ETV Bharat / state

Dilip-Mukul : নৈতিকতা থাকলে পদত্যাগ করা উচিত মুকুলের, মন্তব্য দিলীপ ঘোষের - BJP news today

শুক্রবার নদিয়ার কৃষ্ণনগরে বৈঠক ছিল বিজেপির ৷ সেখানে দলের সাম্প্রতিক সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে ৷

dilip ghosh said morally mukul roy should resign from mla of bjp
নৈতিকতা থাকলে পদত্যাগ করা উচিত মুকুল রায়ের, মন্তব্য দিলীপ ঘোষের
author img

By

Published : Jun 18, 2021, 5:12 PM IST

কৃষ্ণনগর, 18 জুন : দলের সাংগঠনিক বৈঠকে বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ কিন্তু তিনি শুক্রবার এমন একটি জায়গায় দলের সাংগঠনিক বৈঠক করলেন, সেই এলাকার বিধায়কই দল ছেড়েছেন ৷ আর সেই বিধায়ক কোনও সাধারণ রাজনৈতিক নেতা নন ৷ একেবারে হেভিওয়েট ৷

স্বাভাবিকভাবে তাই নদিয়ার কৃষ্ণনগরে দিলীপ ঘোষের সামনে উঠেছে মুকুল রায়ের (Mukul Roy) প্রসঙ্গ ৷ যা নিয়ে সব প্রশ্নেরই সরাসরি উত্তর দিয়েছেন মেদিনীপুরের সাংসদ ৷ জানিয়েছেন, নৈতিকতা থাকলে পদত্যাগ করা উচিত মুকুল রায়ের ৷

আরও পড়ুন : Mukul Roy : কৃষকবন্ধু নিয়ে ভোলবদল তৃণমূলে ফেরা মুকুলের

উল্লেখ্য, মুকুল রায় তাঁর রাজনৈতিক জীবনে মাত্র দু’বার নির্বাচনী লড়াইয়ে নেমেছেন ৷ প্রথমবার হেরে গেলেও 2021 সালের বিধানসভা নির্বাচনে জিতেছেন ৷ কিন্তু বিজেপির হয়ে জেতা সেই বিধায়ক পদ না ছেড়েই তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগদান করেছেন মুকুল রায় ৷ আর এই প্রসঙ্গে মুকুল রায়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ ৷

মুকুল রায় নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসন থেকে ভোটে জিতেছেন ৷ তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে বিধানসভার অধ্যক্ষের দ্বারস্থ হয়েছে বিজেপি ৷ এই নিয়ে আইনি লড়াইয়ের হুঁশিয়ারিও দিয়ে রেখেছে গেরুয়া শিবির ৷

আরও পড়ুন : মুকুল রায়ের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করল স্বরাষ্ট্রমন্ত্রক

এই দিকে যেমন নজর রয়েছে রাজ্য রাজনীতির, তেমনই সকলে জানতে চান যে মুকুলের দলত্যাগের প্রভাব বিজেপিতে কতটা পড়বে ৷ কারণ, অনেকেই মনে করছেন যে মুকুল রায় বিজেপি ভাঙিয়ে অনেকেকই আবার তৃণমূলে নিয়ে যাবেন ৷

যদিও এই নিয়ে দিলীপ ঘোষ চিন্তিত নন ৷ তিনি এদিন জানান, মুকুল রায়কে নিয়ে তাঁদের কোনও চিন্তা নেই ৷ কারণ যাঁরা যাচ্ছেন, তাঁরা কেউ বিজেপির পুরনো নেতা-কর্মী নন ৷ সকলেই অন্য দল থেকে এসেছিলেন ৷

আরও পড়ুন : আরএসএস-র রিপোর্ট পেয়েই বিধানসভা নির্বাচনে মুকুলকে নিষ্ক্রিয় ?

এদিন কৃষ্ণনগরের একটি বেসরকারি লজে বৈঠক ছিল বিজেপির ৷ সেখানে দলের সাম্প্রতিক সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে ৷ দলের সংগঠন সম্পর্কে দিলীপ ঘোষ বলেন, ‘‘আমরা 25 থেকে 26 গুণ শক্তি বাড়িয়েছি । লড়াই শুরু করে অর্ধেক এসেছি লড়াই করে বাকিটুকুও পাব ৷’’

কৃষ্ণনগর, 18 জুন : দলের সাংগঠনিক বৈঠকে বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ কিন্তু তিনি শুক্রবার এমন একটি জায়গায় দলের সাংগঠনিক বৈঠক করলেন, সেই এলাকার বিধায়কই দল ছেড়েছেন ৷ আর সেই বিধায়ক কোনও সাধারণ রাজনৈতিক নেতা নন ৷ একেবারে হেভিওয়েট ৷

স্বাভাবিকভাবে তাই নদিয়ার কৃষ্ণনগরে দিলীপ ঘোষের সামনে উঠেছে মুকুল রায়ের (Mukul Roy) প্রসঙ্গ ৷ যা নিয়ে সব প্রশ্নেরই সরাসরি উত্তর দিয়েছেন মেদিনীপুরের সাংসদ ৷ জানিয়েছেন, নৈতিকতা থাকলে পদত্যাগ করা উচিত মুকুল রায়ের ৷

আরও পড়ুন : Mukul Roy : কৃষকবন্ধু নিয়ে ভোলবদল তৃণমূলে ফেরা মুকুলের

উল্লেখ্য, মুকুল রায় তাঁর রাজনৈতিক জীবনে মাত্র দু’বার নির্বাচনী লড়াইয়ে নেমেছেন ৷ প্রথমবার হেরে গেলেও 2021 সালের বিধানসভা নির্বাচনে জিতেছেন ৷ কিন্তু বিজেপির হয়ে জেতা সেই বিধায়ক পদ না ছেড়েই তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগদান করেছেন মুকুল রায় ৷ আর এই প্রসঙ্গে মুকুল রায়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ ৷

মুকুল রায় নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসন থেকে ভোটে জিতেছেন ৷ তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে বিধানসভার অধ্যক্ষের দ্বারস্থ হয়েছে বিজেপি ৷ এই নিয়ে আইনি লড়াইয়ের হুঁশিয়ারিও দিয়ে রেখেছে গেরুয়া শিবির ৷

আরও পড়ুন : মুকুল রায়ের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করল স্বরাষ্ট্রমন্ত্রক

এই দিকে যেমন নজর রয়েছে রাজ্য রাজনীতির, তেমনই সকলে জানতে চান যে মুকুলের দলত্যাগের প্রভাব বিজেপিতে কতটা পড়বে ৷ কারণ, অনেকেই মনে করছেন যে মুকুল রায় বিজেপি ভাঙিয়ে অনেকেকই আবার তৃণমূলে নিয়ে যাবেন ৷

যদিও এই নিয়ে দিলীপ ঘোষ চিন্তিত নন ৷ তিনি এদিন জানান, মুকুল রায়কে নিয়ে তাঁদের কোনও চিন্তা নেই ৷ কারণ যাঁরা যাচ্ছেন, তাঁরা কেউ বিজেপির পুরনো নেতা-কর্মী নন ৷ সকলেই অন্য দল থেকে এসেছিলেন ৷

আরও পড়ুন : আরএসএস-র রিপোর্ট পেয়েই বিধানসভা নির্বাচনে মুকুলকে নিষ্ক্রিয় ?

এদিন কৃষ্ণনগরের একটি বেসরকারি লজে বৈঠক ছিল বিজেপির ৷ সেখানে দলের সাম্প্রতিক সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে ৷ দলের সংগঠন সম্পর্কে দিলীপ ঘোষ বলেন, ‘‘আমরা 25 থেকে 26 গুণ শক্তি বাড়িয়েছি । লড়াই শুরু করে অর্ধেক এসেছি লড়াই করে বাকিটুকুও পাব ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.