ETV Bharat / state

অসম, উত্তরপ্রদেশে বিক্ষোভকারীদের কুকুরের মতো গুলি করে মেরেছে, এখানেও মারব : দিলীপ - নাগরিকত্ব সংশোধনী আইন 2019

BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "এখানে আসবে, খাবে আর এখানকার সম্পত্তি নষ্ট করবে ৷ জমিদারি পেয়েছে না কি ? লাঠিও মারব, গুলিও মারব, জেলেও ঢুকিয়ে রাখব ৷ এটাই করেছে আমাদের সরকার ৷"

Dilip Ghosh
দিলীপ ঘোষ
author img

By

Published : Jan 12, 2020, 11:57 PM IST

Updated : Jan 13, 2020, 9:04 AM IST

রানাঘাট, 12 জানুয়ারি : "অসম, উত্তরপ্রদেশে আমাদের সরকার এই শয়তানদের কুকুরের মতো গুলি করে মেরেছে ৷ তুলে নিয়ে গিয়ে কেসও দিয়েছে ৷ " CAA, NRC-র প্রতিবাদে বিক্ষোভাকারীদের প্রসঙ্গে আজ এই মন্তব্য করেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ পাশাপাশি বলেন, "অনুপ্রবেশকারীরা এখানে রেল, ট্রেন পুড়িয়ে দিয়েছে ৷ কিন্তু পশ্চিমবঙ্গে একটা গুলিও চলেনি, লাঠিও চলেনি, FIR-ও হয়নি ৷ দিল্লির পুলিশও কাউকে গ্রেপ্তার করেনি ৷ ভোটার বলে কিছু করছেন না ? " অসম-উত্তরপ্রদেশে বিক্ষোভকারীদের কুকুরের মতো গুলি করে মেরেছে ৷ বাংলাতেও একইরকম আচরণ করা হবে বলেও মন্তব্য করেন তিনি ৷

আজ নদিয়ার রানাঘাটে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির সমর্থনে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল ৷ মিছিল শেষে সভামঞ্চ দিলীপবাবু বলেন, "এখানে আসবে, খাবে আর এখানকার সম্পত্তি নষ্ট করবে ৷ জমিদারি পেয়েছে না কি ? লাঠিও মারব, গুলিও মারব, জেলেও ঢুকিয়ে রাখব ৷ এটাই করেছে আমাদের সরকার ৷" মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই কিছু করার ৷ খালি ভাষণ আছে ৷ কথায় কথায় রাস্তার এ মাথা আর ও মাথা হেঁটে বেড়াচ্ছেন ৷ কিছু করতে পারেন না, খালি ডায়লগ দেন ৷ এতদিন বলছিলেন মোদিকে আসতে দেব না ৷ চুপচাপ কাল মোদিজির কাছে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন ৷ ভুল করেছি ৷ মাফ করে দিন ৷ এখানে না হলেও দিল্লিতে মোদিজির বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকেন ৷ নির্বাচনের আগে বলেছিলেন মোদি এক্সপায়ারি প্রধানমন্ত্রী ৷ দিদিমণি আপনি নিজেই এক্সপায়ারি CM হয়ে গেছেন ৷ আর তো মাত্র একটা বছর ৷ "

রানাঘাটে CAA ও NRC-র সমর্থনে সভা করেন দিলীপ ঘোষ


আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে বেলুড় মঠে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখান থেকে CAA নিয়ে বার্তা দেন ৷ যা নিয়ে CPI(M) নেতা মহম্মদ সেলিমের বক্তব্য, "দলীয় বার্তা দিতে ধর্মীয় মঞ্চ, রামকৃষ্ণ মিশন, মঠকে ব্যবহার করছেন নরেন্দ্র মোদি ৷ " এ বিষয়ে দিলীপবাবুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "মহম্মদ সেলিম কতটুকু রামকৃষ্ণ মিশনের মাহাত্ম্য বোঝেন আমি জানি না ৷ নরেন্দ্র মোদি রামকৃষ্ণের মতাদর্শে বড় হয়েছেন ৷ ছোটোবেলা থেকেই তাঁর মিশনে যাতায়াত ৷ স্বামীজিদের আশীর্বাদে উনি সফল হয়েছেন ৷ ওই নরেন্দ্রর দেখানো পথেই এই নরেন্দ্র চলেছে ৷ সে'জন্য দেশের উন্নয়ন হচ্ছে ৷ যারা জ্বলছে তারা জ্বলুক ৷ "

