কৃষ্ণনগর, 9 সেপ্টেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে ব়্যাগিংয়ের জেরে নদিয়ার এক ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে ৷ যা নিয়ে মাসখানেক ধরে তোলপাড় চলছে রাজ্যজুড়ে ৷ এবার সেই নদিয়াতেই স্কুলে ব়্যাগিংয়ের অভিযোগ উঠল ৷ এমনকী, ব়্যাগিংয়ের বিষয়টি ধামাচাপা দিতে ‘সিনিয়র’ ছাত্ররা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ‘জুনিয়র’দের ভয় দেখায় বলে অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে ৷ বিষয়টি প্রকাশ্য়ে আসতেই স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা ৷ তার পর অভিযুক্ত পাঁচ ছাত্রকে স্কুল কর্তৃপক্ষ সাসপেন্ড করেছে বলে জানা গিয়েছে ৷ পুলিশেও অভিযোগ দায়ের হয়েছে ৷
নদিয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে শিক্ষক দিবসে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির পড়ুয়াদের উপর ব়্যাগিংয়ের অভিযোগ ওঠে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঁচ জন ছাত্রের বিরুদ্ধে । প্রতিবছর ওই স্কুলে শিক্ষক দিবসে বিভিন্ন অনুষ্ঠান হয় ৷ এবারও তা হয়েছে ৷ সিনিয়র ছাত্রদের জুনিয়রদের ক্লাসে গিয়ে পড়াতে বলা হয় ৷ সেই সময়ই এই ব়্যাগিংয়ের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে ৷
অভিযোগ, জুনিয়র ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করে সিনিয়র ছাত্ররা । গালিগালাজ করা হয় এবং ধূমপান করতে বলা হয় ৷ দু’দিন স্কুল বন্ধ থাকার কারণে বিষয়টি ধামাচাপা পড়ে যায় । এরপর এই গোটা বিষয়টি অভিভাবকদের জানায় জুনিয়র ছাত্ররা । অভিভাবকদের তরফ থেকে শুক্রবার স্কুলে গিয়ে বিক্ষোভ দেখানো হয় ।
যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, ঘটনার দিনই একটি কমিটি গঠন করে এবং একটি বৈঠকের আয়োজন করা হয় । সেই বৈঠকে যেসব ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সেই সব ছাত্র এবং অভিভাবকদের ডেকে পাঠানো হয় । স্কুল সূত্রে খবর, সেখানে অভিযুক্ত দুই ছাত্র এবং তাদের অভিভাবকরা উপস্থিত থাকলেও বাকিরা অনুপস্থিত ছিল । এরপরেই স্কুলের তরফ থেকে পাঁচজনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয় ।
এর পরই নবম শ্রেণির এক ছাত্র দাবি করে যে স্কুলের শৌচালয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁকে হুমকি দেওয়া হয়েছে ৷ এই বিষয়ে শুক্রবার রাতে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় স্কুলের তরফ থেকে ।
কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাস বলেন, ‘‘ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানাকে জানানো হয়েছে । কোনও এক ছাত্র হঠাৎ করে রিভলবার বের করে কোনও জুনিয়র ছাত্রকে হুমকি দেখিয়েছে বলে অভিযোগ ৷ সেই বিষয়ে লিখিতভাবে পুলিশকে জানানো হয়েছে । পুরো ঘটনা তদন্ত শুরু করছে পুলিশ ।’’
এদিকে যে পাঁচ জনের বিরুদ্ধে র্যাগিং করার অভিযোগ উঠেছে, সেই পাঁচ জনের নামের তালিকা শনিবার স্কুলের তরফ থেকে টাঙিয়ে দেওয়া হয় । অন্যদিকে অভিভাবকরা চাইছেন, যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন এবং স্কুল কর্তৃপক্ষ ।
আরও পড়ুন: যাদবপুরের পর এবার র্যাগিংয়ের অভিযোগ গুরুদাস কলেজে