কল্যাণী, 6 মে : বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবার পর থেকে রাজ্য থেকে জেলা বিভিন্ন জায়গা হয়ে ওঠে উত্তপ্ত । রাজ্যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত ৷ এবার গভীর রাতে বোমাবাজির ঘটনা ঘটল নদিয়ার গয়েশপুরে ৷ অভিযোগের বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।
বৃহস্পতিবার গভীর রাতে বোমাবাজি চলে গয়েশপুরের ৮ নম্বর ওয়ার্ডে ৷ তৃণমূল কর্মী নবীন মান্ডির বাড়িতে বোমাবাজি করা হয় । অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে । জানা গিয়েছে, গতকাল রাতে নবীন মান্ডির বাড়িতে কিছু দুষ্কৃতী প্রথমে তাদের দরজায় ইট ছুঁড়ে, লাঠিসোটা দিয়ে দরজা ভাঙ্গার চেষ্টা করে ৷ পরে ভেতর থেকে নবীন মান্ডির স্ত্রী চিৎকার করে উঠলে তখনই তারা নবীনের বাড়িতে বোমাবাজি করে ৷ এরপরে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷ আক্রান্ত এই তৃণমূল কর্মীর দাবি হামলাকারীরা বিজেপি আশ্রিত গুন্ডা ৷
গয়েশপুর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৌশিক ঘোষ বলেন, রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কর্মী নবীন মান্ডির বাড়িতে বোমাবাজি করে ৷ এবম লুটপাঠ চালায় ৷ এর আগেও বিজেপির লোকেরা নবীনকে প্রাণনাশের হুমকি দিয়েছিল ৷ আমা এর তীব্র প্রতিবাদ জানাই ৷ এবং গয়েশপুরের পরিবেশ আগামীদিনে যাতে শান্ত থাকে সেই চেষ্টা আমলা যেমন করব, তেমনই বিরোধী অনুরোধ করব সেই দিকে খেয়াল রাখতে ৷ "
এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কল্যাণী থানায় । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ ।
আরও পড়ুন : গোষ্ঠীকোন্দল: শান্তিপুরে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