ETV Bharat / state

জওয়ানদের তৎপরতায় বাংলাদেশে পাচারের আগে বাজেয়াপ্ত 11.5 কেজি রুপোর গয়না - Seized Silver Ornaments

Seized Silver Ornaments: বাংলাদেশে পাচারের আগেই 11.5 কেজি রুপোর গয়না বাজেয়াপ্ত নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে ৷ সীমান্তে টহলরত সেনা-জওয়ানদের তৎপরতায় বিপাকে চোরাচালানকারীরা ৷

Etv Bharat
বাজেয়াপ্ত 11.5 কেজি রুপোর গয়না
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2023, 6:47 PM IST

নদিয়া, 28 ডিসেম্বর: দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফ জওয়ানদের বড়সড় সাফল্য। বিপুল পরিমাণ রুপোর গয়না বাংলাদেশে পাচারের আগে বাজেয়াপ্ত। বিএসএফ সূত্রের দাবি, প্রায় 11.5 কেজি রুপোর গয়না রাতের অন্ধকারে কাঁটাতারের পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে নদিয়ার মহাখোলা এলাকায় ।

দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফ জনসংযোগ কর্মকর্তা বলেন, "ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালানের মতো অপরাধ বন্ধে সীমান্ত নিরাপত্তা বাহিনীর সৈন্যরা দিনরাত কাজ করছে ৷ এর ফলে এই ধরনের অপরাধে জড়িতদের অসৎ উদ্দেশ্য নস্যাৎ করা হচ্ছে। বারে বারে এ কারণে তাঁরা নানা সমস্যায় পড়েছেন। কোন অসৎ উদ্দেশ্যকারী চোরাকারবারীকে রেহাই দেওয়া হবে না।"

বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের তরফে জানানো হয়েছে যে, 27 ডিসেম্বর রাতে বর্ডার ফাঁড়ির মহাখোলার জওয়ানরা প্রতিদিনের মতো এদিনও সীমান্তে কড়া নজর রাখেন ৷ কারণ গোয়েন্দা সূত্রে আগেই পাচারের আভাস পাওয়া গিয়েছিল ৷ ফলে এইদিন আগেভাগে আরও সতর্ক হয়ে যান জওয়ানরা ৷ সন্ধ্যা 7টা নাগাদ টহলরত জওয়ানরা দেখতে পান এক ব্যক্তি কিছু ব্যাগ নিয়ে আন্তর্জাতিক সীমান্তের দিকে আসছেন। সন্দেহ হতেই বিএসএফ জওয়ানরা তাঁকে ধরার জন্য ছুটে যান ৷ বেগতিক বুঝে ওই ব্যক্তি তাঁর জিনিসপত্র ফেলে দিয়ে ঘন অন্ধকার ও কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যান ৷ তারপরেই ব্যাগ তল্লাশি করে 11.5 কেজি রুপোর অলঙ্কার উদ্ধার করেন জওয়ানরা।

দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে 82 ব্যাটালিয়ন বিএসএফ বর্ডার ফাঁড়ি মহাখোলার জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তে রুপো পাচারের প্রচেষ্টা ব্যর্থ করেন। সন্দেহভাজন ওই ব্যক্তির হ্যাগ থেকে রূপোর যে অলঙ্কার উদ্ধার হয়েছে তার আনুমানিক বাজার মূল্য 9 লাখ 10 হাজার 800 টাকা ৷ সেই রুপার অলঙ্কার শুল্ক বিভাগ, মহতপুরে হস্তান্তর করা হয়েছে।সন্দেহভাজন ব্যক্তির খোঁজ চালানো হচ্ছে ৷ পাশাপাশি, এই ঘটনায় কোন চক্র কাজ করছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে ৷ এর আগেও একাধিক সময়ে সীমান্তে টহলরত সেনা-জওয়ানদের তৎপরতায় চোরাচালানকারীদের বিপাকে পড়তে হয়েছে ৷

