ETV Bharat / state

নদিয়ার খুনের ঘটনায় অভিযুক্তদের আদালতে পেশ - presented in court

নদিয়ার পাটিকাবাড়ি স্কুল সংলগ্ন মাঠে 6 জুন দুই যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছিল । এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ । মূল অভিযুক্ত অর্ণব সরকার । পাশাপাশি 21 জুন এক ড্রাইভার খুন হয় । সেই ঘটনায় 5 অভিযুক্তকে গ্রেফতার করে নদিয়া পুলিশ । ধৃতদের এদিন আদালতে তোলা হয় পুলিশি হেফাজত চেয়ে । পুলিশের অনুমান 6 জুন যে খুন হয়েছিল তার সঙ্গে 21 জুনের ড্রাইভারের খুন হওয়ার ঘটনায় কোনও যোগ আছে ।

নদিয়ার খুনের ঘটনায় অভিযুক্তদের আদালতে পেশ
নদিয়ার খুনের ঘটনায় অভিযুক্তদের আদালতে পেশ
author img

By

Published : Jul 7, 2021, 9:35 PM IST

নাকাশিপাড়া, 7 জুলাই : নদিয়ার নাকাশিপাড়া থানার পাটিকাবাড়ি স্কুল সংলগ্ন মাঠে 6 জুন দুই যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছিল । গুলি ও কুপিয়ে খুন করা হয় দুই যুবককে । মৃত যুবকের নাম তেঁতুল দফাদার বয়স আনুমানিক 32 বছর ও মইদুল দফাদার বয়স 35 । ধাপারিয়া গ্রামে বাড়ি এই দুজনের ।

পুলিশ সূত্রে জানা যায় ওই ঘটনায় আগেই তিনজনকে গ্রেফতার করেছিল । গতকাল এই ঘটনায় মূল অভিযুক্ত অর্ণব সরকার ওরফে গুড্ডুকেও গ্রেফতার করা হয় নাজিরপুর থেকে । বাকি তিনজনের নাম এখনও জানা যায়নি ।

আরও পড়ুন...নদিয়ায় দিনে 12 ঘণ্টা পাওয়া যাবে বাস পরিষেবা

পাশাপাশি 21 জুন এক ড্রাইভার খুন হয় । সেই ঘটনায় পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করে নদিয়া পুলিশ । 6 জুন যে খুন হয়েছিল তার সঙ্গে 21 জুনের ড্রাইভারের খুন হওয়ার ঘটনায় কোনও যোগ আছে ।

ধৃতদের এদিন আদালতে তোলা হয় পাঁচদিনের পুলিশি হেফাজত চেয়ে

ধৃতদের এদিন আদালতে তোলা হয় পাঁচদিনের পুলিশি হেফাজত চেয়ে । পুলিশের দাবি অভিযুক্তদের সঙ্গে দুই জনের খুন হওয়া ব্যক্তিদের মূলত অস্ত্র নিয়ে কারবার চলত । অস্ত্র বিক্রি করার টাকা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয় । জানা যায় সেই কারণেই ওই দুই ব্যক্তিকে খুন করে । পুলিশের জিজ্ঞাসাবাদে এমনটাই উঠে আসে ।

আরও পড়ুন...আসিফ কি বাবা-মাকে গলা টিপে খুন করেছিল? ময়নাতদন্তের রিপোর্টে উঠছে

যদিও পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে অনুরোধ জানাবে বলে জানিয়েছেন । নিজেদের হেফাজতে নিয়ে তাদের আরও জিজ্ঞাসাবাদ করে বিষয়টি সম্পূর্ণ জানা যাবে বলে পুলিশ আরও জানিয়েছে ।

নাকাশিপাড়া, 7 জুলাই : নদিয়ার নাকাশিপাড়া থানার পাটিকাবাড়ি স্কুল সংলগ্ন মাঠে 6 জুন দুই যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছিল । গুলি ও কুপিয়ে খুন করা হয় দুই যুবককে । মৃত যুবকের নাম তেঁতুল দফাদার বয়স আনুমানিক 32 বছর ও মইদুল দফাদার বয়স 35 । ধাপারিয়া গ্রামে বাড়ি এই দুজনের ।

পুলিশ সূত্রে জানা যায় ওই ঘটনায় আগেই তিনজনকে গ্রেফতার করেছিল । গতকাল এই ঘটনায় মূল অভিযুক্ত অর্ণব সরকার ওরফে গুড্ডুকেও গ্রেফতার করা হয় নাজিরপুর থেকে । বাকি তিনজনের নাম এখনও জানা যায়নি ।

আরও পড়ুন...নদিয়ায় দিনে 12 ঘণ্টা পাওয়া যাবে বাস পরিষেবা

পাশাপাশি 21 জুন এক ড্রাইভার খুন হয় । সেই ঘটনায় পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করে নদিয়া পুলিশ । 6 জুন যে খুন হয়েছিল তার সঙ্গে 21 জুনের ড্রাইভারের খুন হওয়ার ঘটনায় কোনও যোগ আছে ।

ধৃতদের এদিন আদালতে তোলা হয় পাঁচদিনের পুলিশি হেফাজত চেয়ে

ধৃতদের এদিন আদালতে তোলা হয় পাঁচদিনের পুলিশি হেফাজত চেয়ে । পুলিশের দাবি অভিযুক্তদের সঙ্গে দুই জনের খুন হওয়া ব্যক্তিদের মূলত অস্ত্র নিয়ে কারবার চলত । অস্ত্র বিক্রি করার টাকা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয় । জানা যায় সেই কারণেই ওই দুই ব্যক্তিকে খুন করে । পুলিশের জিজ্ঞাসাবাদে এমনটাই উঠে আসে ।

আরও পড়ুন...আসিফ কি বাবা-মাকে গলা টিপে খুন করেছিল? ময়নাতদন্তের রিপোর্টে উঠছে

যদিও পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে অনুরোধ জানাবে বলে জানিয়েছেন । নিজেদের হেফাজতে নিয়ে তাদের আরও জিজ্ঞাসাবাদ করে বিষয়টি সম্পূর্ণ জানা যাবে বলে পুলিশ আরও জানিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.