নদিয়া, 16 নভেম্বর: মিজোরামে পাথর ভাঙার কাজে গিয়ে পাথরের ধস নেমে মৃত্যু হল 3 যুবকের। তাঁরা প্রত্যেকে নদিয়ার তেহট্ট থানার অন্তর্গত কালিতলা এলাকার বাসিন্দা। পরিবারের কাছে খবর আসতেই এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে (3 Young Died from Bengal)। মঙ্গলবার অর্থাৎ, গতকালই মৃতদের পরিবার ঘটনাটি জানতে পেরেছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, কালীতলা পাড়ার বাসিন্দা রাকেশ বিশ্বাস, বুদ্ধদেব মণ্ডল এবং মিন্টু বিশ্বাস। তাঁদের প্রত্যেকের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে। গত মঙ্গলবার অর্থাৎ, 8 নভেম্বর মিজোরামে কাজের উদ্দেশ্যে বেরোন তাঁরা। বেশ কয়েকদিন পাথর ভাঙার কাজও করছিলেন বলে জানা গিয়েছে। গতকাল হঠাৎই এই যুবকদের পরিবারের কাছে খবর আসে পাহাড়ে পাথরে ধস নেমে, তাঁরা চাপা পড়েছে (Mizoram Stone Quarry Collapse) ।
এই খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজনরা। বুদ্ধদেব বাবা সুনীল কুমার মণ্ডল জানান, তাঁরা গতকাল এই বিষয়টি জানতে পারেন। পাথরের ধস নেমেই এই দুর্ঘটনা ঘটেছে (Stone Quarry Collapse in Mijoram) । তিনি বলেন, "বুদ্ধদেব মণ্ডলের দেহ সনাক্ত করা গেলেও বাকি দুই যুবকের দেহ এখনও নিখোঁজ রয়েছে।" তবে কীভাবে খবর এসেছে তা স্পষ্ট জানাতে পারেননি তিনি। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে তেহট্ট থানার পুলিশ।
আরও পড়ুন: মেলায় সিলিন্ডার বিস্ফোরণ, মৃত বেলুন বিক্রেতা, জখম 2 শিশু সহ 7