নদিয়া, 13 অগাস্ট : মৃত যুবকের দেহ 4 ঘণ্টা ধরে বাড়িতেই পড়ে রইল। পৌরসভা এবং প্রশাসনকে বারবার জানানোর পরেও আসেনি কেউ। অবশেষে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি নদিয়ার নবদ্বীপ থানা এলাকার ।
সূত্রের খবর, নবদ্বীপ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বনচারি বাগানের বাসিন্দা কৃশানু চন্দ্র । বয়স 27 বছর। তিনি সোনা, রুপোর দোকানে কাজ করতেন । বাড়িতে রয়েছে বৃদ্ধ বাবা এবং মা। বয়সজনিত কারণে তাঁরা অসুস্থ ৷ ঠিকমতো কথা বলতে পারেন না। সংসারের একমাত্র আর্থিক উপার্জনের ভরসা ছিলেন কৃশানু । সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে জ্বর এবং ঠান্ডা কাশি নিয়ে ভুগছিলেন কৃশানু চন্দ্র । পরিবার সূত্রে জানা, আজ ভোরবেলা তাঁর মৃত্যু হয় বাড়িতে । কিন্তু মারা যাওয়ার পর প্রায় 4 ঘণ্টা অতিক্রান্ত হলেও প্রশাসনের তরফ থেকে কেউ যোগাযোগ করেনি । গ্রামবাসীদের দাবি, যেহেতু তিনি মারা গেছেন তাই অনেকে সাহস করে কোনও পদক্ষেপ করতে পারছে না । কৃশানু কীভাবে মারা গেলেন, তা নিয়েও নিশ্চিত নয় তারা । তাই একাধিকবার নবদ্বীপ থানা এবং পৌরসভাকে জানানো হয়। কিন্তু সকাল থেকে কারও দেখা মেলেনি।
এরপর বাধ্য হয়ে নবদ্বীপ রাজ্য সড়ক অবরোধ করে তারা । খবর পেয়ে ঘটনাস্থানে যায় নবদ্বীপ থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের তরফ থেকে শেষমেশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেলে গ্রামবাসীরা বিক্ষোভ তুলে নেয় ৷ কৃশানু চন্দ্রের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । এর পাশাপাশি সঠিক কী কারণে তাঁর মৃত্যু, তার তদন্ত শুরু করেছে পুলিশ ।