনিশা । সেখানে তিনি লেখেন, "আমার স্বামী 18 তারিখ দুপুর সাড়ে 12টা থেকে নিখোঁজ । আমি আরও জানাতে চাই, আমার স্বামী কোনওরকম অবসাদে ভুগছিলেন না । এবং আমাদের সম্পর্ক খুব সুন্দর ও স্বাস্থ্যকর ।"

এই সংক্রান্ত আরও খবর : কৃষ্ণনগর থেকে নিখোঁজ নদিয়ার নোডাল অফিসার

এর পাশাপাশি তিনি অর্ণব রায়ের নিখোঁজ হওয়ার বিষয়ে কোনওরকম গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করেন সকলকে । তিনি আরও লেখেন, আমার স্বামীকে ছাড়া অন্য কোনও কিছু এখন চাই না । তাঁকে খুঁজে পেতে শেষ ধাপ পর্যন্ত যেতে চাই । আমার স্বামীকে ফিরে পেতে চাই।

এই সংক্রান্ত আরও খবর : অর্ণব রায়ের নিখোঁজ হওয়ার সঙ্গে নির্বাচনের কোনও যোগ নেই : অজয় নায়েক

অর্ণববাবু NREGA ডিস্ট্রিক্ট অফিসার । তাঁকে নির্বাচনে EVM ও VVPAT সংক্রান্ত দায়িত্ব দেওয়া হয় । 18 তারিখ সকালে তিনি জেলাশাসকের দপ্তরে কাজ করেন । এরপর কৃষ্ণনগর BPCIT কলেজের উদ্দেশে রওনা দেন । তারপরই নিখোঁজ হয়ে যান । যদিও তাঁর নিখোঁজ নির্বাচন সংক্রান্ত কোনও কারণে নয় বলে মন্তব্য করেন বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক অজয় নায়েক । তাঁর বক্তব্য ছিল, নিখোঁজের কারণ ব্যক্তিগত ও পারিবারিক । গতকাল ফেসবুক পোস্ট করে তাঁর দাবি উড়িয়ে দিলেন অর্ণব রায়ের স্ত্রী ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আসানসোল, 20 এপ্রিল : "বিষয়টি ব্যক্তিগত এবং পারিবারিক ।" নোডাল অফিসার অর্ণব রায় নিখোঁজ হওয়ার ঘটনায় এই বিবৃতি দিয়েছিলেন বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক অজয় নায়েক । যদিও তাঁর বিবৃতিকে খারিজ করলেন নিখোঁজ অফিসারের স্ত্রী অনিশা যশ ।

গতকাল নিজের প্রোফাইলে একটি পোস্ট করেন অর্ণব রায়ের স্ত্রী অনিশা । সেখানে তিনি লেখেন, "আমার স্বামী 18 তারিখ দুপুর সাড়ে 12টা থেকে নিখোঁজ । আমি আরও জানাতে চাই, আমার স্বামী কোনওরকম অবসাদে ভুগছিলেন না । এবং আমাদের সম্পর্ক খুব সুন্দর ও স্বাস্থ্যকর ।"

এই সংক্রান্ত আরও খবর : কৃষ্ণনগর থেকে নিখোঁজ নদিয়ার নোডাল অফিসার

এর পাশাপাশি তিনি অর্ণব রায়ের নিখোঁজ হওয়ার বিষয়ে কোনওরকম গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করেন সকলকে । তিনি আরও লেখেন, আমার স্বামীকে ছাড়া অন্য কোনও কিছু এখন চাই না । তাঁকে খুঁজে পেতে শেষ ধাপ পর্যন্ত যেতে চাই । আমার স্বামীকে ফিরে পেতে চাই।

এই সংক্রান্ত আরও খবর : অর্ণব রায়ের নিখোঁজ হওয়ার সঙ্গে নির্বাচনের কোনও যোগ নেই : অজয় নায়েক

অর্ণববাবু NREGA ডিস্ট্রিক্ট অফিসার । তাঁকে নির্বাচনে EVM ও VVPAT সংক্রান্ত দায়িত্ব দেওয়া হয় । 18 তারিখ সকালে তিনি জেলাশাসকের দপ্তরে কাজ করেন । এরপর কৃষ্ণনগর BPCIT কলেজের উদ্দেশে রওনা দেন । তারপরই নিখোঁজ হয়ে যান । যদিও তাঁর নিখোঁজ নির্বাচন সংক্রান্ত কোনও কারণে নয় বলে মন্তব্য করেন বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক অজয় নায়েক । তাঁর বক্তব্য ছিল, নিখোঁজের কারণ ব্যক্তিগত ও পারিবারিক । গতকাল ফেসবুক পোস্ট করে তাঁর দাবি উড়িয়ে দিলেন অর্ণব রায়ের স্ত্রী ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Guwahati (Assam), Apr 19 (ANI): Bharatiya Janata Party (BJP) national general secretary Ram Madhav commented on Priyanka Chaturvedi's resignation from Congress. He said, "The reason cited by Priyanka Chaturvedi for leaving Congress is something the whole country should take seriously. The type of disrespect women leaders are facing in Congress party is something everyone should be worried about." When asked about Sadhvi Pragya's remark on Hemant Karkare, he added, "When personal trauma overpowers our emotion then sometime our judgement get overpowers. As an Indian, we must have outmost respect for our martyrs"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.