ETV Bharat / state

কালিগঞ্জে বাবার হাতে ছেলে খুন - কালিগঞ্জ

পারিবারিক অশান্তির জেরে ছেলেকে খুন করে বাবা, দাবি পরিবারের। কালিগঞ্জ থানা পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে । মৃতের নাম রাজবুল ওরফে রাজু মণ্ডল ৷ বয়স 29 বছর । অভিযুক্ত পিতার নাম রিজাউল মন্ডল।

বাবার হাতে ছেলে খুন
বাবার হাতে ছেলে খুন
author img

By

Published : Oct 1, 2020, 7:18 PM IST

কালিগঞ্জ 1 অক্টোবর : পারিবারিক বিবাদের জেরে বাবার হাতে খুন ছেলে । ঘটনাটি নদীয়ার কালিগঞ্জ থানার হাটগাছা পঞ্চায়েতের কামারি মসজিদ পাড়া এলাকার ।

সূত্রের খবর,পারিবারিক অশান্তির জেরে ছেলেকে খুন করে বাবা বলে দাবি পরিবারের। কালিগঞ্জ থানা পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে । মৃতের নাম রাজবুল ওরফে রাজু মণ্ডল ৷ বয়স 29 বছর । অভিযুক্ত পিতার নাম রিজাউল মন্ডল।

মৃতের স্ত্রী ঊর্জিনা বিবির দাবি তার স্বামী রাজু মন্ডল ভিন রাজ্যে শ্রমিকের কাজ করত । কোরোনার জেরে বাড়ি ফিরে আসার পর বর্তমানে কর্মহীন হয়ে পড়েন । বর্তমানে আর্থিক সমস্যার কারণে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন । তাই বাড়ির কিছুটা জমি বিক্রি করার জন্য বাবাকে বলেন তিনি ৷ সেই জমির বিক্রির অর্থ দিয়ে ব্যবসা করার ইচ্ছা ছিল রাজুর । সম্প্রতি মদ্যপানে আসক্তি হয়ে পড়েন তিনি । পরিবারের সঙ্গে মাঝে মধ্যে অশান্তি হত তার ।

গতকাল রাত্রে গরমের কারণে সে বাড়ির বারান্দায় ঘুমিয়ে পড়ে । সবাই ঘুমিয়ে পড়ার পর ধারালো অস্ত্র দিয়ে ছেলেকে কুপিয়ে খুন করে রিজাউল,বলে অভিযোগ। ঘটনার পর চিৎকার শুনে স্থানীয়রা এসে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই যুবক । স্থানীয়দের তরফে কালিগঞ্জ থানায় খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কালিগঞ্জ থানা পুলিশ ।

কালিগঞ্জ 1 অক্টোবর : পারিবারিক বিবাদের জেরে বাবার হাতে খুন ছেলে । ঘটনাটি নদীয়ার কালিগঞ্জ থানার হাটগাছা পঞ্চায়েতের কামারি মসজিদ পাড়া এলাকার ।

সূত্রের খবর,পারিবারিক অশান্তির জেরে ছেলেকে খুন করে বাবা বলে দাবি পরিবারের। কালিগঞ্জ থানা পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে । মৃতের নাম রাজবুল ওরফে রাজু মণ্ডল ৷ বয়স 29 বছর । অভিযুক্ত পিতার নাম রিজাউল মন্ডল।

মৃতের স্ত্রী ঊর্জিনা বিবির দাবি তার স্বামী রাজু মন্ডল ভিন রাজ্যে শ্রমিকের কাজ করত । কোরোনার জেরে বাড়ি ফিরে আসার পর বর্তমানে কর্মহীন হয়ে পড়েন । বর্তমানে আর্থিক সমস্যার কারণে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন । তাই বাড়ির কিছুটা জমি বিক্রি করার জন্য বাবাকে বলেন তিনি ৷ সেই জমির বিক্রির অর্থ দিয়ে ব্যবসা করার ইচ্ছা ছিল রাজুর । সম্প্রতি মদ্যপানে আসক্তি হয়ে পড়েন তিনি । পরিবারের সঙ্গে মাঝে মধ্যে অশান্তি হত তার ।

গতকাল রাত্রে গরমের কারণে সে বাড়ির বারান্দায় ঘুমিয়ে পড়ে । সবাই ঘুমিয়ে পড়ার পর ধারালো অস্ত্র দিয়ে ছেলেকে কুপিয়ে খুন করে রিজাউল,বলে অভিযোগ। ঘটনার পর চিৎকার শুনে স্থানীয়রা এসে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই যুবক । স্থানীয়দের তরফে কালিগঞ্জ থানায় খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কালিগঞ্জ থানা পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.