ETV Bharat / state

দেশের মানুষকে কাঁটাতারের ওপারে পাঠাবে কারও বাপের সাধ্যি নেই : সেলিম - Md. Salim attacks Narendra Modi and Mamata Banerjee

NRC নিয়ে ফের BJP-কে আক্রমণ করলেন মহম্মদ সেলিম ৷ বাদ দিলেন না মমতাকেও ৷ জানিয়ে দিলেন, দেশের মানুষকে কাঁটাতারের ওপারে পাঠানোর সাধ্যি কারও বাপের নেই ৷

মহম্মদ সেলিম
author img

By

Published : Sep 16, 2019, 10:53 PM IST

Updated : Sep 16, 2019, 11:11 PM IST

তাহেরপুর, 16 সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গে NRC করা হবে ৷ BJP-র তরফে এই কথা বলার পর থেকেই বারবার তাদের আক্রমণ করেছেন CPI(M) নেতা মহম্মদ সেলিম ৷ আজ ফের BJP-র বিরুদ্ধে সুর চড়ান তিনি ৷ বলেন, "এদেশের কোনও মানুষকে কাঁটাতারের ওপারে পাঠাবে কারও বাপের সাধ্যি নেই ৷" পাশাপাশি মমতার দিল্লি যাওয়া নিয়ে কটাক্ষ করে বলেন, "নিজের চুরি যাতে ধরা না পড়ে, নিজের ও ভাইপোর নামে যাতে FIR না হয়, তাই NRC দেখিয়ে দিল্লি যাচ্ছেন ৷"

শনিবার (7 সেপ্টেম্বর) নদিয়ার তাহেরপুরে বাইক থামিয়ে CPI(M) নেতা বাবুলাল বিশ্বাসকে খুন করে কয়েকজন দুষ্কৃতী ৷ আজ সেই বাবুলাল বিশ্বাসের স্মরণসভার আয়োজন করা হয় CPI(M)-এর তরফে ৷ সেখানে মৃত নেতার পরিবারের সঙ্গে দেখা করেন CPI(M) নেতা মহম্মদ সেলিম ৷ তিনি বলেন, "বাবুলালকে যে পরিকল্পনা ও ছক করে হত্যা করা হয়েছে তা গ্রামের মানুষ ও পরিবার বলছে ৷ আমাদের রাজ্যে যে অপশাসন চলছে তাতে এখানে খুনিদেরই রাজত্ব ৷ একদিকে ভয় ও সন্ত্রাসের বাতাবরণ ৷ অন্যদিকে যে মানুষের কথা বলবে ও তাদের দাবি তুলবে তাকে এভাবে হত্যা করে অপসারণের চেষ্টা চলছে ৷ বাবুলালকে তো ব্যক্তিগত কারণে হত্যা করা হয়নি ৷ ও যে আন্দোলন করত, রাজনীতি করত, মানুষকে নিয়ে চলত তাই হত্যা করা হল ৷ আজ বাবুলালের বাবা, মা, ভাই সবার সঙ্গেই কথা হল ৷ তাঁরা, গ্রামবাসীরা সবাই চান অপরাধীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হোক ৷ অপরাধীদের যাতে বাঁচানোর চেষ্টা না করা হয় তার জন্য প্রশাসনের উপর চাপ দিচ্ছি ৷ সব অপরাধী যেন ধরা পড়ে ৷"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আগামীকাল দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও ৷ এপ্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে মমতাকে কটাক্ষ করে তিনি বলেন, "নিজের চুরি যাতে ধরা না পড়ে , নিজের ও ভাইপোর নামে যাতে FIR না হয়, তাই NRC দেখিয়ে দিল্লি যাচ্ছেন ৷ NRC-র দাবিতে যখন RSS বলেছিল, আমাদের দেশে 4 কোটি অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে, তখন আদবানির সঙ্গে পার্লামেন্টে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন, পশ্চিমবঙ্গেও 2 কোটি আছে ৷ এদের বের করতে হবে ৷ এটা তামাসা তো নয় ৷ এখন চিল চিৎকার করছেন ৷"

