মুর্শিদাবাদ, 16 মার্চ : নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে ৷ আর এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের চিন্তা বাড়াচ্ছে একে পর এক উদ্ধার হওয়া বেআইনি আগ্নেয়াস্ত্র ৷ এবার জঙ্গিপুর থেকে আগ্নেয়াস্ত্র সহ ভিন রাজ্যের 3 বেআইনি অস্ত্রকারবারীকে গ্রেফতার করল পুলিশ ৷ মুর্শিদাবাদ এবং মালদা পুলিশের যৌথ অভিযানে ওই তিন বেআইনি অস্ত্রকারবারীকে গ্রেফতার করা হয় ৷ ধৃতদের কাছ থেকে দু’টি নাইন এমএম পিস্তল, চারটি ম্যাগাজ়িন, নগদ কয়েক হাজার টাকা ও 260 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে ৷
নির্বাচনের মুখে রাজ্য এমনিতেই নিরাপত্তার কড়াকড়ি ৷ রোজ কোথাও না কোথাও উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র, বেহিসেবি টাকা এমনকি বিস্ফোরক ৷ এই পরিস্থিতিতে মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে গতকাল রাতে বিহারের তিন বেআইনি অস্ত্রকারবারীকে গ্রেফতার করল পুলিশ ৷ গোপন সূত্রে খবর পেয়ে, মুর্শিদাবাদ এবং মালদা পুলিশ যৌথ অভিযানে এই চক্রটিকে গ্রেফতার করেছে ৷ ধৃতদের নাম রাকেশ কুমার, কংগ্রেস সিং, মুরসেদ আলম ৷ এরা সবাই বিহারের খাগাড়িয়া জেলার বাসিন্দা ৷
তবে, এই প্রথম নয় ৷ তিনদিন আগে মুঙ্গেরের এক অস্ত্রপাচারকারীকে বিপুল আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ এবং সামশেরগঞ্জ থানার পুলিশ ৷ সেই সূত্রে খবর পেয়ে সোমবার রাতে অভিযান চালিয়ে বিহারের তিন অস্ত্রকারবারীকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে দু’টি নাইন এমএম পিস্তল এবং চারটি ম্যাগাজ়িন উদ্ধার হয়েছে ৷ সেই সঙ্গে 260 গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে ৷ যার আনুমানিক বাজার মূল্য 24 হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ ৷
আরও পড়ুন : মালদায় আগ্নেয়াস্ত্র ও মাদক সহ গ্রেফতার চার
জঙ্গিপুরের স্থানীয়দের অভিযোগ, বিহার, ঝাড়খণ্ড সীমানা দিয়ে অবাধে আগ্নেয়াস্ত্র রাজ্যে প্রবেশ করছে ৷ পুলিশ দু-একজনকে ধরতে পারলেও, বাকিরা তাদের লক্ষ্যে পৌঁছে যাচ্ছে ৷ ইতিমধ্য প্রচুর আগ্নেয়াস্ত্র রাজ্যে মজুত করা হয়ে গিয়েছে ৷ নির্বাচনের সময় সেই আগ্নেয়াস্ত্রগুলি বিভিন্ন রাজনৈতিক দল কাজে লাগাবে বলেই ধারণা মুর্শিদাবাদের সাধারণ মানুষের ৷ সেই কারণেই ভোটের সময় মুর্শিদাবাদ অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে বলে আতঙ্কিত সেখানকার বাসিন্দারা ৷