ETV Bharat / state

Abhishek Slams Oppositions: সাগরদিঘিতে কংগ্রেস জেতার পর বিজেপি অক্সিজেন পেয়েছে, দাবি অভিষেকের - বিজেপি

শনিবার মুর্শিদাবাদের রানিনগরের শেখপাড়ায় জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই সভা থেকে তিনি একযোগে বাম-কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান ৷

Abhishek Slams Oppositions
Abhishek Slams Oppositions
author img

By

Published : May 6, 2023, 8:45 PM IST

রানিনগর (মুর্শিদাবাদ), 6 মে: সাগরদিঘির উপ-নির্বাচন নিয়ে একযোগে বিজেপি ও কংগ্রেসকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কটাক্ষ, “সাগরদিঘি কংগ্রেস পাওয়ার পর বিজেপি নতুন করে অক্সিজেন পেয়েছে ।"

শনিবার মুর্শিদাবাদের শেখপাড়ায় জনসভা করেন অভিষেক ৷ সেই সভা থেকেই এই কটাক্ষ বিজেপি ও কংগ্রেসের উদ্দেশ্যে ছুঁড়ে দেন তিনি ৷ অভিষেক বলেন, ”বিজেপি ভাইরাস হলে ভ্যাকসিনের নাম তৃণমূল কংগ্রেস ৷” তাঁর দাবি, তৃণমূল একমাত্র দল যে বিজেপির বিরুদ্ধে লড়তে পিছুপা হয়নি ।

তিনি আবারও বাংলাকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন ৷ অভিষেকের অভিযোগ, একশো দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্র । দাবি আদায়ে দিল্লি অভিযানের হুঁশিয়ারিও দিয়েছেন অভিষেক । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, রাজ্যের দাবি নিয়ে সরব নয় কংগ্রেস, বামেরা । সমাবেশ থেকে নাম করেই অভিষেক আক্রমণ করেছেন অধীর চৌধুরীকেও ।

অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, মুর্শিদাবাদে অনেক লোক 100 দিনের কাজে যুক্ত, তাদের টাকা বন্ধ করে দিয়েছে । কংগ্রেস একটা চিঠি পর্যন্ত লিখেছে একশো দিনের কাজ নিয়ে ? অধীর চৌধুরী বা কংগ্রেসের কোনও নেতা একটা চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখেননি । এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন অভিষেক ।

গত 25 এপ্রিল কোচবিহার থেকে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ উত্তরবঙ্গে সেই কর্মসূচি শেষ করে শুক্রবার তিনি জঙ্গিপুর মহকুমার বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন৷ রাতে লালগোলাতে রোড শো করেন । কর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় রাস্তার দু’পাশে ৷

শনিবার লালবাগ শহরের কাটরা মসজিদ এলাকায় সংবর্ধনা দেওয়ার পর সেখান থেকে ডোমকল ইসলামপুর হয়ে জলঙ্গিতে যান তিনি । রানিনগর ব্লকের শেখপাড়ায় জনসভা করে ৷ সেই সভা থেকেই বিজেপি, কংগ্রেস ও বামেদের নিশানা করেন ৷

আরও পড়ুন: তৃণমূলের 'ভবিষ্যৎ' কাদের হাতে, জানিয়ে দিলেন মমতা

রানিনগর (মুর্শিদাবাদ), 6 মে: সাগরদিঘির উপ-নির্বাচন নিয়ে একযোগে বিজেপি ও কংগ্রেসকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কটাক্ষ, “সাগরদিঘি কংগ্রেস পাওয়ার পর বিজেপি নতুন করে অক্সিজেন পেয়েছে ।"

শনিবার মুর্শিদাবাদের শেখপাড়ায় জনসভা করেন অভিষেক ৷ সেই সভা থেকেই এই কটাক্ষ বিজেপি ও কংগ্রেসের উদ্দেশ্যে ছুঁড়ে দেন তিনি ৷ অভিষেক বলেন, ”বিজেপি ভাইরাস হলে ভ্যাকসিনের নাম তৃণমূল কংগ্রেস ৷” তাঁর দাবি, তৃণমূল একমাত্র দল যে বিজেপির বিরুদ্ধে লড়তে পিছুপা হয়নি ।

তিনি আবারও বাংলাকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন ৷ অভিষেকের অভিযোগ, একশো দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্র । দাবি আদায়ে দিল্লি অভিযানের হুঁশিয়ারিও দিয়েছেন অভিষেক । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, রাজ্যের দাবি নিয়ে সরব নয় কংগ্রেস, বামেরা । সমাবেশ থেকে নাম করেই অভিষেক আক্রমণ করেছেন অধীর চৌধুরীকেও ।

অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, মুর্শিদাবাদে অনেক লোক 100 দিনের কাজে যুক্ত, তাদের টাকা বন্ধ করে দিয়েছে । কংগ্রেস একটা চিঠি পর্যন্ত লিখেছে একশো দিনের কাজ নিয়ে ? অধীর চৌধুরী বা কংগ্রেসের কোনও নেতা একটা চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখেননি । এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন অভিষেক ।

গত 25 এপ্রিল কোচবিহার থেকে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ উত্তরবঙ্গে সেই কর্মসূচি শেষ করে শুক্রবার তিনি জঙ্গিপুর মহকুমার বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন৷ রাতে লালগোলাতে রোড শো করেন । কর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় রাস্তার দু’পাশে ৷

শনিবার লালবাগ শহরের কাটরা মসজিদ এলাকায় সংবর্ধনা দেওয়ার পর সেখান থেকে ডোমকল ইসলামপুর হয়ে জলঙ্গিতে যান তিনি । রানিনগর ব্লকের শেখপাড়ায় জনসভা করে ৷ সেই সভা থেকেই বিজেপি, কংগ্রেস ও বামেদের নিশানা করেন ৷

আরও পড়ুন: তৃণমূলের 'ভবিষ্যৎ' কাদের হাতে, জানিয়ে দিলেন মমতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.