NRC নিয়ে BJP-কে আক্রমণ করতে বাদ রাখেননি মহম্মদ সেলিম ৷ বলেন, "অসমে যখন 40 লাখ মানুষ NRC-র বাইরে ছিল তখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, এরা উইপোকা ৷ এদের মারতে হবে ৷ পরে ফাইনাল লিস্টে দেখা যায়, 19 লাখের নাম নেই ৷ তাহলে বাকি 21 লাখের কাছে BJP -র ক্ষমা চাওয়া উচিত ছিল ৷ এখানে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলছে, ওরা বিদেশি ৷ যার নিজের সার্টিফিকেটের ঠিক নেই, সে আমার বাবার সার্টিফিকেট চাইছে ৷ যে প্রধানমন্ত্রী নিজের স্কুলের, পড়াশোনার সার্টিফিকেট দিতে পারেনি সে অন্যের জমির সার্টিফিকেট চাইছে ৷ এ দেশের কোনও মানুষকে কাঁটাতারের ওপারে পাঠানোর কারও বাপের সাধ্যি নেই ৷ ওরা ভয়ের বাতাবরণ তৈরি করছে ৷ দেশে বেকারত্ব বেড়েছে ৷ অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে ৷ মানুষ যাতে কাজ না চায় তার জন্য মোদি-মমতা মিলে একটা ভয়ের বাতাবরণ তৈরি করেছে ৷"

তাহেরপুর, 16 সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গে NRC করা হবে ৷ BJP-র তরফে এই কথা বলার পর থেকেই বারবার তাদের আক্রমণ করেছেন CPI(M) নেতা মহম্মদ সেলিম ৷ আজ ফের BJP-র বিরুদ্ধে সুর চড়ান তিনি ৷ বলেন, "এদেশের কোনও মানুষকে কাঁটাতারের ওপারে পাঠাবে কারও বাপের সাধ্যি নেই ৷" পাশাপাশি মমতার দিল্লি যাওয়া নিয়ে কটাক্ষ করে বলেন, "নিজের চুরি যাতে ধরা না পড়ে, নিজের ও ভাইপোর নামে যাতে FIR না হয়, তাই NRC দেখিয়ে দিল্লি যাচ্ছেন ৷"

শনিবার (7 সেপ্টেম্বর) নদিয়ার তাহেরপুরে বাইক থামিয়ে CPI(M) নেতা বাবুলাল বিশ্বাসকে খুন করে কয়েকজন দুষ্কৃতী ৷ আজ সেই বাবুলাল বিশ্বাসের স্মরণসভার আয়োজন করা হয় CPI(M)-এর তরফে ৷ সেখানে মৃত নেতার পরিবারের সঙ্গে দেখা করেন CPI(M) নেতা মহম্মদ সেলিম ৷ তিনি বলেন, "বাবুলালকে যে পরিকল্পনা ও ছক করে হত্যা করা হয়েছে তা গ্রামের মানুষ ও পরিবার বলছে ৷ আমাদের রাজ্যে যে অপশাসন চলছে তাতে এখানে খুনিদেরই রাজত্ব ৷ একদিকে ভয় ও সন্ত্রাসের বাতাবরণ ৷ অন্যদিকে যে মানুষের কথা বলবে ও তাদের দাবি তুলবে তাকে এভাবে হত্যা করে অপসারণের চেষ্টা চলছে ৷ বাবুলালকে তো ব্যক্তিগত কারণে হত্যা করা হয়নি ৷ ও যে আন্দোলন করত, রাজনীতি করত, মানুষকে নিয়ে চলত তাই হত্যা করা হল ৷ আজ বাবুলালের বাবা, মা, ভাই সবার সঙ্গেই কথা হল ৷ তাঁরা, গ্রামবাসীরা সবাই চান অপরাধীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হোক ৷ অপরাধীদের যাতে বাঁচানোর চেষ্টা না করা হয় তার জন্য প্রশাসনের উপর চাপ দিচ্ছি ৷ সব অপরাধী যেন ধরা পড়ে ৷"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আগামীকাল দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও ৷ এপ্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে মমতাকে কটাক্ষ করে তিনি বলেন, "নিজের চুরি যাতে ধরা না পড়ে , নিজের ও ভাইপোর নামে যাতে FIR না হয়, তাই NRC দেখিয়ে দিল্লি যাচ্ছেন ৷ NRC-র দাবিতে যখন RSS বলেছিল, আমাদের দেশে 4 কোটি অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে, তখন আদবানির সঙ্গে পার্লামেন্টে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন, পশ্চিমবঙ্গেও 2 কোটি আছে ৷ এদের বের করতে হবে ৷ এটা তামাসা তো নয় ৷ এখন চিল চিৎকার করছেন ৷"

