ETV Bharat / state

আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ শান্তিপুরে

একাধিক জায়গায় আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে । এবার ক্ষতিপূরণের অভিযোগ উঠল নদিয়ার শান্তিপুর থানা এলাকায় ।

ছবি
ছবি
author img

By

Published : Jul 8, 2020, 7:18 PM IST

শান্তিপুর, 8 জুলাই : এবার আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল নদিয়ার শান্তিপুর থানা এলাকায় ৷ অভিযোগ, আমফান ক্ষতিপূরণের টাকা পাননি প্রকৃত ক্ষতিগ্রস্তরা ৷

নদিয়ার শান্তিপুর থানার বেলঘরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ালিয়া নরসিংহপুরের গ্রামের BJP পঞ্চায়েত সদস্য চন্দনা পালের স্বামীর অ্যাকাউন্টে আমফান ক্ষতিপূরণের টাকা ঢোকে । গ্রামবাসীদের চাপে বুধবার 200 পরিবারকে 100 টাকা করে ফেরত দেন তিনি । এই বিষয়ে চন্দনা পাল বলেন, "আমার কোনও উপায় ছিল না । আমার স্বামীর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আমি নিজেই জানতাম না । যেহেতু স্বামীর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাই আমি তা প্রায় 200 পরিবারকে দিয়ে দিয়েছি ।" তবে তিনি কারও কাছে অনুমতি নেননি বলেও স্বীকার করেন । এই ঘটনার প্রেক্ষিতে শান্তিপুর ব্লকের BDO সুমন দেবনাথকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এই বিষয়ে আমার কিছু জানা নেই । তবে আমরা ওই পঞ্চায়েত সদস্যাকে লিখিত নোটিশ পাঠিয়েছি । প্রশাসনের ফান্ডে ওই টাকা ফেরত দেওয়ার কথা জানানো হয়েছে । তিনি যদি সাধারণ মানুষকে টাকা বিলি করে থাকেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার । "

কী বললেন চন্দনা পাল ?

রাজ্য সরকার আমফানে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয় । কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে প্রকৃত ক্ষতিগ্রস্তরা আর্থিক সাহায্য পাননি । বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিটি পঞ্চায়েত এবং প্রধানের ঘনিষ্টরাই টাকা পেয়েছে । এর পর বিভিন্ন জায়গায় পঞ্চায়েত অফিস থেকে শুরু করে পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় । যার জেরে প্রশাসনের কাছে টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন অনেকে ।

শান্তিপুর, 8 জুলাই : এবার আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল নদিয়ার শান্তিপুর থানা এলাকায় ৷ অভিযোগ, আমফান ক্ষতিপূরণের টাকা পাননি প্রকৃত ক্ষতিগ্রস্তরা ৷

নদিয়ার শান্তিপুর থানার বেলঘরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ালিয়া নরসিংহপুরের গ্রামের BJP পঞ্চায়েত সদস্য চন্দনা পালের স্বামীর অ্যাকাউন্টে আমফান ক্ষতিপূরণের টাকা ঢোকে । গ্রামবাসীদের চাপে বুধবার 200 পরিবারকে 100 টাকা করে ফেরত দেন তিনি । এই বিষয়ে চন্দনা পাল বলেন, "আমার কোনও উপায় ছিল না । আমার স্বামীর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আমি নিজেই জানতাম না । যেহেতু স্বামীর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাই আমি তা প্রায় 200 পরিবারকে দিয়ে দিয়েছি ।" তবে তিনি কারও কাছে অনুমতি নেননি বলেও স্বীকার করেন । এই ঘটনার প্রেক্ষিতে শান্তিপুর ব্লকের BDO সুমন দেবনাথকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এই বিষয়ে আমার কিছু জানা নেই । তবে আমরা ওই পঞ্চায়েত সদস্যাকে লিখিত নোটিশ পাঠিয়েছি । প্রশাসনের ফান্ডে ওই টাকা ফেরত দেওয়ার কথা জানানো হয়েছে । তিনি যদি সাধারণ মানুষকে টাকা বিলি করে থাকেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার । "

কী বললেন চন্দনা পাল ?

রাজ্য সরকার আমফানে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয় । কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে প্রকৃত ক্ষতিগ্রস্তরা আর্থিক সাহায্য পাননি । বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিটি পঞ্চায়েত এবং প্রধানের ঘনিষ্টরাই টাকা পেয়েছে । এর পর বিভিন্ন জায়গায় পঞ্চায়েত অফিস থেকে শুরু করে পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় । যার জেরে প্রশাসনের কাছে টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন অনেকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.