বহরমপুর, 16 অক্টোবর: প্রায় 7 লাখ টাকার ইয়াবা সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ ৷ গতরাতে বহরমপুরের এক বেসরকারি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম দুলাল শেখ ও লতিবুদ্দিন শেখ । দুলাল শেখের বাড়ি শক্তিপুর থানা এলাকায় । লতিবুদ্দিন রানিনগরের বাসিন্দা।
গতকাল ওই দু'জন শিলিগুড়ি থেকে ট্যাবলেটগুলি নিয়ে আসে । ওঠে বহরমপুরের মোহনা বাসস্ট্যান্ড লাগোয়া একটি হোটেলে । নজরদারি শুরু করেছিল পুলিশ । রাতে ওই হোটেলে হানা দিয়ে দু'জনকে গ্রেপ্তার করা হয় ৷ তাদের কাছ থেকে সাড়ে ছ'হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে ।
প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, নিষিদ্ধ ট্যাবলেটগুলি রাজ্য ও বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হত।