NRC নিয়ে BJP-কে আক্রমণ করতে বাদ রাখেননি মহম্মদ সেলিম ৷ বলেন, "অসমে যখন 40 লাখ মানুষ NRC-র বাইরে ছিল তখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, এরা উইপোকা ৷ এদের মারতে হবে ৷ পরে ফাইনাল লিস্টে দেখা যায়, 19 লাখের নাম নেই ৷ তাহলে বাকি 21 লাখের কাছে BJP -র ক্ষমা চাওয়া উচিত ছিল ৷ এখানে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলছে, ওরা বিদেশি ৷ যার নিজের সার্টিফিকেটের ঠিক নেই, সে আমার বাবার সার্টিফিকেট চাইছে ৷ যে প্রধানমন্ত্রী নিজের স্কুলের, পড়াশোনার সার্টিফিকেট দিতে পারেনি সে অন্যের জমির সার্টিফিকেট চাইছে ৷ এ দেশের কোনও মানুষকে কাঁটাতারের ওপারে পাঠানোর কারও বাপের সাধ্যি নেই ৷ ওরা ভয়ের বাতাবরণ তৈরি করছে ৷ দেশে বেকারত্ব বেড়েছে ৷ অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে ৷ মানুষ যাতে কাজ না চায় তার জন্য মোদি-মমতা মিলে একটা ভয়ের বাতাবরণ তৈরি করেছে ৷"

Intro:মুখ্যমন্ত্রী এনআরসি দেখিয়ে দিল্লিতে যাচ্ছেন রফা করতে। নিজের বিরুদ্ধে যাতে এফআইআর না হয়, নিজের চুরি যাতে ধরা না পড়ে, তার ভাইপো যেন জেলে না যায়। নদীয়া তাহেরপুর বাদকুল্লা খুন হওয়া নেতা বাবুলাল বিশ্বাসের পরিবারের সঙ্গে দেখা করতে এসে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন সিপিআইএম নেতা মোহম্মদ সেলিম।
উল্লেখ্য, গত 7 সেপ্টেম্বর শনিবার রাতে গুলি করে খুন করা হয় নদীয়ার তাহেরপুর থানার বাদকুল্লা দোসতিনা গ্রামের সিপিআইএম নেতা বাবুলাল বিশ্বাসকে। তার শহীদ স্মরণে আজ সিপিআইএমের একটি প্রকাশ্য জনসভায় ডাক দেয় জেলা সিপিএম নেতৃত্ব। সেখানে অংশগ্রহণ করে পরিবারের সঙ্গে দেখা করেন মোহাম্মদ সেলিম। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা পরিষ্কার সিপিআইএম নেতা বাবুলাল বিশ্বাসকে পরিকল্পনা করে কোন করেছে তৃণমূল কংগ্রেস। এ রাজ্যে অপশাসন চলছে, এটা খুনিদের রাজ্য, সমাজবিরোধীদের রাজ্য। বাবুলাল কে খুন করা কোন ব্যক্তি কারণ নয় রাজনৈতিক কারণেই বাবুলাল কে খুন করা হয়েছে। এনআরসি প্রসঙ্গে মোহম্মদ সেলিম বলেন, এই এনআরসির দাবিতে যখন আরএসএস বিজেপি বলেছিল যে চার কোটি মানুষ আমাদের দেশে ঢুকে পড়েছে বাংলাদেশে অনুপ্রবেশকারী, আদবানির সঙ্গে মমতা ব্যানার্জির তখন পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন পশ্চিমবঙ্গের কটি আছে এদের বের করতে হবে। এটা তামাশা নয়, এখন চিৎকার করছে। তিনি বলেন, আসামে আমরা দেখেছি 40 লক্ষ মানুষ যখন লিস্টের বাইরে ছিল তখন অমিত শাহ বলেছিলেন এরা রুই পোকা, এদেরকে মারতে হবে। কিন্তু আবার যখন আপিল করা হয়েছে তখন দেখা যাচ্ছে ফাইনাল লিস্ট 19 লক্ষ। তাহলে বাকি 21 লক্ষ মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল বিজেপির। আর এখানে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলছে বিদেশি, যার নিজের কোনো সার্টিফিকেট নেই সে আবার আমার আপনাদের বাবার প্রমাণপত্র চাইছেন।যে প্রধানমন্ত্রী আজ পর্যন্ত নিজের সার্টিফিকেট দিতে পারেননি।তিনি কোন স্কুলে কোন কলেজে পড়েছেন তাও তিনি দিতে পারলেন না আর তিনি সবার সার্টিফিকেট চাইছেন। এদেশের কোনো মানুষকে কারোর বাবার সাধ্য নেই কাঁটাতারের ওপারে পাঠানো। ওরা যেটা করছে ভয়ের একটা বাতাবরণ তৈরি করছে।Body:TAHERPUR CPIMConclusion:
Last Updated : Sep 16, 2019, 11:11 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.