ETV Bharat / state

Fake Police : পুলিশের স্টিকার সাঁটানো গাড়ি-সহ শান্তিপুরে গ্রেফতার দুই - গাড়ি বাজেয়াপ্ত

পুলিশ লেখা স্টিকার সাঁটানো গাড়ি বাজেয়াপ্ত করল নদিয়ার শান্তিপুর থানার পুলিশ ৷ ঘটনায় দু’জনকে গ্রেফতারও করা হয়েছে ৷ ধৃতরা কী কারণে গাড়িতে পুলিশ লেখা স্টিকার আটকেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

fake police arrested in Santipur, police seized a car
Fake Police arrest : নদিয়ার শান্তিপুরে পুলিশের স্টিকার সাঁটানো গাড়ি-সহ গ্রেফতার দুই
author img

By

Published : Jul 27, 2021, 1:31 PM IST

শান্তিপুর, 27 জুলাই : ভুয়ো আইপিএস, ভুয়ো চিকিৎসক, ভুয়ো সিবিআই আধিকারিক, ভুয়ো মানবাধিকার কর্মী, আরও কত কী ! ইদানীংকালে রাজ্যজুড়েই যেন ভুয়োদের ধরপাকড়ের মরশুম চলছে ! সোমবার রাতে ধরা পড়ল এমনই এক ভুয়ো পুলিশ ৷ সঙ্গে তার গাড়ির চালক ৷ ঘটনাস্থল নদিয়ার শান্তিপুর ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল আবুল বকির শেখ এবং তার গাড়ির চালক সম্রাট ঘোষ ৷

আরও পড়ুন : ছিল শ্মশানের ডোম, হয়ে গেল সিবিআই আধিকারিক, চিত্তরঞ্জনে আরেক দেবাঞ্জন

সোমবার রাতে রুটিন নাকা-তল্লাশি চালাচ্ছিল নদিয়ার শান্তিপুর থানার পুলিশ ৷ সেই সময়েই একটি গাড়ি দেখে সন্দেহ হয় টহলরত পুলিশকর্মীদের ৷ অভিযোগ, গাড়িটিতে পুলিশ লেখা স্টিকার আটকানো থাকলেও ভিতরে পুলিশের কেউ ছিলেন না ৷ এরপর গাড়িটি থামান পুলিশকর্মীরা ৷ গাড়ির ভিতরে বসে ছিল আবুল বকির শেখ ৷ সে পূর্ব বর্ধমানের কালনার পূর্বপাড়া এলাকার বাসিন্দা ৷

fake police arrested in Santipur, police seized a car
বাজেয়াপ্ত হওয়া গাড়ি ৷

আবুল বকিরের কাছে গাড়ির কাগজপত্র দেখতে চান পুলিশকর্মীরা ৷ কেন গাড়িতে পুলিশ লেখা স্টিকার আটকানো আছে, তাও জানতে চান তাঁরা ৷ আবুলের কাছে তার পরিচয়পত্রও দেখতে চাওয়া হয় ৷ অভিযোগ, এর কোনওটাই পুলিশকে দেখাতে পারেনি আবুল ৷ এরপরই তাকে পাকড়াও করে পুলিশ ৷ গ্রেফতার করা হয় তার গাড়ির চালক সম্রাট ঘোষকেও ৷

আরও পড়ুন : ভুয়ো মানবাধিকার সংগঠককে হেফাজতে নিল চন্দননগর কমিশনারেটের পুলিশ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, আবুল বকির শেখ মোটেও পুলিশকর্মী নয় ৷ যে গাড়িটি সে ব্যবহার করছিল, সেটিও বাজেয়াপ্ত করে শান্তিপুর থানার পুলিশ ৷ কী কাজে ওই গাড়ি ব্যবহার করা হত, কেন তাতে পুলিশ লেখা স্টিকার আটকানো ছিল, সেই সবেরই হদিশ পাওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ মঙ্গলবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয় ৷

শান্তিপুর, 27 জুলাই : ভুয়ো আইপিএস, ভুয়ো চিকিৎসক, ভুয়ো সিবিআই আধিকারিক, ভুয়ো মানবাধিকার কর্মী, আরও কত কী ! ইদানীংকালে রাজ্যজুড়েই যেন ভুয়োদের ধরপাকড়ের মরশুম চলছে ! সোমবার রাতে ধরা পড়ল এমনই এক ভুয়ো পুলিশ ৷ সঙ্গে তার গাড়ির চালক ৷ ঘটনাস্থল নদিয়ার শান্তিপুর ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল আবুল বকির শেখ এবং তার গাড়ির চালক সম্রাট ঘোষ ৷

আরও পড়ুন : ছিল শ্মশানের ডোম, হয়ে গেল সিবিআই আধিকারিক, চিত্তরঞ্জনে আরেক দেবাঞ্জন

সোমবার রাতে রুটিন নাকা-তল্লাশি চালাচ্ছিল নদিয়ার শান্তিপুর থানার পুলিশ ৷ সেই সময়েই একটি গাড়ি দেখে সন্দেহ হয় টহলরত পুলিশকর্মীদের ৷ অভিযোগ, গাড়িটিতে পুলিশ লেখা স্টিকার আটকানো থাকলেও ভিতরে পুলিশের কেউ ছিলেন না ৷ এরপর গাড়িটি থামান পুলিশকর্মীরা ৷ গাড়ির ভিতরে বসে ছিল আবুল বকির শেখ ৷ সে পূর্ব বর্ধমানের কালনার পূর্বপাড়া এলাকার বাসিন্দা ৷

fake police arrested in Santipur, police seized a car
বাজেয়াপ্ত হওয়া গাড়ি ৷

আবুল বকিরের কাছে গাড়ির কাগজপত্র দেখতে চান পুলিশকর্মীরা ৷ কেন গাড়িতে পুলিশ লেখা স্টিকার আটকানো আছে, তাও জানতে চান তাঁরা ৷ আবুলের কাছে তার পরিচয়পত্রও দেখতে চাওয়া হয় ৷ অভিযোগ, এর কোনওটাই পুলিশকে দেখাতে পারেনি আবুল ৷ এরপরই তাকে পাকড়াও করে পুলিশ ৷ গ্রেফতার করা হয় তার গাড়ির চালক সম্রাট ঘোষকেও ৷

আরও পড়ুন : ভুয়ো মানবাধিকার সংগঠককে হেফাজতে নিল চন্দননগর কমিশনারেটের পুলিশ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, আবুল বকির শেখ মোটেও পুলিশকর্মী নয় ৷ যে গাড়িটি সে ব্যবহার করছিল, সেটিও বাজেয়াপ্ত করে শান্তিপুর থানার পুলিশ ৷ কী কাজে ওই গাড়ি ব্যবহার করা হত, কেন তাতে পুলিশ লেখা স্টিকার আটকানো ছিল, সেই সবেরই হদিশ পাওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ মঙ্গলবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.