ETV Bharat / state

বিধায়ক ও তৃণমূল নেতা খুনের ঘটনায় BJP সভাপতিকে জেরা CID - satyajit biswas

তৃণমূল কংগ্রেসের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস এবং দলের যুব সংগঠনের নেতা সুধীন সোমকে খুনের ঘটনায় জগন্নাথ সরকারকে জিজ্ঞাসাবাদ করল CID।

জগন্নাথ সরকার
author img

By

Published : Mar 6, 2019, 6:13 PM IST

নদিয়া, ৬ মার্চ : তৃণমূল কংগ্রেসের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস এবং দলের যুব সংগঠনের নেতা সুধীন সোমকে খুনের ঘটনায় জগন্নাথ সরকারকে জিজ্ঞাসাবাদ করল CID। জগন্নাথ BJP-র নদিয়া দক্ষিণের সভাপতি।
তিনি রানাঘাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সেখানে গিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করে CID। খুনের ঘটনায় মূল অভিযুক্ত অভিজিৎ পুন্দারির সঙ্গে টেলিফোনে তাঁর কথোপকথনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে CID। আজ হাসপাতাল থেকে বাড়ি ফেরেন জগন্নাথবাবু।

প্রসঙ্গত, ৯ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎকে গুলি করে খুন করা হয়। তিনি এলাকায় সরস্বতী পুজোর অনুষ্ঠানে গেছিলেন। সেখানে খুব কাছ থেকে তাঁকে গুলি করে খুন করা হয়। অন্যদিকে, ২৮ ফেব্রুয়ারি বিকেলে চাকদার তৃণমূল যুব কংগ্রেস নেতা সুধীন সোমকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা।

ফেব্রুয়ারি মাসের শেষে দিকে সত্যজিৎবাবুর খুনের ঘটনায় জগন্নাথকে ডেকে পাঠায় CID। এরপরই তিনি অসুস্থ হয়ে রানাঘাটের একটি বেসরকারি হাসপাতালে ভরতি হন। জগন্নাথবাবুর অভিযোগ, গোটা বিষয়টা তৃণমূলের চক্রান্ত। এখন সব ক্ষেত্রেই আগে BJP-কে জড়ানো হচ্ছে। কিন্তু তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই খুন বলে অভিযোগ জগন্নাথবাবুর। তবে প্রয়োজনে আগামীদিনে CID-কে সব ধরনের সহযোগিতা করবেন বলে জানান তিনি।

undefined

নদিয়া, ৬ মার্চ : তৃণমূল কংগ্রেসের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস এবং দলের যুব সংগঠনের নেতা সুধীন সোমকে খুনের ঘটনায় জগন্নাথ সরকারকে জিজ্ঞাসাবাদ করল CID। জগন্নাথ BJP-র নদিয়া দক্ষিণের সভাপতি।
তিনি রানাঘাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সেখানে গিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করে CID। খুনের ঘটনায় মূল অভিযুক্ত অভিজিৎ পুন্দারির সঙ্গে টেলিফোনে তাঁর কথোপকথনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে CID। আজ হাসপাতাল থেকে বাড়ি ফেরেন জগন্নাথবাবু।

প্রসঙ্গত, ৯ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎকে গুলি করে খুন করা হয়। তিনি এলাকায় সরস্বতী পুজোর অনুষ্ঠানে গেছিলেন। সেখানে খুব কাছ থেকে তাঁকে গুলি করে খুন করা হয়। অন্যদিকে, ২৮ ফেব্রুয়ারি বিকেলে চাকদার তৃণমূল যুব কংগ্রেস নেতা সুধীন সোমকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা।

ফেব্রুয়ারি মাসের শেষে দিকে সত্যজিৎবাবুর খুনের ঘটনায় জগন্নাথকে ডেকে পাঠায় CID। এরপরই তিনি অসুস্থ হয়ে রানাঘাটের একটি বেসরকারি হাসপাতালে ভরতি হন। জগন্নাথবাবুর অভিযোগ, গোটা বিষয়টা তৃণমূলের চক্রান্ত। এখন সব ক্ষেত্রেই আগে BJP-কে জড়ানো হচ্ছে। কিন্তু তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই খুন বলে অভিযোগ জগন্নাথবাবুর। তবে প্রয়োজনে আগামীদিনে CID-কে সব ধরনের সহযোগিতা করবেন বলে জানান তিনি।

undefined
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.