ETV Bharat / state

TMC Agitation in Nadia: বিজেপি সাংসদের বাড়ির কাছে তৃণমূলের অবস্থান বিক্ষোভ, অসভ্যতার চরম নিদর্শন; সরব জগন্নাথ - জগন্নাথ সরকার

BJP MP Jagannath Sarkar: বিজেপি সাংসদের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ তৃণমূলের ৷ অসভ্যতার চরম নিদর্শন বলে সরব জগন্নাথ সরকার ৷

BJP MP Jagannath Sarkar
বিজেপি সাংসদ জগন্নাথ সরকার
author img

By

Published : Aug 6, 2023, 6:12 PM IST

বিজেপি সাংসদের বাড়ির কাছে তৃণমূলের অবস্থান বিক্ষোভ

শান্তিপুর, 6 অগস্ট: 100 দিনের টাকা এবং মণিপুরের ঘটনার প্রতিবাদে বিজেপি সাংসদের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে বিক্ষোভ কর্মসূচি করল তৃণমূল । অসভ্যতার চরম নিদর্শন বলে পালটা দিল বিজেপি সাংসদ জগন্নাথ সরকার । ঘটনাটি ঘটেছে রবিবার নদিয়ার শান্তিপুরে ৷

এ বিষয়ে নদিয়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তপন সরকার বলেন, "মণিপুরের হিংসার ঘটনার প্রতিবাদ জানিয়ে আমরা এ দিন বিক্ষোভ সমাবেশ করছি । শুধু তাই নয়, এই অপদার্থ কেন্দ্রীয় সরকার ইচ্ছা করে সাধারণ মানুষের 100 দিনের টাকা আটকে রেখেছে । অবিলম্বে সেই টাকা আমরা দেওয়ার দাবি জানাচ্ছি ।" পাশাপাশি তিনি সাংসদ জগন্নাথ সরকার প্রসঙ্গে বলেন, "চুরি করা কালচার বিজেপির ৷ এরা কখনই উন্নয়ন নিয়ে মানুষের কাছে পৌঁছতে পারেনি ।"

তৃণমূলকে পালটা আক্রমণ করে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, "চোরেদের কালচার চোরেরা করবে ৷ বদমাইশদের কাজ বদমাইশি করা । এরা শুধু জানে চুরি, ধর্ষণ আর মানুষ খুন করতে । সংসদীয় রাজনীতিতে বিরোধীদের এইভাবে আক্রমণ করা এই নিদর্শন বাংলা আগে কখনও দেখেনি । একজন ঘোষণা করেছিলেন 5 তারিখে বাড়ি ঘেরাও করার ৷ সেটা বাতিল হয়ে গিয়েছে ৷ আর তাই তিনি বিদেশে পালিয়ে গিয়েছেন ।"

জানা গিয়েছে, রাজ্যজুড়ে শনিবার শাসকদল তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন বিজেপি নেতাদের বাড়ির কিছুটা দূরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি করার ডাক দেওয়া হয়েছিল । পরে সেই কর্মসূচি বাতিল হয়ে যাওয়ায় অবশ্য কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভের ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই অনুযায়ী রবিবার শান্তিপুর থানার আড়পাড়া গ্রামের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বাড়ির কিছুটা দূরত্বে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করে তৃণমূল শিবির । এ দিন শান্তিপুর বি ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি আয়োজন করা হয় । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বি ব্লকের তৃণমূল সভাপতি-সহ বিভিন্ন জেলাস্তরের নেতৃত্বরা ।

আরও পড়ুন: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, রাজ্যজুড়ে ধরনায় তৃণমূল; পথে নামলেন অর্জুন-ববিরা

