ETV Bharat / state

Woman's Inhuman Act: স্কুলে ঢুকে ছেলের বন্ধুকে আছাড় দিলেন মা, গুরুতর জখম প্রথম শ্রেণির ছাত্র - ছেলের বন্ধুকে আছাড়

স্কুলে ঢুকে ছেলের বন্ধুকে আছাড় মারলেন এক মহিলা ৷ গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রথম শ্রেণির ছাত্র ৷ মুর্শিদাবাদের বড়ঞার ঘটনা ৷

Woman's Inhuman Act ETV Bharat
স্কুলে ঢুকে ছেলের বন্ধুকে আছাড় দিলেন মা
author img

By

Published : Apr 24, 2023, 4:01 PM IST

বড়ঞা, 24 এপ্রিল: নৃশংস আচরণ এক মায়ের ! ছেলে ও তার বন্ধুর ঝগড়া হওয়ায়, ছেলের সহপাঠীকে আছাড় মারলেন এক মহিলা ৷ এই ঘটনায় গুরুতর আহত হয়ে ওই শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷ স্কুলের মধ্যে দুই সহপাঠী খেলার সময় দুষ্টুমি করছিল । সেই সময় তাদেরই একজনের মা স্কুলের মধ্যে ঢুকে অপর শিশুকে আছাড় মারেন বলে অভিযোগ ৷ এই ঘটনায় আক্রান্ত পড়ুয়া গুরুতর জখম হয়েছে ৷

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়ঞাতে । সোমবার সকালে বড়ঞা প্রাথমিক বিদ্যালয়ে দুই সহপাঠী খেলতে খেলতে দুষ্টুমি করছিল ৷ তবে খেলতে খেলতেই তাদের মধ্যে ঝামেলা শুরু হয় এবং তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে । তখনই স্কুলে এসে হাজির হন তাদেরই একজন শিশুর মা ৷ অভিযোগ, তিনি সরাসরি স্কুলঘরে প্রবেশ করে কোনও শিক্ষকের সঙ্গে কোনও কথা না বলে তাঁর ছেলে ও তার বন্ধুর ঝামেলায় হস্তক্ষেপ করেন ৷ নিজের ছেলেকে সরিয়ে নিয়ে তার বন্ধুকে ওই মহিলা আছাড় মারেন বলে অভিযোগ ৷

এই ঘটনায় গুরুতর জখম হয় প্রথম শ্রেণির ছাত্র শংকর দাস । আছাড় মারার কারণে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে আট বছরের শিশু ৷ তার ঠোঁট ফেটে রক্ত ঝরতে থাকে ৷ গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে তার পরিবারের লোকজন প্রথমে বড়ঞা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । সেখানে জরুরি বিভাগে থাকা চিকিৎসকেরা শিশুটিকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে দেন ৷ কান্দি হাসপাতালে তার চিকিৎসা হয় । বর্তমানে ওই শিশু কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বড়ঞা প্রাথমিক স্কুলে । একজন মায়ের এমন অমানবিক আচরণে হতভম্ব স্কুলের শিক্ষক এবং অভিভাবকেরা । শংকরের পরিবার জানায়, ছেলেকে সুস্থ করে তারা অভিযুক্ত অভিভাবিকার নামে অভিযোগ দায়ের করবে ।

আরও পড়ুন: ছুটি নেওয়ায় ছাত্রীকে অমানবিক শাস্তি ভেমুলওয়াদায়

বড়ঞা, 24 এপ্রিল: নৃশংস আচরণ এক মায়ের ! ছেলে ও তার বন্ধুর ঝগড়া হওয়ায়, ছেলের সহপাঠীকে আছাড় মারলেন এক মহিলা ৷ এই ঘটনায় গুরুতর আহত হয়ে ওই শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷ স্কুলের মধ্যে দুই সহপাঠী খেলার সময় দুষ্টুমি করছিল । সেই সময় তাদেরই একজনের মা স্কুলের মধ্যে ঢুকে অপর শিশুকে আছাড় মারেন বলে অভিযোগ ৷ এই ঘটনায় আক্রান্ত পড়ুয়া গুরুতর জখম হয়েছে ৷

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়ঞাতে । সোমবার সকালে বড়ঞা প্রাথমিক বিদ্যালয়ে দুই সহপাঠী খেলতে খেলতে দুষ্টুমি করছিল ৷ তবে খেলতে খেলতেই তাদের মধ্যে ঝামেলা শুরু হয় এবং তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে । তখনই স্কুলে এসে হাজির হন তাদেরই একজন শিশুর মা ৷ অভিযোগ, তিনি সরাসরি স্কুলঘরে প্রবেশ করে কোনও শিক্ষকের সঙ্গে কোনও কথা না বলে তাঁর ছেলে ও তার বন্ধুর ঝামেলায় হস্তক্ষেপ করেন ৷ নিজের ছেলেকে সরিয়ে নিয়ে তার বন্ধুকে ওই মহিলা আছাড় মারেন বলে অভিযোগ ৷

এই ঘটনায় গুরুতর জখম হয় প্রথম শ্রেণির ছাত্র শংকর দাস । আছাড় মারার কারণে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে আট বছরের শিশু ৷ তার ঠোঁট ফেটে রক্ত ঝরতে থাকে ৷ গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে তার পরিবারের লোকজন প্রথমে বড়ঞা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । সেখানে জরুরি বিভাগে থাকা চিকিৎসকেরা শিশুটিকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে দেন ৷ কান্দি হাসপাতালে তার চিকিৎসা হয় । বর্তমানে ওই শিশু কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বড়ঞা প্রাথমিক স্কুলে । একজন মায়ের এমন অমানবিক আচরণে হতভম্ব স্কুলের শিক্ষক এবং অভিভাবকেরা । শংকরের পরিবার জানায়, ছেলেকে সুস্থ করে তারা অভিযুক্ত অভিভাবিকার নামে অভিযোগ দায়ের করবে ।

আরও পড়ুন: ছুটি নেওয়ায় ছাত্রীকে অমানবিক শাস্তি ভেমুলওয়াদায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.