ETV Bharat / state

কৃষ্ণগঞ্জের বিধায়ক খুনের ঘটনায় BJP-র জেলা সভাপতিকে তলব CID-র - call

সরস্বতী পুজোর দিন খুন হয়েছিলেন নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। সেই খুনের ঘটনায় নদিয়া জেলা BJP সভাপতি জগন্নাথ সরকারকে তলব করল CID।

জগন্নাথ সরকার
author img

By

Published : Mar 2, 2019, 8:58 PM IST

কলকাতা ও নদিয়া, ২ মার্চ : সরস্বতী পুজোর দিন খুন হয়েছিলেন নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। সেই খুনের ঘটনায় নদিয়া জেলা BJP সভাপতি জগন্নাথ সরকারকে তলব করল CID।

গতকাল তাঁকে তলব করে CID। তিনি CID আধিকারিকদের সঙ্গে দেখা না করায় আজ ফের তাঁকে তলব করা হয়েছে। জগন্নাথ সরকার ব্যক্তিগত ব্যস্ততার কারণে সাতদিনের সময় চেয়েছেন CID-র কাছে।

এই ঘটনায় কয়েকজন BJP কর্মীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে CID। এই মামলায় অভিযুক্তদের সঙ্গে BJP-র নেতা- নেত্রীদের যোগাযোগ রয়েছে বলে মনে করছে CID। অভিযুক্তের তালিকায় রয়েছেন BJP নেতা মুকুল রায়ও। জগন্নাথ সরকারকে জেরা করা হলে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

BJP-র অভিযোগ, জোর করে তাঁদের নেতা-নেত্রীদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই মামলায়। রাজনৈতিক প্রতিহিংসার বলি হচ্ছেন তাঁরা। CID-র তলব প্রসঙ্গে প্রতিক্রিয়া নিতে ফোন করা হয় জগন্নাথ সরকারকে। তবে তাঁকে ফোনে পাওয়া যায়নি।

কলকাতা ও নদিয়া, ২ মার্চ : সরস্বতী পুজোর দিন খুন হয়েছিলেন নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। সেই খুনের ঘটনায় নদিয়া জেলা BJP সভাপতি জগন্নাথ সরকারকে তলব করল CID।

গতকাল তাঁকে তলব করে CID। তিনি CID আধিকারিকদের সঙ্গে দেখা না করায় আজ ফের তাঁকে তলব করা হয়েছে। জগন্নাথ সরকার ব্যক্তিগত ব্যস্ততার কারণে সাতদিনের সময় চেয়েছেন CID-র কাছে।

এই ঘটনায় কয়েকজন BJP কর্মীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে CID। এই মামলায় অভিযুক্তদের সঙ্গে BJP-র নেতা- নেত্রীদের যোগাযোগ রয়েছে বলে মনে করছে CID। অভিযুক্তের তালিকায় রয়েছেন BJP নেতা মুকুল রায়ও। জগন্নাথ সরকারকে জেরা করা হলে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

BJP-র অভিযোগ, জোর করে তাঁদের নেতা-নেত্রীদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই মামলায়। রাজনৈতিক প্রতিহিংসার বলি হচ্ছেন তাঁরা। CID-র তলব প্রসঙ্গে প্রতিক্রিয়া নিতে ফোন করা হয় জগন্নাথ সরকারকে। তবে তাঁকে ফোনে পাওয়া যায়নি।

Intro:jtgg


Body:huyff


Conclusion:jhgf
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.