ETV Bharat / state

কল্যাণীতে রিভলভার দেখিয়ে প্রায় 10 লাখ টাকা লুট

author img

By

Published : Aug 18, 2020, 6:35 PM IST

ব্যাবসায়ীর থেকে প্রায় 10 লাখ টাকা লুট করল দুষ্কৃতীরা ৷ গুরুতর আহত অবস্থায় আইনুল ইসলামকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে ভরতি আইনুল ইসলাম ৷

snatchers ran away 10 lakhs rupee at kalyani
রিভলভার দেখিয়ে লুট

কল্যাণী, 18 অগাস্ট : রিভলভার দেখিয়ে টাকা লুটের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ বাধা দিলে ব্যাপক মারধরও করা হয় বলে অভিযোগ । কল্যাণী থানার অনুকূল মোড়ের ঘটনা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে কল্যাণী থানার পুলিশ ৷

কল্যাণীর উত্তর চাঁদমারি এলাকার মুরগি ব্যবসায়ী আইনুল ইসলাম আজ সকালে 9 লাখ 24 হাজার টাকা ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন ৷ সেই সময় কয়েকজন দুষ্কৃতী আইনুলকে রিভলভার দেখিয়ে তাঁর থেকে টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে ৷ বাধা দিলে দুষ্কৃতীরা শূন্যে এক রাউন্ড গুলি চালায় ৷ তাকে মারধরও করে ৷ পরে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় তারা ৷

গুরুতর আহত হন আইনুল ইসলাম ৷ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে নিয়ে যান ৷

কল্যাণী, 18 অগাস্ট : রিভলভার দেখিয়ে টাকা লুটের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ বাধা দিলে ব্যাপক মারধরও করা হয় বলে অভিযোগ । কল্যাণী থানার অনুকূল মোড়ের ঘটনা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে কল্যাণী থানার পুলিশ ৷

কল্যাণীর উত্তর চাঁদমারি এলাকার মুরগি ব্যবসায়ী আইনুল ইসলাম আজ সকালে 9 লাখ 24 হাজার টাকা ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন ৷ সেই সময় কয়েকজন দুষ্কৃতী আইনুলকে রিভলভার দেখিয়ে তাঁর থেকে টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে ৷ বাধা দিলে দুষ্কৃতীরা শূন্যে এক রাউন্ড গুলি চালায় ৷ তাকে মারধরও করে ৷ পরে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় তারা ৷

গুরুতর আহত হন আইনুল ইসলাম ৷ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে নিয়ে যান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.