করিমপুর (নদিয়া), 26 ফেব্রুয়ারি: ভোটের প্রাক্কালে ফের রক্তারক্তি নদিয়ার করিমপুরে। ডাস্টবিনে রাখা ছিল পরিত্যক্ত ব্যাগ ৷ ব্যাগের মধ্যেই রাখা ছিল বোমা। খুলতেই ফাটল বোমা ৷ জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল চারিদিক। বিস্ফোরণের অভিঘাতে ছিন্নভিন্ন হয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর হাত (Class 12 Student Injured in Bomb Blast) । প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় পরে রেফার করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে ৷
সূত্রের খবর, গতকাল করিমপুরের দুই বন্ধু নীলেশ মণ্ডল ও সায়ন মণ্ডল বিকেলে বেড়াতে বেরিয়েছিল। এরা দু'জনেই নাজিরপুর বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণির ছাত্র। ঘুরতে বেরিয়ে করিমপুর রেগুলেটেড মার্কেটের পরিত্যক্ত জায়গায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে। ব্যাগটি দেখে লোভ সামলাতে না-পেরে সেটি নীলেশ নিতে যায়। হাত দিয়ে ব্যাগটি তুলতেই ঘটে বিপত্তি! ব্যাগে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ঘটে বিস্ফোরণ। তার ডান হাতের বেশ কিছুটা অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। এরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যান করিমপুর হাসপাতালে। আর তার পরই নীলেশের অবস্থার অবনতি হলে তাকে শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করা হয় ৷
আরও পড়ুন: বাসন্তী বিস্ফোরণ কাণ্ডে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধৃতদের
ঘটনার পর সায়ন মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি বিস্ফোরণের ঘটনার দ্রুত তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যাগটিতে বিস্ফোরণ ঘটল কীভাবে, কে ব্যাগটি রেগুলেটেড মার্কেট এলাকায় ফেলে রেখে গিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার বিষয়ে সায়ন মণ্ডলকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, নীলেশ মণ্ডল এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। এ বিষয়ে আহত নীলেশ মণ্ডলকে জিজ্ঞাসা করা হলে সে বলে, "আমরা দুই বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছিলাম। একটি ব্যাগ পড়ে থাকতে দেখি। এরপরই ওই বন্ধুটি আমাকে ব্যাগটি নেওয়ার কথা বলে ৷ সেইমতো ব্যাগের কাছে গিয়ে দেখি ভিতরে দু'টি সকেট বোমা। যা পাইপের মতো দেখতে। পাইপ ভেবে প্রথমটা বের করার পর দ্বিতীয়টি বের করতে গেলেই ঘটে যায় বিস্ফোরণ।" রাজ্যে ভিন্ন জায়গায় নিত্যদিন বোমা উদ্ধারের ঘটনায় যথেষ্টই উদ্বিগ্ন পুলিশ প্রশাসন।