ETV Bharat / state

নদিয়ায় বাস দুর্ঘটনা, আহত 14 - বাস-JCB-র মুখোমুখি সংঘর্ষ

পথ দুর্ঘটনা কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে ৷ সকালে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে করিমপুর থেকে একটি বাস কৃষ্ণনগরের দিকে আসছিল ৷ ঠিক তখনই একটি JCB করিমপুরের দিকে যাচ্ছিল ৷ চাপড়ার চারাতলা এলাকার কাছে এসে হঠাৎ JCB টি বাসের সামনের চাকায় আটকে যায় । এরপরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে পাশের একটি গাছে । দুর্ঘটনায় আহত হয় 14 জন যাত্রী ৷ আহত যাত্রীদের চাপরা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কজনক ৷ আশঙ্কাজনক অবস্থায় ওই দু'জনকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

নদিয়ায় মুখোমুখি সংঘর্ষ বাস-JCB -র, আহত 14
author img

By

Published : Nov 7, 2019, 1:41 PM IST

নদিয়া, 7 নভেম্বর : পথ দুর্ঘটনা কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে ৷ আজ সকালে বাসের সঙ্গে JCB-র মুখোমুখি সংঘর্ষ হয় ৷ দুর্ঘটনাস্থান নদিয়া চাপড়া থানার চারাতলা মোড় ৷ আহত 14 জন ৷ তার মধ্যে 2 জনের অবস্থা গুরুতর ৷

সকালে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে করিমপুর থেকে একটি বাস যাত্রী বোঝাই করে কৃষ্ণনগরের দিকে আসছিল ৷ ঠিক তখনই একটি JCB করিমপুরের দিকে যাচ্ছিল ৷ চাপড়ার চারাতলা এলাকার কাছে এসে হঠাৎ JCBটির সামনের অংশ বাসের চাকায় আটকে যায় । এরপরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারেপাশের একটি গাছে । সূত্র মারফত এমনই জানা গিয়েছে ৷

ভিডিয়োয় দেখুন কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে দুর্ঘটনার দৃশ্য

স্থানীয় বাসিন্দারা এসে আহত বাসযাত্রীদের উদ্ধার করতে শুরু করে ৷ দুর্ঘটনায় আহত হয় 14 জন যাত্রী ৷ আহত যাত্রীদের চাপড়া ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর ৷ ওই দু'জনকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । খবর পেয়ে দুর্ঘটনাস্থানে এসে পৌছায় চাপড়া থানার পুলিশ । স্থানীয়দের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগায় ৷ প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ৷ যদিও সঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে চাপড় থানার পুলিশ ৷

নদিয়া, 7 নভেম্বর : পথ দুর্ঘটনা কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে ৷ আজ সকালে বাসের সঙ্গে JCB-র মুখোমুখি সংঘর্ষ হয় ৷ দুর্ঘটনাস্থান নদিয়া চাপড়া থানার চারাতলা মোড় ৷ আহত 14 জন ৷ তার মধ্যে 2 জনের অবস্থা গুরুতর ৷

সকালে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে করিমপুর থেকে একটি বাস যাত্রী বোঝাই করে কৃষ্ণনগরের দিকে আসছিল ৷ ঠিক তখনই একটি JCB করিমপুরের দিকে যাচ্ছিল ৷ চাপড়ার চারাতলা এলাকার কাছে এসে হঠাৎ JCBটির সামনের অংশ বাসের চাকায় আটকে যায় । এরপরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারেপাশের একটি গাছে । সূত্র মারফত এমনই জানা গিয়েছে ৷

ভিডিয়োয় দেখুন কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে দুর্ঘটনার দৃশ্য

স্থানীয় বাসিন্দারা এসে আহত বাসযাত্রীদের উদ্ধার করতে শুরু করে ৷ দুর্ঘটনায় আহত হয় 14 জন যাত্রী ৷ আহত যাত্রীদের চাপড়া ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর ৷ ওই দু'জনকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । খবর পেয়ে দুর্ঘটনাস্থানে এসে পৌছায় চাপড়া থানার পুলিশ । স্থানীয়দের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগায় ৷ প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ৷ যদিও সঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে চাপড় থানার পুলিশ ৷

Intro:সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা। যাত্রীবোঝাই বাসের সঙ্গে জেসিবির মুখোমুখি সংঘর্ষ। আহত 14 এবং আশঙ্কাজনক 2। ঘটনাটি ঘটেছে নদীয়া চাপড়া থানার চারাতলা মোড়ের কাছে। সূত্রের খবর, কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে করিমপুর থেকে একটি বাস যাত্রী বোঝাই করে কৃষ্ণনগরের দিকে আসছিল, ঠিক তখনই একটি জিসিপি করিমপুরের দিকে যাচ্ছিল। চাপড়ার চারাতলা এলাকার কাছে এসে হঠাৎ জেসিপি বাসের সামনের চাকা বেঁধে যায়। এরপরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছে সজোরে ধাক্কা মারে। তড়িঘড়ি যাত্রীরা বাস থেকে নামতে থাকে। এর পাশাপাশি স্থানীয়রা এসে বাসযাত্রীদের উদ্ধার করতে শুরু করে।প্রায় 14 জন যাত্রী আহত অবস্থায় তাদেরকে চাপরা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাপড়া থানার পুলিশ। তারাও উদ্ধার কাজে হাত লাগাই। পুলিশের প্রাথমিক অনুমান সকালবেলা ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। যদিও সঠিক কি কারণে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।Body:CHAPRA ACCIDENTConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.