রানিতলা , 9 নভেম্বর : ডোবার জলে ডুবে মৃত্যু হল ভাই ও বোনের । মুর্শিদাবাদের রানিতলা থানার বেগুনডিহি গ্রামের ঘটনা । আজ সকাল থেকে ওই দু'জনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ খোঁজাখুঁজি করেও কোনও হদিস না মেলায় পুকুরে জাল ফেলা হয় ৷ সেখান থেকেই উদ্ধার হয় দুই শিশুর দেহ ৷ নাম আম্বার শেখ ( 4 ) ও আবিরা খাতুন ( 2 ) ৷
পেশায় খেতমজুর বেগুনডিহির বাসিন্দা সূরজ আলির এক ছেলে ও এক মেয়ে । স্থানীয়দের অনুমান, খেলার সময় দুই ভাই ও বোন কোনওভাবে বাড়ির পাশের ডোবায় পড়ে যায় । ডোবায় জাল ফেললে তাদের নিথর দেহ উঠে আসে।
স্থানীয় নসিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাদের নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । এরপর নসিপুর স্বাস্থ্যকেন্দ্র থেকে মৃতদেহ দু'টি লালবাগ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।