শান্তিপুর , 22 মে : রাজনৈতিক জগতে নক্ষত্র পতন ৷ দীর্ঘদিন করোনার সঙ্গে লড়াই করছিলেন অজয় দে ৷ শুক্রবার সকালে পরলোক গমন করেন তিনি ৷
রাতে শেষকৃত্য সম্পন্ন হল তাঁর জন্মভূমি শান্তিপুরেই ৷ রাত প্রায় সাড়ে আটটা নাগাদ অজয় দের মরদেহ পৌঁছায় তাঁর বাড়িতে ৷
খবর পৌঁছানো মাত্রই শান্তিপুর জুড়ে নেমে আসে শোকের ছায়া । মরদেহ পৌঁছানোর খবর পেয়েই শান্তিপুরের রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষের ঢল ৷
আরও পড়ুন : চ্যালেঞ্জ 6 জেলা, যশের ধাক্কা সামলাতে কোমর বাঁধছে বিদ্যুৎ দফতর
অজয় দের অকাল প্রয়াণে কান্নায় ভেঙে পড়েন দলীয় সমর্থকেরা ৷ অবশেষে সরকারি নিয়মবিধি মেনে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য ৷
রাজনৈতিক জীবনে পোড়খাওয়া এই নেতা বিগত 25 বছর ধরে আসীন ছিলেন বিধায়ক পদে ৷ তবে করোনার কামড় থেকে আর নিস্তার পাওয়া হল না তাঁর ৷