রানাঘাট, 12 জানুয়ারি : "অসম, উত্তরপ্রদেশে আমাদের সরকার এই শয়তানদের কুকুরের মতো গুলি করে মেরেছে ৷ তুলে নিয়ে গিয়ে কেসও দিয়েছে ৷ " CAA, NRC-র প্রতিবাদে বিক্ষোভাকারীদের প্রসঙ্গে আজ এই মন্তব্য করেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ পাশাপাশি বলেন, "অনুপ্রবেশকারীরা এখানে রেল, ট্রেন পুড়িয়ে দিয়েছে ৷ কিন্তু পশ্চিমবঙ্গে একটা গুলিও চলেনি, লাঠিও চলেনি, FIR-ও হয়নি ৷ দিল্লির পুলিশও কাউকে গ্রেপ্তার করেনি ৷ ভোটার বলে কিছু করছেন না ? " অসম-উত্তরপ্রদেশে বিক্ষোভকারীদের কুকুরের মতো গুলি করে মেরেছে ৷ বাংলাতেও একইরকম আচরণ করা হবে বলেও মন্তব্য করেন তিনি ৷

আজ নদিয়ার রানাঘাটে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির সমর্থনে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল ৷ মিছিল শেষে সভামঞ্চ দিলীপবাবু বলেন, "এখানে আসবে, খাবে আর এখানকার সম্পত্তি নষ্ট করবে ৷ জমিদারি পেয়েছে না কি ? লাঠিও মারব, গুলিও মারব, জেলেও ঢুকিয়ে রাখব ৷ এটাই করেছে আমাদের সরকার ৷" মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই কিছু করার ৷ খালি ভাষণ আছে ৷ কথায় কথায় রাস্তার এ মাথা আর ও মাথা হেঁটে বেড়াচ্ছেন ৷ কিছু করতে পারেন না, খালি ডায়লগ দেন ৷ এতদিন বলছিলেন মোদিকে আসতে দেব না ৷ চুপচাপ কাল মোদিজির কাছে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন ৷ ভুল করেছি ৷ মাফ করে দিন ৷ এখানে না হলেও দিল্লিতে মোদিজির বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকেন ৷ নির্বাচনের আগে বলেছিলেন মোদি এক্সপায়ারি প্রধানমন্ত্রী ৷ দিদিমণি আপনি নিজেই এক্সপায়ারি CM হয়ে গেছেন ৷ আর তো মাত্র একটা বছর ৷ "

রানাঘাটে CAA ও NRC-র সমর্থনে সভা করেন দিলীপ ঘোষ


আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে বেলুড় মঠে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখান থেকে CAA নিয়ে বার্তা দেন ৷ যা নিয়ে CPI(M) নেতা মহম্মদ সেলিমের বক্তব্য, "দলীয় বার্তা দিতে ধর্মীয় মঞ্চ, রামকৃষ্ণ মিশন, মঠকে ব্যবহার করছেন নরেন্দ্র মোদি ৷ " এ বিষয়ে দিলীপবাবুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "মহম্মদ সেলিম কতটুকু রামকৃষ্ণ মিশনের মাহাত্ম্য বোঝেন আমি জানি না ৷ নরেন্দ্র মোদি রামকৃষ্ণের মতাদর্শে বড় হয়েছেন ৷ ছোটোবেলা থেকেই তাঁর মিশনে যাতায়াত ৷ স্বামীজিদের আশীর্বাদে উনি সফল হয়েছেন ৷ ওই নরেন্দ্রর দেখানো পথেই এই নরেন্দ্র চলেছে ৷ সে'জন্য দেশের উন্নয়ন হচ্ছে ৷ যারা জ্বলছে তারা জ্বলুক ৷ "

Intro:মোহাম্মদ সেলিম রামকৃষ্ণ মিশনের কতটা মাহাত্ম্য বোঝে তা আমার জানা নেই, নরেন্দ্র মোদী রামকৃষ্ণর পরম্পরায় বড় হয়েছেন, সেই জন্য দেশের উন্নয়ন হচ্ছে, যারা জ্বলছে তারা জ্বলুক। রবিবার নদীয়ার রানাঘাটে সি এ এ এবং এনআরসির সমর্থনে মিছিলে অংশগ্রহণ করে এ কথা বললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। নদীয়ার রানাঘাটের দক্ষিণ সংগঠনের পক্ষ থেকে রবিবার একটি মিছিলের আয়োজন করা হয়। প্রায় 8 থেকে 9 হাজার মানুষের ভিড় জমে বিজেপির মিছিলে। উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, জেলা সভাপতি অশোক চক্রবর্তী এবং রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্যরা। মিছিলের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে বলেন, যেখানে ডিবেট করার কথা সেখান থেকে তিনি পালিয়ে যান, স্কুল চালাতে পারেন না কলেজ চালাতে পারেন না। শিক্ষক নেই প্রফেসর নেই, লেকচারার নেই, ছাত্ররা রাস্তায় বসে আছে পড়াশোনা ছেড়ে, ওটাই আপনি করুন, আর সি এ এটা আমরা দেখে নেব।


Body:RANAGHAT DILIP GHOSH


Conclusion:
Last Updated : Jan 13, 2020, 9:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.