ETV Bharat / state

Nadia Rare Calf : কপালে চোখ, নাক নেই ! আশ্চর্য বাছুর জন্মাল নবদ্বীপে - Nadia Rare Calf

আশ্চর্য একটি বাছুর জন্মানোর ঘটনায় চাঞ্চল্য নবদ্বীপ প্রতাপনগর স্টেট জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকায় (Nadia Rare Calf)। বাছুর দেখতে ভিড় বাড়ছে এলাকায় ৷

Nadia news
নবদ্বীপে আশ্চর্যজনক বাছুর
author img

By

Published : May 6, 2022, 10:23 AM IST

নদিয়া, 6 মে : এক চোখ বিশিষ্ট, নাকবিহীন আশ্চর্যজনক বাছুর জন্মানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল নদিয়ার নবদ্বীপ প্রতাপনগর স্টেট জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকায় (Nadia Rare Calf)। নজিরবিহীন এই ঘটনাকে কেন্দ্র করে উৎসাহী মানুষজন বাছুরটিকে দেখতে এসে ভিড় জমাতে থাকেন ওই এলাকায় ।

আরও পড়ুন : স্বাস্থ্যকেন্দ্র এখন হানাবাড়ি, বাঁধা থাকে গরু ! জানেনই না স্বাস্থ্যকর্তারা

জানা গিয়েছে, নবদ্বীপ ব্লকের বাবলারি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা গান্ধি ঘোষের পালিত একটি গর্ভবতী গাভী এদিন প্রতাপনগর হাসপাতাল চত্বরে ফাঁকা জায়গায় বাঁধা ছিল । সে সময় হঠাৎই গাভীটি একটি বাছুর প্রসব করে । এরপর স্থানীয় মানুষজন লক্ষ্য করেন বাছুরটির কপালে মাত্র একটি চোখ রয়েছে ৷ এছাড়া কোনও নাক নেই ৷ লক্ষ্য করা গিয়েছে, জন্মানোর পর থেকে সদ্যােজাত বাছুরটি মুখ দিয়ে নিঃশ্বাস-প্রশ্বাস নিচ্ছে । তা দেখে সাময়িকভাবে হতভম্ব হয়ে যান ওই এলাকার স্থানীয় বাসিন্দারা ।

নবদ্বীপে জন্মাল আশ্চর্য বাছুর

খবরটি জানাজানি হতেই উৎসাহী মানুষজন বাছুরটিকে দেখতে ভিড় জমাতে শুরু করেন । দীর্ঘ পঁচিশ বছর ধরে তিনি গরু পালন করছেন কিন্তু নজিরবিহীন এই ঘটনা আগে কখনও তিনি দেখেননি বলে জানান গরুটির মালিক গান্ধি ঘোষ ।

নদিয়া, 6 মে : এক চোখ বিশিষ্ট, নাকবিহীন আশ্চর্যজনক বাছুর জন্মানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল নদিয়ার নবদ্বীপ প্রতাপনগর স্টেট জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকায় (Nadia Rare Calf)। নজিরবিহীন এই ঘটনাকে কেন্দ্র করে উৎসাহী মানুষজন বাছুরটিকে দেখতে এসে ভিড় জমাতে থাকেন ওই এলাকায় ।

আরও পড়ুন : স্বাস্থ্যকেন্দ্র এখন হানাবাড়ি, বাঁধা থাকে গরু ! জানেনই না স্বাস্থ্যকর্তারা

জানা গিয়েছে, নবদ্বীপ ব্লকের বাবলারি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা গান্ধি ঘোষের পালিত একটি গর্ভবতী গাভী এদিন প্রতাপনগর হাসপাতাল চত্বরে ফাঁকা জায়গায় বাঁধা ছিল । সে সময় হঠাৎই গাভীটি একটি বাছুর প্রসব করে । এরপর স্থানীয় মানুষজন লক্ষ্য করেন বাছুরটির কপালে মাত্র একটি চোখ রয়েছে ৷ এছাড়া কোনও নাক নেই ৷ লক্ষ্য করা গিয়েছে, জন্মানোর পর থেকে সদ্যােজাত বাছুরটি মুখ দিয়ে নিঃশ্বাস-প্রশ্বাস নিচ্ছে । তা দেখে সাময়িকভাবে হতভম্ব হয়ে যান ওই এলাকার স্থানীয় বাসিন্দারা ।

নবদ্বীপে জন্মাল আশ্চর্য বাছুর

খবরটি জানাজানি হতেই উৎসাহী মানুষজন বাছুরটিকে দেখতে ভিড় জমাতে শুরু করেন । দীর্ঘ পঁচিশ বছর ধরে তিনি গরু পালন করছেন কিন্তু নজিরবিহীন এই ঘটনা আগে কখনও তিনি দেখেননি বলে জানান গরুটির মালিক গান্ধি ঘোষ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.