হাঁসখালি, 11 এপ্রিল : বিজেপির বুথ সভাপতির উপর সশস্ত্র হামলা ৷ অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ এছাড়া ওই বুথ সভাপতির বাড়ি ভাঙচুর, গুলি চালানোর অভিযোগও ওঠে ৷ ঘটনার প্রতিবাদে গতরাতে বগুলা বাজার সংলগ্ন কৃষ্ণনগরের দত্তপুলিয়া এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা ৷ যদিও তৃণমূলের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা বলেছেন দলীয় নেতারা ৷ তদন্তে পুলিশ ৷
বিজেপির পক্ষ থেকে জানানো হয়, হাঁসখালি থানার অন্তর্গত মামজোয়ান বাবুপাড়া এলাকায় বাড়ি বিজেপি বুথ সভাপতি শুভ সাহার ৷ তিনি পেশায় হাতুড়ে ডাক্তার ৷ গতকাল কৃষ্ণনগরে প্রধানমন্ত্রীর সভায় যান ৷ তারপর সেই সভা থেকে নিজের চেম্বারে যাচ্ছিলেন ৷ পথেই তার উপর হামলা হয় বলে অভিযোগ ৷
অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয় ৷ বাড়িতে ভাঙচুর চালায় ৷ এবং গুলি চালায় কিছু দুষ্কৃতীরা ৷ পরে স্থানীয়রা বুথ সভাপতিকে উদ্ধার করে প্রথমে হাঁসখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ তারপর সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সেখানে আপাতত চিকিৎসাধীনে রয়েছেন তিনি ৷
আরও পড়ুন : দুবরাজপুরে বিজেপি প্রার্থীর উপর হামলা, অভিযুক্ত তৃণমূল
বুথ সভাপতির উপর হামলার প্রতিবাদে বিজেপি কর্মীরা গতরাতে দত্তপুলিয়া এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান ৷ পরে হাঁসখালি থানার পুলিশ আসে ৷ পুলিশি আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন ৷
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বুথ সভাপতির উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে ৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে ৷ অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ঘটনাটি সম্পূর্ণ বিজেপির গোষ্ঠীকোন্দলের বহিঃপ্রকাশ ৷ এর সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয় ৷