ETV Bharat / state

Sagardighi By-Election 2023: কেন্দ্রীয় নিরাপত্তায় শুরু হল সাগরদিঘির উপনির্বাচন

author img

By

Published : Feb 27, 2023, 8:34 AM IST

Updated : Feb 27, 2023, 9:16 AM IST

কড়া নিরাপত্তায় শুরু হল সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের (Sagardighi by-Poll) ভোট প্রক্রিয়া। আসন্ন পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনের আগে এই নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে সব ক'টি রাজনৈতিক দলই।

Sagardighi By Election 2023
সাগরদিঘির ভোটগ্রহণ পর্ব

সাগরদিঘিতে শুরু বিধানসভার উপনির্বাচন

সাগরদিঘি, 27 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় নিরাপিত্তার মধ্যে দিয়ে শুরু হল সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন (Sagardighi By-Election)৷ তবে সকাল থেকে ভোটগ্রহণ কেন্দ্রে সেভাবে লাইন এখনও পড়েনি। মহিলা ভোটাররাও সেভাবে বাড়ি থেকে বেরতো শুরু করেননি। বুথ থেকে নিরাপদ দূরত্বে রাজনৈতিক দলগুলির শিবির বসেছে সকাল থেকেই। রাজনৈতিক দলগুলির বক্তব্য বেলা বাড়লেই ভোটের লাইনে ভিড় জমবে। এদিন সকালেই কেন্দ্রীয় বাহিনী একদফা এলাকায় রুটমার্চ করেছে ৷

আজ সকালে নির্দিষ্ট সময়েই সাগরদিঘি বিধানসভার উপ-নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। 246টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দেবেন 2 লক্ষ 46 হাজার 96 জন ভোটার। পুরুষ ভোটারের সংখ্যা 1 লক্ষ 24 হাজার 664 ৷ অন্যদিকে, মহিলা ভোটারের সংখ্যা 1 লক্ষ 21 হাজার 427। 5 জন তৃতীয়লিঙ্গের ভোটার রয়েছেন। ভোট চত্বরে মোতায়েন রয়েছে 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 221টি সেক্টরে থাকছে 246 জন হোমগার্ভ, সিভিক, এনভিএফ। থাকছেন 232 জন সিএপিএফের আধিকারিকরা।

রবিবার বিকেলের মধ্যেই ডিসি (DC), আরসি (RC) সেন্টার থেকে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছেছেন ভোটকর্মীরা। গত 29 ডিসেম্বর সাগরদিঘির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে এই আসনটি খালি পড়ে ছিল। তাই আজ বিধানসভার এই কেন্দ্রে উপ-নির্বাচনের দিন ধার্য্য করা হয়েছে। সেই মতো আজ সকাল থেকে কড়া কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয়ে নির্বাচন শুরু হওবার আগে প্রথমে মকপোলিং হল। বেলা বাড়তেই ভোটের লাইনে ভিড় জমবে বলেই মনে করছেন অনেকে। পাশাপাশি বিরোধী দলগুলি সন্ত্রাসের আশঙ্কা করতে শুরু করেছে ৷ তবে, এই সংবাদ লেখা পর্যন্ত সাগরদিঘির কোনও প্রান্ত থেকে বড় কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: কড়া নিরাপত্তায় মেঘালয় ও নাগাল্যান্ডে ভোট শুরু

উল্লেখ্য, আসন্ন পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনের আগে এই নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে সব ক'টি রাজনৈতিক দলই। ভোট বিশেষজ্ঞদের একাংশের মত, এবার সাগরদিঘিতে ত্রিমুখী লড়াই হতে চলেছে। নির্বাচনী প্রচারকে তুঙ্গে নিয়ে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সকলেই। সাগরদিঘিতে তৃণমূলের প্রার্থী হলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থীর নাম দিলীপ সাহা। কংগ্রেস প্রার্থী হলেন, বাইরন বিশ্বাস। সাগরদিঘি উপ-নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করার কথা ঘোষণা করেছে বামেরা।

সাগরদিঘিতে শুরু বিধানসভার উপনির্বাচন

সাগরদিঘি, 27 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় নিরাপিত্তার মধ্যে দিয়ে শুরু হল সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন (Sagardighi By-Election)৷ তবে সকাল থেকে ভোটগ্রহণ কেন্দ্রে সেভাবে লাইন এখনও পড়েনি। মহিলা ভোটাররাও সেভাবে বাড়ি থেকে বেরতো শুরু করেননি। বুথ থেকে নিরাপদ দূরত্বে রাজনৈতিক দলগুলির শিবির বসেছে সকাল থেকেই। রাজনৈতিক দলগুলির বক্তব্য বেলা বাড়লেই ভোটের লাইনে ভিড় জমবে। এদিন সকালেই কেন্দ্রীয় বাহিনী একদফা এলাকায় রুটমার্চ করেছে ৷

আজ সকালে নির্দিষ্ট সময়েই সাগরদিঘি বিধানসভার উপ-নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। 246টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দেবেন 2 লক্ষ 46 হাজার 96 জন ভোটার। পুরুষ ভোটারের সংখ্যা 1 লক্ষ 24 হাজার 664 ৷ অন্যদিকে, মহিলা ভোটারের সংখ্যা 1 লক্ষ 21 হাজার 427। 5 জন তৃতীয়লিঙ্গের ভোটার রয়েছেন। ভোট চত্বরে মোতায়েন রয়েছে 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 221টি সেক্টরে থাকছে 246 জন হোমগার্ভ, সিভিক, এনভিএফ। থাকছেন 232 জন সিএপিএফের আধিকারিকরা।

রবিবার বিকেলের মধ্যেই ডিসি (DC), আরসি (RC) সেন্টার থেকে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছেছেন ভোটকর্মীরা। গত 29 ডিসেম্বর সাগরদিঘির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে এই আসনটি খালি পড়ে ছিল। তাই আজ বিধানসভার এই কেন্দ্রে উপ-নির্বাচনের দিন ধার্য্য করা হয়েছে। সেই মতো আজ সকাল থেকে কড়া কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয়ে নির্বাচন শুরু হওবার আগে প্রথমে মকপোলিং হল। বেলা বাড়তেই ভোটের লাইনে ভিড় জমবে বলেই মনে করছেন অনেকে। পাশাপাশি বিরোধী দলগুলি সন্ত্রাসের আশঙ্কা করতে শুরু করেছে ৷ তবে, এই সংবাদ লেখা পর্যন্ত সাগরদিঘির কোনও প্রান্ত থেকে বড় কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: কড়া নিরাপত্তায় মেঘালয় ও নাগাল্যান্ডে ভোট শুরু

উল্লেখ্য, আসন্ন পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনের আগে এই নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে সব ক'টি রাজনৈতিক দলই। ভোট বিশেষজ্ঞদের একাংশের মত, এবার সাগরদিঘিতে ত্রিমুখী লড়াই হতে চলেছে। নির্বাচনী প্রচারকে তুঙ্গে নিয়ে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সকলেই। সাগরদিঘিতে তৃণমূলের প্রার্থী হলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থীর নাম দিলীপ সাহা। কংগ্রেস প্রার্থী হলেন, বাইরন বিশ্বাস। সাগরদিঘি উপ-নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করার কথা ঘোষণা করেছে বামেরা।

Last Updated : Feb 27, 2023, 9:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.