ETV Bharat / state

Complex Surgery at Santipur Hospital: শান্তিপুর হাসপাতালে সফল অস্ত্রোপচারে বাদ রোগীর সংক্রমিত পা - Santipur State General Hospital

ডায়াবেটিসের কারণে ডান পায়ে সংক্রমণ দেখা দিয়েছিল এক মহিলার ৷ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সফল অস্ত্রোপচারে সেই সংক্রামিত পা বাদ দেওয়া হল (Successful Surgery in Santipur Hospital) ৷

Successful Surgery in Santipur Hospital ETV BHARAT
Successful Surgery in Santipur Hospital ETV BHARAT
author img

By

Published : Feb 26, 2023, 10:41 PM IST

শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সফল ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার

শান্তিপুর, 26 ফেব্রুয়ারি: শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সফল হল ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার ৷ ডায়াবেটিসের কারণে পচে যাওয়া পা অস্ত্রোপচার করে বাদ দিলেন হাসপাতালের চিকিৎসকরা (Excluded Infected Leg by Successful Surgery) ৷ অস্ত্রোপচার হওয়া রোগী মামনি সরকার (51) নদিয়ার শান্তিপুরের বাঘাযতীন পাড়ার বাসিন্দা ৷ বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক ৷

জানা গিয়েছে, প্রৌঢ়া মামনি সরকারের হাই-সুগারের কারণে একটি পায়ে রস জমে যায় ৷ বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়ে কোন সুফল মেলেনি ৷ অবশেষে শান্তিপুর হাসপাতালের জেনারেল বিভাগের শল্য চিকিৎসক দীপক মাইতিকে দেখান তিনি ৷ এরপর এক সপ্তাহ ধরে তাঁর কাছে চিকিৎসা করান মামনি সরকার ৷ চিকিৎসক এক সপ্তাহ পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেন শান্তিপুর হাসপাতালেই তাঁর অস্ত্রোপচার করা হবে ৷ তিনি জানিয়ে দিয়েছিলেন, দ্রুত অস্ত্রোপচার না-করলে সারা শরীরে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷

যদিও অস্ত্রপচারের আগে হাসপাতালের অন্যান্য বিভাগের চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন চিকিৎসক দীপক মাইতি ৷ সম্প্রতি ওই মহিলার পা অস্ত্রোপচার করে সফলভাবে বাদ দেওয়া সম্ভব হয়েছে ৷ তিনি অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ আছেন বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে ৷ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে পরিকাঠামো সেই অর্থে নেই ৷ তা সত্ত্বেও একপ্রকার ঝুঁকি নিয়ে চিকিৎসক দীপক মাইতি এই অস্ত্রোপচার করেছেন ৷ তাতে তিনি সাফল্যও পেয়েছেন ৷ এই ধরনের অস্ত্রোপচার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এই প্রথম হয়েছে ৷

আরও পড়ুন: দু ভাগে বিভক্ত জরায়ুতে যমজ সন্তান, বিরল অস্ত্রোপচার করে ইতিহাস গড়ল শান্তিপুরের হাসপাতাল

এর আগেও দু’বার দুই প্রসূতির জটিল অস্ত্রোপচার করে সাফল্য পেয়েছিল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল ৷ এদিন আরও একটি জটিল অস্ত্রোপচার করলেন চিকিৎসকরা ৷ জেনারেল বিভাগের শল্য চিকিৎসক দীপক মাইতি বলেন, "স্টেট জেনারেল হাসপাতালের মতো জায়গায় কিছুটা হলেও পরিকাঠামোর অভাব রয়েছে ৷ তার মধ্যেও ঝুঁকিপূর্ণ অপারেশন করতে হয় রোগীর অবস্থা এবং তাদের পরিবারের দিকে তাকিয়ে ৷" তিনি সকল রোগী এবং তাঁদের পরিবারকে হাসপাতাল এবং সেখানকার চিকিৎসকদের প্রতি আস্থা রাখার আবেদন জানিয়েছেন ৷

শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সফল ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার

শান্তিপুর, 26 ফেব্রুয়ারি: শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সফল হল ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার ৷ ডায়াবেটিসের কারণে পচে যাওয়া পা অস্ত্রোপচার করে বাদ দিলেন হাসপাতালের চিকিৎসকরা (Excluded Infected Leg by Successful Surgery) ৷ অস্ত্রোপচার হওয়া রোগী মামনি সরকার (51) নদিয়ার শান্তিপুরের বাঘাযতীন পাড়ার বাসিন্দা ৷ বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক ৷

জানা গিয়েছে, প্রৌঢ়া মামনি সরকারের হাই-সুগারের কারণে একটি পায়ে রস জমে যায় ৷ বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়ে কোন সুফল মেলেনি ৷ অবশেষে শান্তিপুর হাসপাতালের জেনারেল বিভাগের শল্য চিকিৎসক দীপক মাইতিকে দেখান তিনি ৷ এরপর এক সপ্তাহ ধরে তাঁর কাছে চিকিৎসা করান মামনি সরকার ৷ চিকিৎসক এক সপ্তাহ পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেন শান্তিপুর হাসপাতালেই তাঁর অস্ত্রোপচার করা হবে ৷ তিনি জানিয়ে দিয়েছিলেন, দ্রুত অস্ত্রোপচার না-করলে সারা শরীরে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷

যদিও অস্ত্রপচারের আগে হাসপাতালের অন্যান্য বিভাগের চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন চিকিৎসক দীপক মাইতি ৷ সম্প্রতি ওই মহিলার পা অস্ত্রোপচার করে সফলভাবে বাদ দেওয়া সম্ভব হয়েছে ৷ তিনি অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ আছেন বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে ৷ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে পরিকাঠামো সেই অর্থে নেই ৷ তা সত্ত্বেও একপ্রকার ঝুঁকি নিয়ে চিকিৎসক দীপক মাইতি এই অস্ত্রোপচার করেছেন ৷ তাতে তিনি সাফল্যও পেয়েছেন ৷ এই ধরনের অস্ত্রোপচার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এই প্রথম হয়েছে ৷

আরও পড়ুন: দু ভাগে বিভক্ত জরায়ুতে যমজ সন্তান, বিরল অস্ত্রোপচার করে ইতিহাস গড়ল শান্তিপুরের হাসপাতাল

এর আগেও দু’বার দুই প্রসূতির জটিল অস্ত্রোপচার করে সাফল্য পেয়েছিল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল ৷ এদিন আরও একটি জটিল অস্ত্রোপচার করলেন চিকিৎসকরা ৷ জেনারেল বিভাগের শল্য চিকিৎসক দীপক মাইতি বলেন, "স্টেট জেনারেল হাসপাতালের মতো জায়গায় কিছুটা হলেও পরিকাঠামোর অভাব রয়েছে ৷ তার মধ্যেও ঝুঁকিপূর্ণ অপারেশন করতে হয় রোগীর অবস্থা এবং তাদের পরিবারের দিকে তাকিয়ে ৷" তিনি সকল রোগী এবং তাঁদের পরিবারকে হাসপাতাল এবং সেখানকার চিকিৎসকদের প্রতি আস্থা রাখার আবেদন জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.