নদিয়া, 7 নভেম্বর : পথ দুর্ঘটনা কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে ৷ আজ সকালে বাসের সঙ্গে JCB-র মুখোমুখি সংঘর্ষ হয় ৷ দুর্ঘটনাস্থান নদিয়া চাপড়া থানার চারাতলা মোড় ৷ আহত 14 জন ৷ তার মধ্যে 2 জনের অবস্থা গুরুতর ৷
সকালে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে করিমপুর থেকে একটি বাস যাত্রী বোঝাই করে কৃষ্ণনগরের দিকে আসছিল ৷ ঠিক তখনই একটি JCB করিমপুরের দিকে যাচ্ছিল ৷ চাপড়ার চারাতলা এলাকার কাছে এসে হঠাৎ JCBটির সামনের অংশ বাসের চাকায় আটকে যায় । এরপরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারেপাশের একটি গাছে । সূত্র মারফত এমনই জানা গিয়েছে ৷
স্থানীয় বাসিন্দারা এসে আহত বাসযাত্রীদের উদ্ধার করতে শুরু করে ৷ দুর্ঘটনায় আহত হয় 14 জন যাত্রী ৷ আহত যাত্রীদের চাপড়া ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর ৷ ওই দু'জনকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । খবর পেয়ে দুর্ঘটনাস্থানে এসে পৌছায় চাপড়া থানার পুলিশ । স্থানীয়দের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগায় ৷ প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ৷ যদিও সঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে চাপড় থানার পুলিশ ৷