ETV Bharat / state

মমতাকে গ্রেপ্তারের দাবি মুকুলের - কমিশনে এলেন মুকুল রায়

করিমপুরের BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে রাস্তায় ফেলে মারধরের ঘটনা । আর সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত করিমপুর । ঠিক তারপরই কমিশনে এলেন BJP নেতা মুকুল রায় । সঙ্গে শিশির বাজোরিয়া ।

কমিশনে মুকুল রায়
author img

By

Published : Nov 25, 2019, 1:17 PM IST

Updated : Nov 25, 2019, 5:29 PM IST

কলকাতা, ২৫ নভেম্বর : করিমপুরের BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে রাস্তায় ফেলে মারধরের ঘটনা । আর সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত করিমপুর । ঠিক তারপরই কমিশনে আসেন BJP নেতা মুকুল রায় । সঙ্গে শিশির বাজোরিয়া ।

করিমপুরে অশান্তির আঁচ আগেই পেয়েছিল কমিশন । এই কেন্দ্রেই স্পর্শকাতর বুথ সর্বাধিক । সেই সূত্রে ১০ কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । ৯৭ শতাংশ ভোটকেন্দ্রেই মোতায়েন করা হয়েছে বাহিনী । আজকের উপনির্বাচনে যে ৩০১ জন মাইক্রো অবজ়ারভার কাজ করছেন, তার বেশিরভাগটাই করিমপুরে । কিন্তু তারপরও ঠেকানো গেল না অশান্তি । প্রথমে থানা পাড়ায় BJP প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা । দেখানো হয় কালো পতাকা । পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জয়প্রকাশকে একটি বুথ থেকে বেরিয়ে যেতে বলে ।

কি বললেন মুকুল রায় ? দেখুন ভিডিয়ো...

এরপর সাড়ে ১১টা নাগাদ পিপুলখোলায় একটি বুথে জয়প্রকাশের উপর ঝাঁপিয়ে পড়ে একদল লোক । এলোপাথাড়ি লাথি-কিল-চড় মারা হয় তাঁকে । রাস্তার পাশের ঝোপে পড়ে যান জয়প্রকাশ । ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন BJP প্রার্থী ।

এই ঘটনার পরেই কমিশনে আসেন মুকুল । কমিশনের কাছে অভিযোগ জানাতে যাওয়ার সময় BJP এই নেতা অভিযোগ করেন, বাংলায় কোনও গণতন্ত্র নেই ৷ এটা আরও একবার প্রমাণ হল ৷ আর বাংলায় গণতন্ত্রের নিধনকারী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বিরুদ্ধে FIR হওয়া উচিত ৷ তাঁকে গ্রেপ্তার করা উচিত ৷

পরে মুকুল রায় কথা বলেন কমিশনের আধিকারিকদের সঙ্গে । 3 আসনে উপনির্বাচনে হস্তক্ষেপের দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেন মুকুল রায় ৷ সেখানে তিনি বলেন, করিমপুরের BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে তৃণমূলের 50 জন গুন্ডা ঘিরে ধরে মারধর করে৷ ঝোপে ঢেলে ফেলে দেয় ৷ অবিলম্বে নদিয়ার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারকে সরাতে হবে ৷

কলকাতা, ২৫ নভেম্বর : করিমপুরের BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে রাস্তায় ফেলে মারধরের ঘটনা । আর সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত করিমপুর । ঠিক তারপরই কমিশনে আসেন BJP নেতা মুকুল রায় । সঙ্গে শিশির বাজোরিয়া ।

করিমপুরে অশান্তির আঁচ আগেই পেয়েছিল কমিশন । এই কেন্দ্রেই স্পর্শকাতর বুথ সর্বাধিক । সেই সূত্রে ১০ কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । ৯৭ শতাংশ ভোটকেন্দ্রেই মোতায়েন করা হয়েছে বাহিনী । আজকের উপনির্বাচনে যে ৩০১ জন মাইক্রো অবজ়ারভার কাজ করছেন, তার বেশিরভাগটাই করিমপুরে । কিন্তু তারপরও ঠেকানো গেল না অশান্তি । প্রথমে থানা পাড়ায় BJP প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা । দেখানো হয় কালো পতাকা । পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জয়প্রকাশকে একটি বুথ থেকে বেরিয়ে যেতে বলে ।

কি বললেন মুকুল রায় ? দেখুন ভিডিয়ো...

