কৃষ্ণগঞ্জ, 4 ডিসেম্বর: কলেজের এক অধ্যাপিকাকে অশ্লীল মন্তব্য ও হুমকির অভিযোগ টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ৷ ঘটনার প্রতিবাদে রাস্তায় নামল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি ৷ ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ৷ পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন কলেজ পড়ুয়ারা ৷ সবমিলিয়ে হুলস্থুল মাজদিয়া সুধীররঞ্জন লাহিড়ি মহাবিদ্যালয়ে ৷
অভিযোগ, নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া সুধীররঞ্জন লাহিড়ি মহাবিদ্যালয়ের এডুকেশন বিভাগের অধ্যাপিকাকে কলেজের জিএস বলে দাবি করে এক ছাত্র ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি দেয় ৷ সেই ঘটনার অডিয়ো ক্লিপ ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ ঘটনাকে ঘিরে কৃষ্ণগঞ্জ ব্লক জুড়ে চাঞ্চল্য ছড়ায় । এরপরেই অধ্যাপিকার ওপর এহেন আচরণের প্রতিবাদে সোমবার মাজদিয়া কলেজের সামনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখান। আর এই বিক্ষোভ সমাবেশের খবর ছড়িয়ে পড়তেই কৃষ্ণগঞ্জ থানার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আসে মাজদিয়া সুধীররঞ্জন লাহিড়ি মহাবিদ্যালয়ে । এবিভিপি ছাত্রছাত্রীরা জোর করে কলেজে ঢুকতে গেলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ।
ছাত্র-ছাত্রীদের সঙ্গে পুলিশের তর্ক-বিতর্ক শুরু হয় । কারণ ছাত্র-ছাত্রীদের কাছে আই কার্ড থাকা সত্ত্বেও কলেজের ভিতরে প্রবেশ করতে বাধা দেয় পুলিশ বলে অভিযোগ । এরপর ঘটনাস্থলে আসেন কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখোপাধ্যায়। আইসি অধ্যক্ষকে ব্যাপারটা জানান ৷ তাঁর পক্ষ থেকে জানানো হয়, আই কার্ড থাকলে ছাত্র-ছাত্রীরা কলেজের ভিতরে প্রবেশ করতে পারবে । অধ্যক্ষের হস্তক্ষেপে যারা আই কার্ড নিয়ে এসেছে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে কলেজের ভিতরে ঢোকার অনুমতি পায় । তবে কলেজের আই কার্ড থাকা সত্ত্বেও ছাত্রছাত্রীদের কলেজে ভিতরে প্রবেশ করতে বাধা দেওয়ায় এভিবিপি ছাত্রছাত্রীরা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন ।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাজদিয়া সুধীররঞ্জন লাহিড়ি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বলেন, "ফোনে অশালীন মন্তব্য করার বিষয়ে অধ্যাপিকা বিবরণ-সহ লিখিত অভিযোগ জানিয়েছেন । এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুপুরে সমস্ত অধ্যাপক-অধ্যাপিকা ও কলেজের স্টাফেদের নিয়ে জরুরি মিটিংয়ে বসি আমি । মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, কোনও মতেই অধ্যাপিকার উপর অসভ্য আচরণ বরদাস্ত করা হবে না এবং যাতে অভিযুক্ত ছাত্র শাস্তি পায় তার ব্যবস্থা করা হবে ।" অভিযুক্ত ছাত্রের নাম বিভাস হালদার ৷ তিনি তৃণমূল ছাত্র পরিষদের কলেজের জিএস । যদিও মাজদিয়া কলেজে কোন জিএস নেই বলে জানিয়েছেন অধ্যক্ষ ।
আরও পড়ুন: