ETV Bharat / state

Bjp Worker Murdered: বিজেপি কর্মী খুনের ঘটনায় ধুন্ধমার পরিস্থিতি শান্তিপুরে, তীব্র প্রতিবাদ শুভেন্দুর - বিজেপি

নদিয়ার শান্তিপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় ধুন্ধমার পরিস্থিতি এলাকায় ৷ দেহ উদ্ধারকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2023, 7:51 AM IST

Updated : Oct 26, 2023, 7:56 AM IST

কলকাতা ও নদিয়া, 26 অক্টোবর: দুর্গাপুজোর শোভাযাত্রায় বেরিয়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের বেধড়ক মারে ঘটনাস্থলে মৃত্যু হল বিজেপির বুথ কমিটির সহ-সভাপতি অধীর সরকারের। মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ৷ বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই খুন করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার নদিয়ার শান্তিপুর ব্লকের আড়বান্দী দু'নম্বর পঞ্চায়েতের বড় জিয়াকুরেরে। খুনের ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷

শান্তিপুরে বিজেপি কর্মী অধীর সরকারের মৃত্যুর ঘটনায় অবিলম্বে দোষীদের গ্রেফতার করার দাবি তুলে রাজ্য পুলিশের ডিজিকে যথাযথ পদক্ষেপ করার আবেদন করেন শুভেন্দু। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "তৃণমূলের গুণ্ডাদের হাতে নিগৃহীত হয়ে নিহত হয়েছেন নদিয়া জেলার শান্তিপুর ব্লকের আড়বান্দী-২ গ্রাম পঞ্চায়েতের বিজেপি কার্যকর্তা। সবে মায়ের বিসর্জন সম্পন্ন হয়েছে আর এই উৎসবের আবহের মধ্যেও তৃণমূলের দুষ্কৃতীদের হিংস্রতায় কোনও ছেদ পড়েনি। বিশেষ করে বিজেপি কর্মীদের উপর হিংসা চলছে। তৃণমূলের 4-5 জন দুষ্কৃতী বিজেপি কার্যকর্তা অধীর সরকারের উপর চড়াও হয় এবং তাঁকে প্রাণে মেরে ফেলে। আমি পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি দ্রুত দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন।"

বিজেপি নেতৃত্বের দাবি, মৃত বিজেপি কর্মী অধীর সরকার, ওই অঞ্চলের বুথ কমিটির সহ-সভাপতি ছিলেন ৷ অভিযোগ বুধবার সন্ধ্যায় ওই অঞ্চলে বেশ কিছু দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের হয় ৷ সেখানেই অংশগ্রহণ করেছিলেন ওই বিজেপি কর্মী ৷ এরপরে তিনি বাড়িতে ফিরে আসছিলেন ৷ তখনই বড় জিয়াকুর বাজার সংলগ্ন এলাকায় হঠাৎই দুষ্কৃতীরা তাঁকে রাস্তায় একা পেয়ে বেধড়ক মারধর করে ৷ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই বিজেপি কর্মী ৷

খবর দেওয়া হয় শান্তিপুর থানায় ৷ পুলিশ গিয়ে গুরুতর আহত বিজেপি কর্মীকে হাসপাতালে নিয়ে যান ৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরেই উত্তেজিত হয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা ৷ হাসপাতালের ভেতরেই পুলিশের সঙ্গে শুরু হয় বাক-বিতণ্ডা ৷ পরবর্তী সময়ে মৃতের দেহ হাসপাতাল থেকে শান্তিপুর থানায় নিয়ে আসে পুলিশ ৷ আরও পরে দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন: একাদশীর সকালে তৃণমূলের সঙ্গে জোটের সংঘর্ষ, আহত 12

কলকাতা ও নদিয়া, 26 অক্টোবর: দুর্গাপুজোর শোভাযাত্রায় বেরিয়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের বেধড়ক মারে ঘটনাস্থলে মৃত্যু হল বিজেপির বুথ কমিটির সহ-সভাপতি অধীর সরকারের। মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ৷ বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই খুন করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার নদিয়ার শান্তিপুর ব্লকের আড়বান্দী দু'নম্বর পঞ্চায়েতের বড় জিয়াকুরেরে। খুনের ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷

শান্তিপুরে বিজেপি কর্মী অধীর সরকারের মৃত্যুর ঘটনায় অবিলম্বে দোষীদের গ্রেফতার করার দাবি তুলে রাজ্য পুলিশের ডিজিকে যথাযথ পদক্ষেপ করার আবেদন করেন শুভেন্দু। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "তৃণমূলের গুণ্ডাদের হাতে নিগৃহীত হয়ে নিহত হয়েছেন নদিয়া জেলার শান্তিপুর ব্লকের আড়বান্দী-২ গ্রাম পঞ্চায়েতের বিজেপি কার্যকর্তা। সবে মায়ের বিসর্জন সম্পন্ন হয়েছে আর এই উৎসবের আবহের মধ্যেও তৃণমূলের দুষ্কৃতীদের হিংস্রতায় কোনও ছেদ পড়েনি। বিশেষ করে বিজেপি কর্মীদের উপর হিংসা চলছে। তৃণমূলের 4-5 জন দুষ্কৃতী বিজেপি কার্যকর্তা অধীর সরকারের উপর চড়াও হয় এবং তাঁকে প্রাণে মেরে ফেলে। আমি পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি দ্রুত দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন।"

বিজেপি নেতৃত্বের দাবি, মৃত বিজেপি কর্মী অধীর সরকার, ওই অঞ্চলের বুথ কমিটির সহ-সভাপতি ছিলেন ৷ অভিযোগ বুধবার সন্ধ্যায় ওই অঞ্চলে বেশ কিছু দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের হয় ৷ সেখানেই অংশগ্রহণ করেছিলেন ওই বিজেপি কর্মী ৷ এরপরে তিনি বাড়িতে ফিরে আসছিলেন ৷ তখনই বড় জিয়াকুর বাজার সংলগ্ন এলাকায় হঠাৎই দুষ্কৃতীরা তাঁকে রাস্তায় একা পেয়ে বেধড়ক মারধর করে ৷ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই বিজেপি কর্মী ৷

খবর দেওয়া হয় শান্তিপুর থানায় ৷ পুলিশ গিয়ে গুরুতর আহত বিজেপি কর্মীকে হাসপাতালে নিয়ে যান ৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরেই উত্তেজিত হয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা ৷ হাসপাতালের ভেতরেই পুলিশের সঙ্গে শুরু হয় বাক-বিতণ্ডা ৷ পরবর্তী সময়ে মৃতের দেহ হাসপাতাল থেকে শান্তিপুর থানায় নিয়ে আসে পুলিশ ৷ আরও পরে দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন: একাদশীর সকালে তৃণমূলের সঙ্গে জোটের সংঘর্ষ, আহত 12

Last Updated : Oct 26, 2023, 7:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.