শান্তিপুর, 9 নভেম্বর : এখনও গঙ্গার ভাঙন অব্যাহত । প্রতিদিন ভাঙনের জেরে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি ৷ আতঙ্কে রয়েছেন নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা ।
শান্তিপুর থানার বেলঘড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিহারিয়া মঠপাড়া এলাকায় কয়েকদিন ধরে আবারও নতুন করে গঙ্গার ভাঙ্গন শুরু হয়েছে । স্থানীয় বাসিন্দাদের দাবি, এভাবে প্রতিনিয়ত যদি গঙ্গা ভাঙতে থাকে তাহলে কোনও এক সময় পুরো গ্রামটাই গঙ্গাবক্ষে তলিয়ে যাবে । অভিযোগ, গঙ্গা ভাঙন শুরু হলেই প্রশাসন এবং সেচ দপ্তরের কর্মীরা পরিদর্শনে আসেন বটে কিন্তু কাজের কাজ কিছুই হয় না । তাঁরা আশ্বাস দিয়ে চলে যান । যদিও কোনও কোনও সময় বালির বস্তা দিয়ে গঙ্গার ভাঙন রোধ করার চেষ্টা করা হয় । কিন্তু তাতে স্থায়ী সমাধান হয় না । স্থানীয় বাসিন্দারা চাইছেন, যত দ্রুত সম্ভব প্রশাসন এবং সেচ দপ্তরের পক্ষ থেকে স্থায়ীভাবে পাড় বাঁধানোর ব্যবস্থা করা হোক ।
এই বিষয়ে বেলঘড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলেন, "আমরা এর আগেও একাধিক দপ্তরের সঙ্গে কথা বলেছি যত দ্রুত সম্ভব গঙ্গার পাড় বাঁধানোর ব্যবস্থার দাবি জানিয়েছি । এটি কোনও একদিনের সমস্যা নয় । দীর্ঘদিন ধরেই এই সমস্যা চলে আসছে । আমরা চেষ্টা করব সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ।"