রানাঘাট, 11 জুন : নদিয়ার রানাঘাটে চূর্ণি সেতুর বেহাল দশা ৷ খানা-খন্দে ভরে গিয়েছে সেতুর ওপরের রাস্তা ৷ কলকাতা এবং উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা 34 নম্বর জাতীয় সড়কের ওপর এই সেতুতে যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, আশঙ্কা নিত্যযাত্রীদের ৷
অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটি বেহাল অবস্থায় পরে থাকলেও কোনও ভ্রূক্ষেপ নেই প্রশাসনের । কলকাতা থেকে সরাসরি উত্তরবঙ্গ যাওয়ার এটিই একমাত্র পথ । দীর্ঘদিন ধরেই জমি-জটে আটকে 34 নম্বর জাতীয় সড়ক নতুনভাবে তৈরির কাজ । রাজ্য সরকারের তরফ থেকে উদ্যোগ নিয়ে জমিজট কাটলেও আবার তা থেমে যায় । যার জেরে বর্তমানে বন্ধ রয়েছে 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ ।
একদিকে, রাস্তার বেহাল দশার জেরে সেতুর ওপর যানজটে প্রচুর গাড়ি আটকে থাকে । অন্যদিকে, সেতুর বেশকিছু অংশ ভেঙে পড়ায় দুর্ঘটনার সম্ভাবনা আরও বেড়েছে । স্থানীয়দের দাবি, প্রশাসনের তরফে সেতুটি সংস্কারের ব্যবস্থা করা হোক ৷