এরপর সাড়ে ১১টা নাগাদ পিপুলখোলায় একটি বুথে জয়প্রকাশের উপর ঝাঁপিয়ে পড়ে একদল লোক । এলোপাথাড়ি লাথি-কিল-চড় মারা হয় তাঁকে । রাস্তার পাশের ঝোপে পড়ে যান জয়প্রকাশ । ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন BJP প্রার্থী ।

এই ঘটনার পরেই কমিশনে আসেন মুকুল । কমিশনের কাছে অভিযোগ জানাতে যাওয়ার সময় BJP এই নেতা অভিযোগ করেন, বাংলায় কোনও গণতন্ত্র নেই ৷ এটা আরও একবার প্রমাণ হল ৷ আর বাংলায় গণতন্ত্রের নিধনকারী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বিরুদ্ধে FIR হওয়া উচিত ৷ তাঁকে গ্রেপ্তার করা উচিত ৷

পরে মুকুল রায় কথা বলেন কমিশনের আধিকারিকদের সঙ্গে । 3 আসনে উপনির্বাচনে হস্তক্ষেপের দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেন মুকুল রায় ৷ সেখানে তিনি বলেন, করিমপুরের BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে তৃণমূলের 50 জন গুন্ডা ঘিরে ধরে মারধর করে৷ ঝোপে ঢেলে ফেলে দেয় ৷ অবিলম্বে নদিয়ার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারকে সরাতে হবে ৷

Intro:কলকাতা, ২৫ নভেম্বর: করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে রাস্তায় ফেলে মারধরের ঘটনা। আর সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত করিমপুর। ঠিক তার পরেই কমিশনে এলেন মুকুল রায়। সঙ্গে আছেন শিশির বাজোরিয়া।Body:করিমপুরে অশান্তির আঁচ আগেই পেয়েছিল কমিশন। এই কেন্দ্রেই স্পর্শকাতর বুথ সর্বাধিক। সেই সূত্রে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ৯৭ শতাংশ ভোট কেন্দ্রেই মোতায়েন করা হয়েছে বাহিনী। আজকের উপনির্বাচনে যে ৩০১ জন মাইক্রো অবজারভার কাজ করছে, তার বেশিরভাগটাই করিমপুরে। কিন্তু তারপরেও ঠেকানো গেল না অশান্তি। প্রথমে থানা পাড়ায় বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। দেখানো হয় কালো পতাকা। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জয়প্রকাশকে বের করে দেয় বুথ থেকে। তখনই বোঝা যাচ্ছিল ঘটবে বড় ঘটনা। ঘটলও তা। আক্রান্ত হলেন জয়প্রকাশ। সাড়ে ১১টা নাগাদ পিপুলখোলায় একটি বুথে জয়প্রকাশের উপর ঝাঁপিয়ে পড়ে একদল লোক। এলোপাথাড়ি লাথি-কিল-চড় মারা হয় তাঁকে। রাস্তার পাশের ঝোপে পড়ে যান জয়প্রকাশ। ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিজেপি প্রার্থী। Conclusion:এই ঘটনার পরেই কমিশনে আসেন মুকুল। তিনি কথা বলছেন কমিশনের আধিকারিকদের সঙ্গে। BJP সূত্রে খবর, মূলত জয়প্রকাশের উপর আক্রমণের ঘটনা নিয়ে অভিযোগ জানাতে এসেছেন তিনি। বিজেপির দাবি, পিপুলখোলায় বুথের খুব কাছে ২০-২৫ জন বসেছিল। জয়প্রকাশ চ্যালেঞ্জ করেন তাদের। জানতে চান সেখানে কী করছে তার? উত্তর আসে প্রিসাইডিং অফিসারের জন্য রান্না চলছে। তারপরেও চলে কথা কাটাকাটি। তখনই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে ওই ২০-২৫ জন।
Last Updated : Nov 25, 2019, 5:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.