মায়াপুর (নদিয়া), 7 মার্চ: চৈতন্য মহাপ্রভুর 537তম জন্মতিথি এবং দোল উৎসব উপলক্ষে সেজে উঠেছে নদিয়ার মায়াপুর ইসকন মন্দির (Dolyatra at Mayapur ISKCON Temple)। তবে দোলে কোনও বাহ্যিক রঙের ব্যবহার হয়নি ৷ মন্দির কর্তৃপক্ষের তরফে এই নির্দেশ মেনেই দোল খেলা হল এখানে । মঙ্গলবার সকাল থেকেই ইসকনে চলছে নাম সংকীর্তন-সহ একাধিক কর্মসূচি ।
গত এক মাস ধরে মহাপ্রভুর জন্মতিথি উপলক্ষে শুরু হয়েছে পরিক্রমা । প্রায় 100টি দেশ থেকে 5 হাজার বিদেশি ভক্তরা এক মাসে আগেই উপস্থিত হয়েছেন মায়াপুর ইসকন মন্দিরে । সেখানে সাতটি দলে বিভক্ত হয়ে মহাপ্রভুর স্মৃতিবিজড়িত বিভিন্ন জায়গায় জল এবং স্থলপথে পরিক্রমা শুরু করেন প্রতিনিধিরা । এক মাস বিভিন্ন জায়গায় পরিক্রমা করে সেখানকার মানুষদের মহাপ্রভু সম্পর্কে তথ্য প্রদান করে তাঁরা পুনরায় ইসকন মন্দিরে ফিরে আসেন । দোলের দিন সকাল থেকেই ইসকন মন্দিরে চলছে নানাবিধ কর্মসূচি ।
বিদেশি ভক্ত যেমন রয়েছে তেমন লক্ষ লক্ষ ভারতীয় ভক্তরা ইতিমধ্যে ইসকনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন । সেই কারণেই ইসকন কর্তৃপক্ষ এবং মায়াপুর পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে । আজ সারাদিন যেমন বিভিন্ন অনুষ্ঠান চলবে তেমনি গতকাল অদ্বৈত মহাপ্রভুর আবির্ভাব দিবস উপলক্ষে অভিষেক ঘটবে । এরপর মহাপ্রভুর চরণে দেশের মঙ্গল কামনায় জল প্রদান করা হবে ।
আরও পড়ুন : উষ্ণ হোলিতে শরীর ঠান্ডা রাখতে পান করুন এই জুস
এই বিষয়ে মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, "বিভিন্ন জায়গায় দোল উৎসব এবং মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে বিভিন্ন রং ব্যবহার করা হলেও মায়াপুর ইসকন মন্দিরের রং ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । এখানে বাহ্যিক কোনও রং নয়, মহাপ্রভুর প্রেমের রঙে মেতে ওঠেন ভক্তরা । আজ যেমন সকাল থেকে কর্মসূচি শুরু হয়েছে তেমনি আগামিকাল মহাপ্রভুর অভিষেক ঘটবে । গোটা দেশবাসী এবং বিশ্বব্রহ্মাণ্ডের মঙ্গল কামনায় লক্ষ লক্ষ ভক্তরা আগামিকাল শামিল হবেন এই উৎসবে ।"
আরও পড়ুন : রঙ খেলার পাশাপাশি নিজেকে সাবধান রাখবেন কী করে ? জানালেন বিশিষ্ট চিকিৎসকরা