কান্দি, 30 মে : এলাকায় কোয়ারানটিন সেন্টার গড়া নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের । ছড়ায় উত্তেজনা । পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । ঘটনাটি মুর্শিদাবাদের কান্দি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের মোল্লা পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ।
আজ সকালে মহারাষ্ট্র থেকে এই এলাকায় আসেন ভিনরাজ্যের এক শ্রমিক । তাঁকে রাখা হয় মোল্লা পাড়া প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারানটিন সেন্টারে । তিনি অসুস্থ ছিলেন। তাই তাঁকে এখানে রাখা হয়েছে বলে অভিযোগ তোলেন স্থানীয়রা । পাশাপাশি সেন্টারে বারবার তাঁর পরিবারের লোকজন যাতায়াত করছেন বলে অভিযোগ তোলেন । এবার ওই শ্রমিক যদি কোরোনায় আক্রান্ত হন তা থেকে বাকিদের মধ্যেও সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয় ।
আজ সকালে এই অভিযোগ নিয়েই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা । তাঁদের দাবি, ঘনবসতিপূর্ণ এই এলাকা থেকে কোয়ারানটিন সেন্টার তুলে নেওয়া হোক । না হয় এই স্কুলে শ্রমিকের বাড়ি থেকে যাতায়াত বন্ধ করা হোক ।
যদিও, এবিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি ।