ETV Bharat / state

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শান্তিপুরে সিআইটিইউ’র বিক্ষোভ

author img

By

Published : Jul 2, 2021, 4:56 PM IST

পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শান্তিপুরের অধিকাংশ পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখালেন সিআইটিইউর কর্মী-সমর্থকরা ৷ কেন্দ্রের জনরিবোধী নীতির জেরে লাগাতার পেট্রোপণ্যের দাম বাড়ছে বলে অভিযোগ করা হয়ে সিআইটিইউর তরফে ৷

CITU protests against petrol-diesel price hike in Shantipur nadia
পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শান্তিপুরে বিক্ষোভ সিআইটিইউ’র

শান্তিপুর, 2 জুলাই : পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শান্তিপুরের গোবিন্দপুরে বিক্ষোভ দেখাল বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ ৷ শুক্রবার বেলা একটা নাগাদ গোবিন্দপুর পেট্রোল পাম্পে এই বিক্ষোভ দেখায় বামেরা ৷ বিক্ষোভকারীদের অভিযোগ, করোনা পরিস্থিতিতে কেন্দ্র সরকার জনবিরোধী পদক্ষেপ গ্রহণ করেছে ৷ লকডাউনে মানুষ কাজ হারিয়েছে ৷ অনেকেই বাড়ি থেকে অর্ধেক বেতনে কাজ করছেন ৷ এই পরিস্থিতিতে পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে ৷ যার প্রভাব সরাসরি নিত্য প্রয়োজনীয় জিনিসে পড়ছে ৷

গত দু’মাস ধরে লাগাতার উর্ধ্বমুখী পেট্রোল ও ডিজেলের দাম ৷ যার প্রভাব নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে পড়েছে ৷ এই পরিস্থিতিতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সাধারণ মানুষ নাজেহাল ৷ সিআইটিইউ’র তরফ থেকে বলা হয়, অনেকে কর্মহীন হয়ে বাড়িতে বসে রয়েছেন ৷ সাধারণের পকেটে টাকা নেই ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রের জনবিরোধী নীতিতে পুঁজিপতিদের পকেট ভরছে ৷ সিআইটিইউ-র অভিযোগ বিজেপি ভোটে জিতে বলেছিল, ‘সবকা সাথ-সবকা বিকাশ-সবকা-বিসওয়াস’৷ কিন্তু সরকার গঠন হয়ে যাওয়ার পর সেই স্লোগান ভুলে গেছে কেন্দ্রের বিজেপি সরকার ৷ মোদি সরকার পুঁজিপতিদের সঙ্গে থেকে তাঁদের বিকাশের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে ৷

আরও পড়ুন : মহামারিতে জ্বালানির দাম বাড়িয়ে 8 লাখ কোটি আয় কেন্দ্রের, অভিযোগ প্রিয়াঙ্কার

প্রসঙ্গত, মুম্বই, হায়দরাবাদ সহ দেশের একাধিক বড় শহরে পেট্রোলের দাম 100 টাকা পেরিয়ে গিয়েছে ৷ ডিজেলের দামও 90 এর ঘরে ঢুকে পড়েছে ৷ একদিন আগে রান্নার গ্যাসের দামও বাড়ানো হয়েছে ৷ এভাবে সাধারণ মানুষের উপর সবসময় কোপ পড়ছে ৷ আর তার মুনাফা লুঠছে দেশের হাতেগোনা কয়েকজন শিল্পপতি ৷ আজ তাই প্রতিবাদে শান্তিপুরের একাধিক পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখান সিআইটিইউর কর্মীরা ৷ পাশাপাশি আগামিদিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷

শান্তিপুর, 2 জুলাই : পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শান্তিপুরের গোবিন্দপুরে বিক্ষোভ দেখাল বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ ৷ শুক্রবার বেলা একটা নাগাদ গোবিন্দপুর পেট্রোল পাম্পে এই বিক্ষোভ দেখায় বামেরা ৷ বিক্ষোভকারীদের অভিযোগ, করোনা পরিস্থিতিতে কেন্দ্র সরকার জনবিরোধী পদক্ষেপ গ্রহণ করেছে ৷ লকডাউনে মানুষ কাজ হারিয়েছে ৷ অনেকেই বাড়ি থেকে অর্ধেক বেতনে কাজ করছেন ৷ এই পরিস্থিতিতে পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে ৷ যার প্রভাব সরাসরি নিত্য প্রয়োজনীয় জিনিসে পড়ছে ৷

গত দু’মাস ধরে লাগাতার উর্ধ্বমুখী পেট্রোল ও ডিজেলের দাম ৷ যার প্রভাব নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে পড়েছে ৷ এই পরিস্থিতিতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সাধারণ মানুষ নাজেহাল ৷ সিআইটিইউ’র তরফ থেকে বলা হয়, অনেকে কর্মহীন হয়ে বাড়িতে বসে রয়েছেন ৷ সাধারণের পকেটে টাকা নেই ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রের জনবিরোধী নীতিতে পুঁজিপতিদের পকেট ভরছে ৷ সিআইটিইউ-র অভিযোগ বিজেপি ভোটে জিতে বলেছিল, ‘সবকা সাথ-সবকা বিকাশ-সবকা-বিসওয়াস’৷ কিন্তু সরকার গঠন হয়ে যাওয়ার পর সেই স্লোগান ভুলে গেছে কেন্দ্রের বিজেপি সরকার ৷ মোদি সরকার পুঁজিপতিদের সঙ্গে থেকে তাঁদের বিকাশের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে ৷

আরও পড়ুন : মহামারিতে জ্বালানির দাম বাড়িয়ে 8 লাখ কোটি আয় কেন্দ্রের, অভিযোগ প্রিয়াঙ্কার

প্রসঙ্গত, মুম্বই, হায়দরাবাদ সহ দেশের একাধিক বড় শহরে পেট্রোলের দাম 100 টাকা পেরিয়ে গিয়েছে ৷ ডিজেলের দামও 90 এর ঘরে ঢুকে পড়েছে ৷ একদিন আগে রান্নার গ্যাসের দামও বাড়ানো হয়েছে ৷ এভাবে সাধারণ মানুষের উপর সবসময় কোপ পড়ছে ৷ আর তার মুনাফা লুঠছে দেশের হাতেগোনা কয়েকজন শিল্পপতি ৷ আজ তাই প্রতিবাদে শান্তিপুরের একাধিক পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখান সিআইটিইউর কর্মীরা ৷ পাশাপাশি আগামিদিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.