আরও পড়ুন

1. বিএসএফের তৎপরতায় ভেস্তে গেল সাড়ে 3 লক্ষ দামের মাছের ডিম পাচার

2. ভারত বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ কার্তুজ-সহ অস্ত্র উদ্ধার বিএসএফের

3. পাখি পাচার ও চোরাচালান রুখতে স্বতঃপ্রণোদিত মামলা কলকাতা হাইকোর্টের

নদিয়া, 28 ডিসেম্বর: দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফ জওয়ানদের বড়সড় সাফল্য। বিপুল পরিমাণ রুপোর গয়না বাংলাদেশে পাচারের আগে বাজেয়াপ্ত। বিএসএফ সূত্রের দাবি, প্রায় 11.5 কেজি রুপোর গয়না রাতের অন্ধকারে কাঁটাতারের পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে নদিয়ার মহাখোলা এলাকায় ।

দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফ জনসংযোগ কর্মকর্তা বলেন, "ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালানের মতো অপরাধ বন্ধে সীমান্ত নিরাপত্তা বাহিনীর সৈন্যরা দিনরাত কাজ করছে ৷ এর ফলে এই ধরনের অপরাধে জড়িতদের অসৎ উদ্দেশ্য নস্যাৎ করা হচ্ছে। বারে বারে এ কারণে তাঁরা নানা সমস্যায় পড়েছেন। কোন অসৎ উদ্দেশ্যকারী চোরাকারবারীকে রেহাই দেওয়া হবে না।"

বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের তরফে জানানো হয়েছে যে, 27 ডিসেম্বর রাতে বর্ডার ফাঁড়ির মহাখোলার জওয়ানরা প্রতিদিনের মতো এদিনও সীমান্তে কড়া নজর রাখেন ৷ কারণ গোয়েন্দা সূত্রে আগেই পাচারের আভাস পাওয়া গিয়েছিল ৷ ফলে এইদিন আগেভাগে আরও সতর্ক হয়ে যান জওয়ানরা ৷ সন্ধ্যা 7টা নাগাদ টহলরত জওয়ানরা দেখতে পান এক ব্যক্তি কিছু ব্যাগ নিয়ে আন্তর্জাতিক সীমান্তের দিকে আসছেন। সন্দেহ হতেই বিএসএফ জওয়ানরা তাঁকে ধরার জন্য ছুটে যান ৷ বেগতিক বুঝে ওই ব্যক্তি তাঁর জিনিসপত্র ফেলে দিয়ে ঘন অন্ধকার ও কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যান ৷ তারপরেই ব্যাগ তল্লাশি করে 11.5 কেজি রুপোর অলঙ্কার উদ্ধার করেন জওয়ানরা।

দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে 82 ব্যাটালিয়ন বিএসএফ বর্ডার ফাঁড়ি মহাখোলার জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তে রুপো পাচারের প্রচেষ্টা ব্যর্থ করেন। সন্দেহভাজন ওই ব্যক্তির হ্যাগ থেকে রূপোর যে অলঙ্কার উদ্ধার হয়েছে তার আনুমানিক বাজার মূল্য 9 লাখ 10 হাজার 800 টাকা ৷ সেই রুপার অলঙ্কার শুল্ক বিভাগ, মহতপুরে হস্তান্তর করা হয়েছে।সন্দেহভাজন ব্যক্তির খোঁজ চালানো হচ্ছে ৷ পাশাপাশি, এই ঘটনায় কোন চক্র কাজ করছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে ৷ এর আগেও একাধিক সময়ে সীমান্তে টহলরত সেনা-জওয়ানদের তৎপরতায় চোরাচালানকারীদের বিপাকে পড়তে হয়েছে ৷

আরও পড়ুন

1. বিএসএফের তৎপরতায় ভেস্তে গেল সাড়ে 3 লক্ষ দামের মাছের ডিম পাচার

2. ভারত বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ কার্তুজ-সহ অস্ত্র উদ্ধার বিএসএফের

3. পাখি পাচার ও চোরাচালান রুখতে স্বতঃপ্রণোদিত মামলা কলকাতা হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.