ETV Bharat / state

বড়মার শারীরিক অবস্থার আরও অবনতি, কলকাতায় রেফার - SSKM

বীণাপাণি দেবীর শারীরিক অবস্থার আরও অবনতি হল। তাঁকে কল্যাণীর JNM থেকে SSKM হাসপাতালে রেফার করা হয়েছে।

বীণাপাণি দেবী
author img

By

Published : Mar 3, 2019, 6:09 PM IST

কল্যাণী ও কলকাতা, ৩ মার্চ : মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি দেবীর শারীরিক অবস্থার আরও অবনতি হল। তাঁকে কল্যাণীর JNM (জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল) থেকে কলকাতার SSKM হাসপাতালে রেফার করা হয়েছে।

২১ ফেব্রুয়ারি রাতে বীণাপাণি দেবীকে কল্যাণী JNM হাসপাতালে ভরতি করা হয়। তিনি ফুসফুসের সংক্রমণে ভুগছেন। ১২ জনের মেডিকেল টিম গঠন করে চলছিল চিকিৎসা। ২২ ফেব্রুয়ারি তাঁকে হাসপাতালে দেখতে যান রাজ্য সরকারের দুই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ চট্টোপাধ্যায়।

হাসপাতাল সূত্রে খবর, শুক্র ও শনিবার বড়মার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও আজ সকাল থেকে অবস্থার অবনতি হয়। এরপরই তাঁকে SSKM-এ রেফার করা হয়।

কল্যাণী ও কলকাতা, ৩ মার্চ : মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি দেবীর শারীরিক অবস্থার আরও অবনতি হল। তাঁকে কল্যাণীর JNM (জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল) থেকে কলকাতার SSKM হাসপাতালে রেফার করা হয়েছে।

২১ ফেব্রুয়ারি রাতে বীণাপাণি দেবীকে কল্যাণী JNM হাসপাতালে ভরতি করা হয়। তিনি ফুসফুসের সংক্রমণে ভুগছেন। ১২ জনের মেডিকেল টিম গঠন করে চলছিল চিকিৎসা। ২২ ফেব্রুয়ারি তাঁকে হাসপাতালে দেখতে যান রাজ্য সরকারের দুই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ চট্টোপাধ্যায়।

হাসপাতাল সূত্রে খবর, শুক্র ও শনিবার বড়মার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও আজ সকাল থেকে অবস্থার অবনতি হয়। এরপরই তাঁকে SSKM-এ রেফার করা হয়।

Intro:jtgg


Body:huyff


Conclusion:jhgf
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.