মূলত মণিপুরের হিংসার ঘটনা এবং রাজ্যের 100 দিনের টাকা আটকে রাখার প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ সমাবেশ করা হয় । কিছুদিন আগে একুশে জুলাই প্রকাশ্য মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছোট বড় বিজেপি নেতার বাড়ির ঘেরাও করার ডাক দিয়েছিলেন । তবে পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই কর্মসূচি বাতিল করতে বাধ্য হয় তৃণমূল । তারপরে মমতার ঘোষণা অনুযায়ী আজকের অবস্থান কর্মসূচি হয় ৷

বিজেপি সাংসদের বাড়ির কাছে তৃণমূলের অবস্থান বিক্ষোভ

শান্তিপুর, 6 অগস্ট: 100 দিনের টাকা এবং মণিপুরের ঘটনার প্রতিবাদে বিজেপি সাংসদের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে বিক্ষোভ কর্মসূচি করল তৃণমূল । অসভ্যতার চরম নিদর্শন বলে পালটা দিল বিজেপি সাংসদ জগন্নাথ সরকার । ঘটনাটি ঘটেছে রবিবার নদিয়ার শান্তিপুরে ৷

এ বিষয়ে নদিয়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তপন সরকার বলেন, "মণিপুরের হিংসার ঘটনার প্রতিবাদ জানিয়ে আমরা এ দিন বিক্ষোভ সমাবেশ করছি । শুধু তাই নয়, এই অপদার্থ কেন্দ্রীয় সরকার ইচ্ছা করে সাধারণ মানুষের 100 দিনের টাকা আটকে রেখেছে । অবিলম্বে সেই টাকা আমরা দেওয়ার দাবি জানাচ্ছি ।" পাশাপাশি তিনি সাংসদ জগন্নাথ সরকার প্রসঙ্গে বলেন, "চুরি করা কালচার বিজেপির ৷ এরা কখনই উন্নয়ন নিয়ে মানুষের কাছে পৌঁছতে পারেনি ।"

তৃণমূলকে পালটা আক্রমণ করে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, "চোরেদের কালচার চোরেরা করবে ৷ বদমাইশদের কাজ বদমাইশি করা । এরা শুধু জানে চুরি, ধর্ষণ আর মানুষ খুন করতে । সংসদীয় রাজনীতিতে বিরোধীদের এইভাবে আক্রমণ করা এই নিদর্শন বাংলা আগে কখনও দেখেনি । একজন ঘোষণা করেছিলেন 5 তারিখে বাড়ি ঘেরাও করার ৷ সেটা বাতিল হয়ে গিয়েছে ৷ আর তাই তিনি বিদেশে পালিয়ে গিয়েছেন ।"

জানা গিয়েছে, রাজ্যজুড়ে শনিবার শাসকদল তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন বিজেপি নেতাদের বাড়ির কিছুটা দূরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি করার ডাক দেওয়া হয়েছিল । পরে সেই কর্মসূচি বাতিল হয়ে যাওয়ায় অবশ্য কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভের ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই অনুযায়ী রবিবার শান্তিপুর থানার আড়পাড়া গ্রামের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বাড়ির কিছুটা দূরত্বে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করে তৃণমূল শিবির । এ দিন শান্তিপুর বি ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি আয়োজন করা হয় । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বি ব্লকের তৃণমূল সভাপতি-সহ বিভিন্ন জেলাস্তরের নেতৃত্বরা ।

আরও পড়ুন: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, রাজ্যজুড়ে ধরনায় তৃণমূল; পথে নামলেন অর্জুন-ববিরা

মূলত মণিপুরের হিংসার ঘটনা এবং রাজ্যের 100 দিনের টাকা আটকে রাখার প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ সমাবেশ করা হয় । কিছুদিন আগে একুশে জুলাই প্রকাশ্য মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছোট বড় বিজেপি নেতার বাড়ির ঘেরাও করার ডাক দিয়েছিলেন । তবে পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই কর্মসূচি বাতিল করতে বাধ্য হয় তৃণমূল । তারপরে মমতার ঘোষণা অনুযায়ী আজকের অবস্থান কর্মসূচি হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.