তেহট্ট(নদিয়া), 22 এপ্রিল: শনিবার সকাল আটটা নাগাদ বিধায়ক তাপস সাহা ঘনিষ্ঠ ইতি সরকারের বাড়িতে হানা দিল সিবিআই । বাড়ির প্রত্যেকটা ঘরেই এদিন তল্লাশি চালানো হয় । পরিবারের সদস্যদের কাছ থেকে ব্যাংকের নথি-সহ একাধিক তথ্য জানার চেষ্টা করে প্রতিনিধি দল । তাপস ঘনিষ্ঠ ইতি সরকার বর্তমানে তেহট্টের বিভিন্ন স্কুলে স্কুলে পোশাক সরবর করেন বলে জানা গিয়েছে ।
উল্লেখ্য, বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে বিভিন্ন দফতরে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তোলার অভিযোগ উঠেছে । সেই মামলা আদালত পর্যন্ত গড়ায় ৷ আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয় । সেই মতো শুক্রবার সিবিআই তাপস সাহার বাড়িতে গিয়ে পৌঁছন তদন্তকারী আধিকারিকরা । প্রায় 15 ঘণ্টা জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালানো হয় সেখানে ৷ এরপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিন সকাল 6টা 10 মিনিট নাগাদ তাপস সাহার বাড়ি থেকে রেরোয় । তাপস দুটি মোবাইল ফোন ব্যবহার করতেন ৷ সেই দুটি মোবাইল ফোন এবং বেশ কিছু নথি উদ্ধার করে নিয়ে যায় সিবিআই আধিকারিকরা । এরপরই আজ তাপস সাহা ঘনিষ্ঠ ইতি সরকারের বাড়ি যায় সিবিআইয়ের প্রতিনিধি দল ।
জানা গিয়েছে, তৃণমূলে তাপস সাহার ছায়াসঙ্গী ছিলেন ইতি সরকার । বিভিন্ন কর্মসূচি এবং ব্যক্তিগত বিষয়ে ইতির বাড়ি একাধিকবার গিয়েছিলেন তিনি । বর্তমানে ইতি সরকার তেহট্টর একাধিক স্কুলে স্কুলে পোশাক সরবরাহের কাজ করেন । মূলত একাধিক তথ্যের ভিত্তিতে এবার ইতি সরকারের বাড়িতে গেল সিবিআই । কীভাবে তিনি এতগুলি স্কুলের পোশাক সরবরাহের বরাত পেলেন তা জানতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এর সঙ্গে কোনও দুর্নীতি জড়িত রয়েছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে ৷ তাছাড়া নিয়োগ দুর্নীতি কাণ্ডে কোন মাধ্যম হিসাবে ইতি সরকার কাজ করতেন কি না, সে বিষয়েও তথ্য জানতে তদন্ত করছে সিবিআই । সূত্রের খবর, ইতি সরকারের বাড়ি গিয়ে সিবিআই তাঁর বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেখা শুরু করেছে । তবে তদন্তকারী আধিকারিকরা যখন ইতি সরকারের বাড়িতে যায় তখন তিনি বাড়িতে ছিলেন না ।
পরিবারের সদস্য বলেন, "আমাদের কোন ব্যাংক ব্যালেন্স নেই । সিবিআই কেন এসেছে আমি সে বিষয়ে কিছু জানি না । কেউ কখনও কোনও চাকরির বিষয়ে আমাদের বাড়িতে কথা বলতে আসেনি । আমাদের পরিবারের কেউ সরকারি চাকরি করেন না ৷" তবে বিভিন্ন স্কুলে বর্তমানে ইতি সরকার পোশাক সরবরাহ করেন বলে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন ।
আরও পড়ুন: তাপসের বাড়ির পুকুর পাড়ে উদ্ধার পোড়া নথি, ঘনাচ্ছে রহস্য