ETV Bharat / state

শ্মশান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত 5 - road accident

শ্মশান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের। দুর্ঘটনাটি নদিয়ার নবদ্বীপের।

শ্মশান থেকে ফেরার পথে দুর্ঘটনা
author img

By

Published : Apr 28, 2019, 9:31 AM IST

Updated : Apr 28, 2019, 10:19 AM IST

নবদ্বীপ, 28 এপ্রিল : নবদ্বীপ মহাশ্মশানে মৃতদেহ দাহ করে ফেরার পথে দাঁড়িয়ে থাকা লরির পেছনে গাড়ির ধাক্কা । মৃত্যু হল পাঁচজনের । দুর্ঘটনাটি নদিয়ার নবদ্বীপের।

নবদ্বীপের ভালুকার বাসিন্দা প্রভাত বিশ্বাস, পবিত্র বিশ্বাসরা তাঁদের আত্মীয়র মৃতদেহ নবদ্বীপ মহাশ্মশানে দাহ করতে যান । আজ ভোরবেলা ফেরার পথে ভালুকা বাজারের কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে তাঁদের গাড়িটি ধাক্কা মারে ।

ভিডিয়োয় দেখুন

আহতদের নবদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে । মৃতদের মধ্যে গাড়ির খালাসিও রয়েছেন । মৃতদের নাম প্রভাত বিশ্বাস, পবিত্র বিশ্বাস, নীলমণি সরকার, সংগীতা বিশ্বাস । তবে খালাসির নাম এখনও পর্যন্ত জানা যায়নি।

নবদ্বীপ, 28 এপ্রিল : নবদ্বীপ মহাশ্মশানে মৃতদেহ দাহ করে ফেরার পথে দাঁড়িয়ে থাকা লরির পেছনে গাড়ির ধাক্কা । মৃত্যু হল পাঁচজনের । দুর্ঘটনাটি নদিয়ার নবদ্বীপের।

নবদ্বীপের ভালুকার বাসিন্দা প্রভাত বিশ্বাস, পবিত্র বিশ্বাসরা তাঁদের আত্মীয়র মৃতদেহ নবদ্বীপ মহাশ্মশানে দাহ করতে যান । আজ ভোরবেলা ফেরার পথে ভালুকা বাজারের কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে তাঁদের গাড়িটি ধাক্কা মারে ।

ভিডিয়োয় দেখুন

আহতদের নবদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে । মৃতদের মধ্যে গাড়ির খালাসিও রয়েছেন । মৃতদের নাম প্রভাত বিশ্বাস, পবিত্র বিশ্বাস, নীলমণি সরকার, সংগীতা বিশ্বাস । তবে খালাসির নাম এখনও পর্যন্ত জানা যায়নি।

Intro:নবদ্বীপ মহাশ্মশানে মৃতদেহ দাহ করে ফেরার পথে দাঁড়িয়ে থাকা বালির লরি পেছনে টাটা 407 এর ধাক্কায় মৃত্যু হল এখনো পর্যন্ত পাঁচজনের ।
সূত্রের খবর, নদীয়ার নবদ্বীপ থানার ভালুকার বাসিন্দা প্রভাত বিশ্বাস পবিত্র বিশ্বাস তাদের আত্মীয়কে নিয়ে নবদ্বীপ মহাশ্মশানে দাহ করতে যান। ফেরার পথে রবিবার ভোর বেলা ভালুকা বাজার এর কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বালির পেছনে তাদের টাটা 407 গাড়ি সজোরে ধাক্কা মারলে আহত হন গাড়িতে থাকা সমস্ত আরোহী রাই। এবং আহতদের নবদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে এখনো পর্যন্ত খবর সেখানে চারজন যাত্রী ও গাড়িচালকের মৃত্যু হয়েছে।ঘটনাস্থলে নবদ্বীপ থানার পুলিশ।Body:NABDWIP ACCIDENTConclusion:
Last Updated : Apr 28, 2019, 10:19 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.