ETV Bharat / state

কেন্দ্রীয় বাহিনী নেই, 5টি বুথে ভোটকর্মীদের কর্মবিরতির সিদ্ধান্ত - ceo

আগামীকাল নদিয়ার কৃষ্ণনগরে এবং রানাঘাটের দুটি কেন্দ্রে ভোটগ্রহণ । নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত চাপড়া বিধানসভার দইয়ের বাজারে একটি ভোটকেন্দ্রে পৌঁছে দেখেন কেন্দ্রীয় বাহিনী নেই । যার জেরে শেষমেষ 5টি বুথের ভোটকর্মীরা আগামীকাল কর্মবিরতির সিদ্ধান্ত নিলেন ।

ভোটকর্মী
author img

By

Published : Apr 28, 2019, 6:45 PM IST

Updated : Apr 28, 2019, 7:18 PM IST

কৃষ্ণনগর, 28 এপ্রিল : মেলেনি কেন্দ্রীয় বাহিনী । যার জেরে শেষমেষ 5টি বুথের ভোটকর্মীরা আগামীকাল কর্মবিরতির সিদ্ধান্ত নিলেন ।

আগামীকাল নদিয়ার কৃষ্ণনগরে এবং রানাঘাটের দুটি কেন্দ্রে ভোটগ্রহণ । ভোটকর্মীদের অভিযোগ, তাঁদের আশ্বাস দেওয়া হয়েছিল কেন্দ্রবাহিনীর তত্ত্বাবধানেই ভোটগ্রহণ হবে । তারপর ভোটকর্মীরা নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত চাপড়া বিধানসভার দইয়ের বাজারে একটি ভোটকেন্দ্রে পৌঁছে গেছিলেন । সেই হাইস্কুলে পাঁচটি বুথ রয়েছে । ভোটকর্মীরা গিয়ে দেখেন সেখানে রয়েছে রাজ্য পুলিশ । দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর ।

এরপর এই পাঁচটি বুথের ভোটকর্মীরা সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় বাহিনী না এলে তাঁরা আগামীকাল ভোটগ্রহণ প্রক্রিয়ার অংশগ্রহণ করবেন না । সেই মর্মে তাঁরা নির্বাচন কমিশনকে একটি মেল করেন । আগামীকাল ভোট । তার আগে ভোটকর্মীদের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছে কমিশন ।

কৃষ্ণনগর, 28 এপ্রিল : মেলেনি কেন্দ্রীয় বাহিনী । যার জেরে শেষমেষ 5টি বুথের ভোটকর্মীরা আগামীকাল কর্মবিরতির সিদ্ধান্ত নিলেন ।

আগামীকাল নদিয়ার কৃষ্ণনগরে এবং রানাঘাটের দুটি কেন্দ্রে ভোটগ্রহণ । ভোটকর্মীদের অভিযোগ, তাঁদের আশ্বাস দেওয়া হয়েছিল কেন্দ্রবাহিনীর তত্ত্বাবধানেই ভোটগ্রহণ হবে । তারপর ভোটকর্মীরা নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত চাপড়া বিধানসভার দইয়ের বাজারে একটি ভোটকেন্দ্রে পৌঁছে গেছিলেন । সেই হাইস্কুলে পাঁচটি বুথ রয়েছে । ভোটকর্মীরা গিয়ে দেখেন সেখানে রয়েছে রাজ্য পুলিশ । দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর ।

এরপর এই পাঁচটি বুথের ভোটকর্মীরা সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় বাহিনী না এলে তাঁরা আগামীকাল ভোটগ্রহণ প্রক্রিয়ার অংশগ্রহণ করবেন না । সেই মর্মে তাঁরা নির্বাচন কমিশনকে একটি মেল করেন । আগামীকাল ভোট । তার আগে ভোটকর্মীদের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছে কমিশন ।

Intro:মেলেনি কেন্দ্র পুলিশ। শেষমেষ 5 টি বুথের ভোট কর্মীরা আগামীকাল ভোট কর্মবিরতির সিদ্ধান্ত নিল।
আগামীকালই নদিয়ার কৃষ্ণনগরে এবং রানাঘাটের দুটি কেন্দ্রে ভোট। ভোট কর্মীদের আগে থেকেই আশ্বাস মিলেছিল কেন্দ্র বাহিনী দিয়েই হবে ভোট। সেই আশাতেই তারা নদীয়া চাপড়া বিধানসভার দইয়ের বাজারে একটি ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন।সেই হাইস্কুলে পাঁচটি বুথ রয়েছে। গিয়ে দেখে সেখানে রয়েছে রাজ্য পুলিশ। দেখা মেলেনি কোন কেন্দ্র পুলিশের। এরপর এই পাঁচটি ভূতের ভোট কর্মীরা সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় পুলিশ না এলে তারা আগামী কাল ভোট প্রদানে অংশগ্রহণ করছে না। এবং সেই মর্মে একটি কমিশন কে মেইল করে ভোট কর্মীরা। আগামীকাল ভোট শেষ মুহূর্তে এই সিদ্ধান্তে অনেকটাই বিরম্বনায় পড়েছে কমিশন।Body:CHAPRA ELECTIONConclusion:
Last Updated : Apr 28, 2019, 7:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.