হাঁসখালি, 15 এপ্রিল: ফের হাঁসখালি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তের বাড়িতে সিবিআই ৷ শুক্রবার দ্বিতীয়বার গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত সোহেল গয়ালির বাড়িতে হানা দেয় সিবিআইয়ের প্রতিনিধিদল (CBI Visit sohel House) ৷ এদিন বাড়ির বাইরে থেকে মোবাইলের ঢাকনা উদ্ধার করে সিবিআই আধিকারিকরা ৷
আরও পড়ুন: Hanskhali Rape : শোকে খাওয়া বন্ধ, হাসপাতালে হাঁসখালি ধর্ষণে মৃত নাবালিকার বাবা-মা
হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত ব্রজ ওরফে সোহেল গয়ালির গ্রেফতারের পর থেকেই তালাবন্ধ তাদের বাড়ি ৷ গণধর্ষণকাণ্ডের প্রমাণ সংগ্রহ করতে বৃহস্পতিবার সোহেল গয়ালির বাড়িতে হানা দেয় সিবিআই ৷ ঘরের তালা ভেঙে নমুনা সংগ্রহ করে তারা ৷ এরপর ফের তালা লাগিয়ে ঘর সিল করে দেয় সিবিআই ৷ শুক্রবার সিবিআই পুনরায় সোহেলের বাড়িতে হানা দেয় নমুনা সংগ্রহ করতে ৷ এদিনই বাড়ির মেজে থেকে রক্তের চিহ্ন ও বাড়ির পিছন দিক থেকে মোবাইলের ঢাকনা সংগ্রহ করেন সিবিআই আধিকারিকরা (CBI Collected Blood Sample) ৷ নমুনা সংগ্রহের পর পুনরায় বাড়ি সিল করে দেন তাঁরা ৷ ধর্ষণকাণ্ডের উপযুক্ত প্রমাণ পেতে ডিএনএ পরীক্ষার উপরও জোর দিচ্ছেন সিবিআই আধিকারিকরা ৷
উল্লেখ্য, হাঁসখালিতে নাবালিকা গণধর্ষণ নিয়ে তোলপাড় রাজ্য- রাজনীতি ৷ নাবালিকার পরিবারের অভিযোগ তাদের হুমকি দেখিয়ে তড়িঘড়ি কোনওরকম ডেথ সার্টিফিকেট ছাড়াই শ্মশানে দাহ করে দেওয়া হয়। ঘটনার 5 দিন পর হাঁসখালি থানায় লিখিত অভিযোগ দায়ের হয় পরিবারের তরফ থেকে । হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত করছে সিবিআই ।