নদিয়া, 2 জানুয়ারি : মহিলা কনস্টেবল নিয়োগ করল সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ (Border Security Force) ৷ ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া টপকে বহু মহিলা ভারতে ঢোকে ৷ সাধারণত এদের মাধ্যমে অবৈধ জিনিসপত্র পাচার করা হয় ৷ তাই এবার মহিলা পাচারকারীদের রুখতে মহিলা কনস্টেবল মোতায়েন করল বিএসএফ (BSF deploys female constables in India and Bangladesh Border), জানিয়েছেন বিএসএফ-এর এক উচ্চাধিকারিক ৷
ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত হরিদাসপুর-জয়ন্তীপুর বর্ডার আউটপোস্টে (Haridaspur-Jayanti Border Outpost) প্রায় 36 জন মহিলা কনস্টেবল মোতায়েন করা হয়েছে ৷ এখানে বেশ কিছু জায়গায় বেড়া দেওয়া নেই ৷ এখানে টহল দেওয়াটা তাই একটা বড় চিন্তা ৷
সীমান্ত প্রহরায় রয়েছেন বিএসএফ-এর এক মহিলা কনস্টেবল সুহাসিনী পুহান (Suhasini Puhan) ৷ তিনি বললেন, "এটা ভারত-বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh Border) ৷ সীমান্তের ওপারে একটা গ্রাম আছে, যার কিছুটা অংশ ভারতের মধ্যে ৷ ওই গ্রামে প্রায় 56 জন মহিলা বসবাস করেন ৷ তাঁরা ভারত ও বাংলাদেশে যাতায়াত করেন ৷ তাই তাঁরা যাতে বেড়া টপকে ভারতে ঢুকে না পড়েন, তাই মহিলা কনস্টেবলদের পাহারায় রাখা হয়েছে ৷"
ওই গ্রামটির কয়েক মিটার দূর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ৷ বেশ কিছু গ্রামবাসী বেআইনি কাজকারবারের সঙ্গে যুক্ত ৷ এতে দেশের ক্ষতি হচ্ছে, জানালেন বিএসএফ-এর মহিলা কনস্টেবল ৷ সুহাসিনী বললেন, "মহিলারা যাতে কোনও অবৈধ জিনিসপত্র না আনতে পারে, তাই আমরা তাদের তল্লাশি চালাই ৷" এমনকি আধিকারিকেরা যখন গ্রামের ভিতরে যান, তখনও তাঁদের সঙ্গে থাকেন মহিলা কনস্টেবল, জানালেন তিনি ৷
আরও পড়ুন : Heroin Seized In Lalgola: আড়াই কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করল বিএসএফ
এক বিএসএফ কনস্টেবল বলেন, "বেশ কিছু জায়গায় বেড়া দেওয়া নেই ৷ বেড়া দেওয়ার কাজটা সম্পূর্ণ হয়ে গেলে আমরা পাচারকারবারীদের হাত থেকে কিছুটা রেহাই পাব ৷" সাধারণত রাতের দিকে কোনও আলো না থাকায় তারা সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা করে ৷ এ প্রসঙ্গে তিনি বললেন, "আমি দশ বছর ধরে সীমান্ত রক্ষী বাহিনীতে রয়েছি ৷ এখন এসব বিষয়ে আমাদের অভিজ্ঞতা হয়ে গিয়েছে ৷ তাই, যে কোনও রকম গতিবিধি দেখলেই বুঝতে পারি মানুষটা কোনও বেআইনি কাজকর্ম করার চেষ্টা করছে কি না ৷"