শান্তিপুর, 11 এপ্রিল : রাজ্যে 27 মার্চ থেকে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ ৷ তার মধ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শতাধিক কর্মী ৷ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন শান্তিপুর বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার।
গতকাল রাতে নদীয়ার শান্তিপুর থানার নৃসিংহপুর ফেরিঘাটের একটি দলীয় কার্যালয় উদ্বোধন করতে যান জগন্নাথ সরকার। সেখানেই বিজেপিতে যোগ দেন তৃণমূলের একাধিক নেতা-কর্মী ৷ শান্তিপুর থানার বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা ধারাও বিজেপিতে যোগদান করলেন। সেই সঙ্গে প্রায় শতাধিক তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিলেন।
জগন্নাথ সরকার বলেন, "তৃণমূল গণতন্ত্র মানে না। কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি অন্য নামে চুরি করে চালাচ্ছে। উন্নয়নের একমাত্র পথ বিজেপি। তাই উন্নয়নের ধারা বজায় রাখতে সকলেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। "
ভোটের আগে দলের এই ভাঙন অনেকটাই তৃণমূলকে ব্যাকফুটে ফেলে দেবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷
আরও পড়ুন : এটা গণহত্যা, তথ্য লোপাটের জন্য আমাকে আটকে দেওয়া হল : মমতা