শান্তিপুর, 16 জানুয়ারি: লক্ষ লক্ষ টাকার পেঁপে নষ্ট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ চার বিঘা জমির ফলন্ত পেঁপে গাছ-সহ প্রায় 4 হাজার পেঁপের চারা কেটে নষ্ট করে দিল দুষ্কৃতীরা ৷ প্রায় 10 লক্ষ টাকা ক্ষতির আশঙ্কা করছেন ওই পেঁপে চাষি ৷ এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার নবলা গ্রামপঞ্চায়েতের তেজপুর মাঠে ৷
সূত্রের খবর, ওই এলাকার চন্দ্রপুরের বাসিন্দা পেঁপে চাষি পরিমল মণ্ডল ৷ প্রায় 25 বছর ধরে তিনি বিঘা বিঘা জমি পেঁপে চাষ করেন ৷ নিজের হাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে পেঁপের চারা তৈরি করেন ৷ সেগুলি অন্য জায়গায় বিক্রিও করেন ৷ প্রতি বছরের মতো এ বছরেও তিনি পেঁপের চাষ করেছিলেন এবং পেঁপের চারা তৈরি করেছিলেন ৷
তবে সোমবার সকালে তিনি অন্য চাষিদের কাছ থেকে খবর পেয় জমি দেখতে যান ৷ সেখানে পেঁপে জমির সব গাছই কেটে দিয়েছে দুষ্কৃতীরা ৷ তিনি দেখেন শুধুমাত্র ফলন্ত পেঁপে গাছ নয়, তাঁর তৈরি করা হাজার হাজার পেঁপে গাছের চারাও নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা ৷ এই দৃশ্য দেখেই কান্নায় ভেঙে পড়েন চাষি পরিমল মণ্ডল ৷
এ বিষয়ে তিনি বলেন, "আমার এলাকায় কোনও ব্যক্তিগত শত্রু নেই ৷ এর আগেও কখনও এরকম হয়নি ৷ তবে যেদিন রাতে এই ঘটনা ঘটেছিল, সেদিন সন্ধ্যায় ওই এলাকার এক ব্যক্তির সঙ্গে আমার পুরনো টিভি বেচাকেনা নিয়ে একটু কথা কাটাকাটি হয় ৷" তবে তিনি সরাসরি ওই ব্যক্তিকে সন্দেহ করছেন বলে জানাননি ৷ তবে এই ঘটনায় ওই ব্যক্তি জড়িত থাকলেও থাকতে পারেন বলে অনুমান করা হচ্ছে ৷ পেঁপে চাষির আশঙ্কা, প্রায় দশ লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ ৷ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ প্রতিবেশীরাও চাইছেন, এই ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের কঠোরতম শাস্তি হোক ৷ যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে।
আরও পড়ুন: