ধুবুলিয়া, 18 ডিসেম্বর : লক্ষ লক্ষ টাকার নকল প্রসাধনী ও খাদ্য সামগ্রী তৈরির কারখানায় তল্লাশি অভিযান চালিয় প্রচুর নকল জিনিস ও যন্ত্রাংশ বাজেয়াপ্ত করল পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে আইবি ও পুলিশের যৌথ অভিযানে প্রায় 8 লক্ষ টাকার নকল তেল, চা, তেল, অ্যান্টিসেপ্টিক, গোলাপ জল, মাজনের মতো নিত্য প্রয়োজনীয় জিনিস হাতে এল ৷ আর এই জিনিসগুলি নামকরা কোম্পানির ৷ ঘটনাটি ধুবুলিয়া থানার নিমতলা এলাকায় (Dhubulia Police seizes duplicate material of branded company from Nimtala in Nadia) ।
শুক্রবার রাতে ধুবুলিয়া থানার পুলিশ ও ইনভেসটিগেশন ব্রাঞ্চ হানা দেয় ওই এলাকায় ৷ আইবির কাছে আগে থেকে খবর ছিল বলে জানালেন এক আধিকারিক ৷ আর দীর্ঘদিন ধরে স্থানীয়রা ও ব্যবসায়ীরা নকল জিনিস বিক্রির অভিযোগ জানিয়ে আসছিল ৷ এরপর ইনফরমারদের দিয়ে সন্ধান চালিয়ে এই কারখানার খোঁজ পায় ৷
উদ্ধার করা নকল জিনিস, যন্ত্রাংশগুলি ধুবুলিয়া থানায় নিয়ে আসা হয়েছে । অভিযুক্ত পলাতক ৷ তবে তাঁকে চিহ্নিত করা গিয়েছে এবং তাঁর সন্ধানে তালাশি চালাচ্ছে ধুবুলিয়া থানার পুলিশ । ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের এক আধিকারিক জানান, দীর্ঘদিন ধরে তাঁদের কাছে এই নকল সামগ্রী উৎপাদনের খবর আসছিল । সেইমতো তাঁরা বিভিন্ন যোগাযোগের মাধ্যমে অনুসন্ধান চালাচ্ছিলেন । গভীর রাতে ওই কারখানায় পৌঁছায় পুলিশ এবং ইনভেস্টিগেশন ব্রাঞ্চের প্রতিনিধিদল ।