ETV Bharat / state

কয়েক হাজার পেঁপের চারা নষ্ট করল দুষ্কৃতীরা, লক্ষাধিক টাকার ক্ষতি - Farmer

Goons allegedly destroy Papaya tree: 4 বিঘা জমির পেঁপে গাছ কেটে নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা ৷ এই দৃশ্য দেখে মাথায় হাত চাষির ৷ 10 লক্ষ টাকারও বেশি ক্ষতির আশঙ্কা করছেন চাষি ৷

ETV Bharat
বিঘার পর বিঘা পেঁপে গাছ নষ্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 9:10 PM IST

নদিয়ার শান্তিপুরে 4 বিঘা জমির পেঁপে গাছ নষ্ট করে দিল দুষ্কৃতীরা

শান্তিপুর, 16 জানুয়ারি: লক্ষ লক্ষ টাকার পেঁপে নষ্ট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ চার বিঘা জমির ফলন্ত পেঁপে গাছ-সহ প্রায় 4 হাজার পেঁপের চারা কেটে নষ্ট করে দিল দুষ্কৃতীরা ৷ প্রায় 10 লক্ষ টাকা ক্ষতির আশঙ্কা করছেন ওই পেঁপে চাষি ৷ এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার নবলা গ্রামপঞ্চায়েতের তেজপুর মাঠে ৷

সূত্রের খবর, ওই এলাকার চন্দ্রপুরের বাসিন্দা পেঁপে চাষি পরিমল মণ্ডল ৷ প্রায় 25 বছর ধরে তিনি বিঘা বিঘা জমি পেঁপে চাষ করেন ৷ নিজের হাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে পেঁপের চারা তৈরি করেন ৷ সেগুলি অন্য জায়গায় বিক্রিও করেন ৷ প্রতি বছরের মতো এ বছরেও তিনি পেঁপের চাষ করেছিলেন এবং পেঁপের চারা তৈরি করেছিলেন ৷

তবে সোমবার সকালে তিনি অন্য চাষিদের কাছ থেকে খবর পেয় জমি দেখতে যান ৷ সেখানে পেঁপে জমির সব গাছই কেটে দিয়েছে দুষ্কৃতীরা ৷ তিনি দেখেন শুধুমাত্র ফলন্ত পেঁপে গাছ নয়, তাঁর তৈরি করা হাজার হাজার পেঁপে গাছের চারাও নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা ৷ এই দৃশ্য দেখেই কান্নায় ভেঙে পড়েন চাষি পরিমল মণ্ডল ৷

এ বিষয়ে তিনি বলেন, "আমার এলাকায় কোনও ব্যক্তিগত শত্রু নেই ৷ এর আগেও কখনও এরকম হয়নি ৷ তবে যেদিন রাতে এই ঘটনা ঘটেছিল, সেদিন সন্ধ্যায় ওই এলাকার এক ব্যক্তির সঙ্গে আমার পুরনো টিভি বেচাকেনা নিয়ে একটু কথা কাটাকাটি হয় ৷" তবে তিনি সরাসরি ওই ব্যক্তিকে সন্দেহ করছেন বলে জানাননি ৷ তবে এই ঘটনায় ওই ব্যক্তি জড়িত থাকলেও থাকতে পারেন বলে অনুমান করা হচ্ছে ৷ পেঁপে চাষির আশঙ্কা, প্রায় দশ লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ ৷ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ প্রতিবেশীরাও চাইছেন, এই ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের কঠোরতম শাস্তি হোক ৷ যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে।

আরও পড়ুন:

  1. খাল সংস্কারের নামে রাস্তাজুড়ে লক্ষাধিক টাকার গাছ কেটে সাফ, জানেই না বন বিভাগ!
  2. গাছ ছেড়ে টোটোয়! হনুমানের সফরে হতবাক দুর্গাপুরবাসী
  3. বাড়িতে গাছ থাকলে বর্ষায় অতিরিক্ত যত্ন নিন

নদিয়ার শান্তিপুরে 4 বিঘা জমির পেঁপে গাছ নষ্ট করে দিল দুষ্কৃতীরা

শান্তিপুর, 16 জানুয়ারি: লক্ষ লক্ষ টাকার পেঁপে নষ্ট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ চার বিঘা জমির ফলন্ত পেঁপে গাছ-সহ প্রায় 4 হাজার পেঁপের চারা কেটে নষ্ট করে দিল দুষ্কৃতীরা ৷ প্রায় 10 লক্ষ টাকা ক্ষতির আশঙ্কা করছেন ওই পেঁপে চাষি ৷ এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার নবলা গ্রামপঞ্চায়েতের তেজপুর মাঠে ৷

সূত্রের খবর, ওই এলাকার চন্দ্রপুরের বাসিন্দা পেঁপে চাষি পরিমল মণ্ডল ৷ প্রায় 25 বছর ধরে তিনি বিঘা বিঘা জমি পেঁপে চাষ করেন ৷ নিজের হাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে পেঁপের চারা তৈরি করেন ৷ সেগুলি অন্য জায়গায় বিক্রিও করেন ৷ প্রতি বছরের মতো এ বছরেও তিনি পেঁপের চাষ করেছিলেন এবং পেঁপের চারা তৈরি করেছিলেন ৷

তবে সোমবার সকালে তিনি অন্য চাষিদের কাছ থেকে খবর পেয় জমি দেখতে যান ৷ সেখানে পেঁপে জমির সব গাছই কেটে দিয়েছে দুষ্কৃতীরা ৷ তিনি দেখেন শুধুমাত্র ফলন্ত পেঁপে গাছ নয়, তাঁর তৈরি করা হাজার হাজার পেঁপে গাছের চারাও নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা ৷ এই দৃশ্য দেখেই কান্নায় ভেঙে পড়েন চাষি পরিমল মণ্ডল ৷

এ বিষয়ে তিনি বলেন, "আমার এলাকায় কোনও ব্যক্তিগত শত্রু নেই ৷ এর আগেও কখনও এরকম হয়নি ৷ তবে যেদিন রাতে এই ঘটনা ঘটেছিল, সেদিন সন্ধ্যায় ওই এলাকার এক ব্যক্তির সঙ্গে আমার পুরনো টিভি বেচাকেনা নিয়ে একটু কথা কাটাকাটি হয় ৷" তবে তিনি সরাসরি ওই ব্যক্তিকে সন্দেহ করছেন বলে জানাননি ৷ তবে এই ঘটনায় ওই ব্যক্তি জড়িত থাকলেও থাকতে পারেন বলে অনুমান করা হচ্ছে ৷ পেঁপে চাষির আশঙ্কা, প্রায় দশ লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ ৷ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ প্রতিবেশীরাও চাইছেন, এই ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের কঠোরতম শাস্তি হোক ৷ যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে।

আরও পড়ুন:

  1. খাল সংস্কারের নামে রাস্তাজুড়ে লক্ষাধিক টাকার গাছ কেটে সাফ, জানেই না বন বিভাগ!
  2. গাছ ছেড়ে টোটোয়! হনুমানের সফরে হতবাক দুর্গাপুরবাসী
  3. বাড়িতে গাছ থাকলে বর্ষায় অতিরিক্ত যত্ন নিন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.