ETV Bharat / state

OC-র বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ, রিপোর্ট তলব - OC-র বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ

BJP-র অভিযোগ, করিমপুর বিধানসভা এলাকার থানাপাড়া থানার OC নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন । তিনি নাকি সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচার করেছেন । বিষয়টিতে নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে ।

রিপোর্ট তলব কমিশনের
author img

By

Published : Nov 12, 2019, 7:34 PM IST

কলকাতা, 12 নভেম্বর : নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল OC-র বিরুদ্ধে । রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এ বিষয়ে অভিযোগ জানিয়েছে BJP । সেই সূত্রে জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন । এ বিষয়ে দ্রুত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে ।

BJP-র অভিযোগ, করিমপুর বিধানসভা এলাকার থানাপাড়া থানার OC নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন । তিনি নাকি সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচার করেছেন । বিষয়টিতে নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে । তাঁর অপসারণ দাবি করেছে BJP । দলের রাজ্য সম্পাদক তুষারকান্তি ঘোষের দেওয়া চিঠিতে বলা হয়েছে, থানাপাড়া থানার OC সুমিত ঘোষ সাংসদ মহুয়া মৈত্রর সঙ্গে রোজই প্রচারে গেছিলেন । চিঠির সঙ্গে একটি ছবিও দেওয়া হয়েছে ৷

code of conduct
BJP-র দেওয়া চিঠি

BJP-র তরফে গতকাল এই অভিযোগ পাওয়ার পর আজ নির্বাচন কমিশন জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছে । বলা হয়েছে, এ বিষয়ে দ্রুত রিপোর্ট পাঠাতে । বিষয়টি নিয়ে সুমিত ঘোষ কোনও মন্তব্য করতে চাননি ।

code of conduct
চিঠির সঙ্গে দেওয়া ছবি

কলকাতা, 12 নভেম্বর : নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল OC-র বিরুদ্ধে । রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এ বিষয়ে অভিযোগ জানিয়েছে BJP । সেই সূত্রে জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন । এ বিষয়ে দ্রুত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে ।

BJP-র অভিযোগ, করিমপুর বিধানসভা এলাকার থানাপাড়া থানার OC নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন । তিনি নাকি সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচার করেছেন । বিষয়টিতে নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে । তাঁর অপসারণ দাবি করেছে BJP । দলের রাজ্য সম্পাদক তুষারকান্তি ঘোষের দেওয়া চিঠিতে বলা হয়েছে, থানাপাড়া থানার OC সুমিত ঘোষ সাংসদ মহুয়া মৈত্রর সঙ্গে রোজই প্রচারে গেছিলেন । চিঠির সঙ্গে একটি ছবিও দেওয়া হয়েছে ৷

code of conduct
BJP-র দেওয়া চিঠি

BJP-র তরফে গতকাল এই অভিযোগ পাওয়ার পর আজ নির্বাচন কমিশন জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছে । বলা হয়েছে, এ বিষয়ে দ্রুত রিপোর্ট পাঠাতে । বিষয়টি নিয়ে সুমিত ঘোষ কোনও মন্তব্য করতে চাননি ।

code of conduct
চিঠির সঙ্গে দেওয়া ছবি
Intro:কলকাতা, 12 নভেম্বর: এবার নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ ওসির বিরুদ্ধে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এ বিষয়ে অভিযোগ জানিয়েছে বিজেপি। সেই সূত্রে জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। এ বিষয়ে দ্রুত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।Body:বিজেপির অভিযোগ, করিমপুর বিধানসভা এলাকার থানাপাড়া থানার ওসি নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন। তিনি সাংসদ মহুয়া মৈত্রর সঙ্গে তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচার করেছেন। বিষয়টিতে নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে। সেই সূত্রে তার অপসারণ দাবি করেছে বিজেপি। বিজেপির তরফ এ রাজ্য সম্পাদক তুষার কান্তি ঘোষ যে চিঠি দিয়েছেন, তাকে দাবি করা হয়েছে থানাপাড়া থানার ওসি সুমিত ঘোষ সাংসদ মহুয়া মৈত্র সঙ্গে রোজই প্রচারের বেরোচ্ছেন। এ বিষয়ে দেওয়া হয়েছে একটি ফটোগ্রাফ।
Conclusion:বিজেপির তরফের গতকাল এই অভিযোগ পাওয়ার পর আজ নির্বাচন কমিশন জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছে। বলা হয়েছে, এ বিষয়ে দ্রুত তদন্ত করে রিপোর্ট পাঠাতে। বিষয়টি নিয়ে সুমিত বাবু কোনো মন্তব্য করতে চাননি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.