ETV Bharat / state

স্ত্রী'কে ধর্ষণ ও প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি BJP নেতাকে, তদন্তে নবদ্বীপ পুলিশ - নবদ্বীপ পৌরসভার 24 নং ওয়ার্ডের বাসিন্দা সিদ্ধার্থশঙ্কর

গত লোকসভা ভোটের তমলুক কেন্দ্রের প্রার্থী ছিলেন সিদ্ধার্থশঙ্কর । তাঁকে হুমকির চিঠি পাঠানো হয়েছে বলে অভিযোগ ।

nadia
নদিয়া, নিজস্ব ছবি
author img

By

Published : Sep 29, 2020, 3:33 PM IST

নবদ্বীপ, 29 সেপ্টেম্বর : তিন লাখ টাকা দিতে হবে । না হলে স্ত্রী'কে ধর্ষণ এবং ছেলেকে অপহরণ করা হবে । এইরকম হুমকি দিয়েই চিঠি পাঠানো হয়েছে । অভিযোগ নদিয়ার BJP নেতার । BJP-র কেন্দ্রীয় কমিটির সদস্য সিদ্ধার্থশঙ্কর নস্কর । তবে এই প্রথমবার নয় । আগেও এইরকম হুমকির চিঠি এসেছে সিদ্ধার্থ । অভিযোগ দায়ের হয়েছে নবদ্বীপ থানায় ।

গত লোকসভা ভোটের তমলুক কেন্দ্রের প্রার্থী ছিলেন সিদ্ধার্থশঙ্কর । এইদিকে একইরকম হুমকির চিঠি এসেছে নদিয়া উত্তরের BJP- র সহ-সভাপতি গৌতম পালের কাছে । সেখানেও তাঁর স্ত্রী'কে ধর্ষণ করে পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়েছে । চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপ শহর ও মায়াপুরে । ভিন্ন লিখিত অভিযোগ দায়ের হয়েছে নবদ্বীপ থানায় । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

নবদ্বীপ পৌরসভার 24 নং ওয়ার্ডের বাসিন্দা সিদ্ধার্থশঙ্কর । 24 সেপ্টেম্বর ডাকযোগে একটি রেজিস্ট্রি চিঠি আসে তাঁর বাড়ি । জনৈক সুনীল মণ্ডল নামে এক ব্যক্তি অকথ্য ভাষায় সেই চিঠিতে লেখে । তিন লাখ টাকা দাবি করে । ওই টাকা না পেলে সিদ্ধার্থশঙ্করের স্ত্রী'কে ধর্ষণ ও একমাত্র ছেলেকে অপহরণেরও হুমকি দেয় বলে অভিযোগ । তাঁর আরও অভিযোগ, দীর্ঘ এক বছর ধরে প্রাণনাশ সহ টাকা চেয়ে এমন বহু হুমকি চিঠি আসছে তাঁর বাড়িতে ।

কী বলছেন BJP নেতা ?

তদন্ত করতে তাঁর বাড়িতে আসে নবদ্বীপ থানার পুলিশ । তাতেও তাঁর আতঙ্ক যাচ্ছে না বলে তিনি জানান । যদিও বাড়িতে কেন্দ্রীয় নিরাপত্তা । তাও পরিবার নিয়ে একপ্রকার নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি । সিদ্ধার্থশঙ্কর বলেন, "যেখানে আমার মতো ব্যক্তির নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের কী হাল তা সহজেই বোঝা যায় ।"

এই ঘটনার ঠিক একদিন যেতে না যেতেই হুমকির চিঠি পান গৌতম । সেই চিঠিতে তিন লাখ টাকার দাবি সহ স্ত্রী'কে ধর্ষণের পর পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয় । গৌতম নবদ্বীপ থানার পাশাপাশি জেলা পুলিশ সুপারের কাছেও অভিযোগ জানিয়েছেন । ঘটনার পিছনে তৃণমূলের হাত থাকতে পারে বলে অভিযোগ সিদ্ধার্থশঙ্কর ও গৌতমবাবুর । তবে নবদ্বীপ তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনায় তৃণমূল কোনওভাবে জড়িয়ে নেই ।

নবদ্বীপ, 29 সেপ্টেম্বর : তিন লাখ টাকা দিতে হবে । না হলে স্ত্রী'কে ধর্ষণ এবং ছেলেকে অপহরণ করা হবে । এইরকম হুমকি দিয়েই চিঠি পাঠানো হয়েছে । অভিযোগ নদিয়ার BJP নেতার । BJP-র কেন্দ্রীয় কমিটির সদস্য সিদ্ধার্থশঙ্কর নস্কর । তবে এই প্রথমবার নয় । আগেও এইরকম হুমকির চিঠি এসেছে সিদ্ধার্থ । অভিযোগ দায়ের হয়েছে নবদ্বীপ থানায় ।

গত লোকসভা ভোটের তমলুক কেন্দ্রের প্রার্থী ছিলেন সিদ্ধার্থশঙ্কর । এইদিকে একইরকম হুমকির চিঠি এসেছে নদিয়া উত্তরের BJP- র সহ-সভাপতি গৌতম পালের কাছে । সেখানেও তাঁর স্ত্রী'কে ধর্ষণ করে পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়েছে । চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপ শহর ও মায়াপুরে । ভিন্ন লিখিত অভিযোগ দায়ের হয়েছে নবদ্বীপ থানায় । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

নবদ্বীপ পৌরসভার 24 নং ওয়ার্ডের বাসিন্দা সিদ্ধার্থশঙ্কর । 24 সেপ্টেম্বর ডাকযোগে একটি রেজিস্ট্রি চিঠি আসে তাঁর বাড়ি । জনৈক সুনীল মণ্ডল নামে এক ব্যক্তি অকথ্য ভাষায় সেই চিঠিতে লেখে । তিন লাখ টাকা দাবি করে । ওই টাকা না পেলে সিদ্ধার্থশঙ্করের স্ত্রী'কে ধর্ষণ ও একমাত্র ছেলেকে অপহরণেরও হুমকি দেয় বলে অভিযোগ । তাঁর আরও অভিযোগ, দীর্ঘ এক বছর ধরে প্রাণনাশ সহ টাকা চেয়ে এমন বহু হুমকি চিঠি আসছে তাঁর বাড়িতে ।

কী বলছেন BJP নেতা ?

তদন্ত করতে তাঁর বাড়িতে আসে নবদ্বীপ থানার পুলিশ । তাতেও তাঁর আতঙ্ক যাচ্ছে না বলে তিনি জানান । যদিও বাড়িতে কেন্দ্রীয় নিরাপত্তা । তাও পরিবার নিয়ে একপ্রকার নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি । সিদ্ধার্থশঙ্কর বলেন, "যেখানে আমার মতো ব্যক্তির নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের কী হাল তা সহজেই বোঝা যায় ।"

এই ঘটনার ঠিক একদিন যেতে না যেতেই হুমকির চিঠি পান গৌতম । সেই চিঠিতে তিন লাখ টাকার দাবি সহ স্ত্রী'কে ধর্ষণের পর পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয় । গৌতম নবদ্বীপ থানার পাশাপাশি জেলা পুলিশ সুপারের কাছেও অভিযোগ জানিয়েছেন । ঘটনার পিছনে তৃণমূলের হাত থাকতে পারে বলে অভিযোগ সিদ্ধার্থশঙ্কর ও গৌতমবাবুর । তবে নবদ্বীপ তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনায় তৃণমূল কোনওভাবে জড়িয়ে নেই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.