ভগবানগোলা, 9 অগস্ট: দলীয় পদ দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ উঠল দলেরই অঞ্চল সভাপতির বিরুদ্ধে (TMC MLA Idris Ali)। সোমবার রাতে অনুগামীদের নিয়ে বিধায়কের বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয় কুঠিরামপুর অঞ্চল সভাপতি মোস্তফা শেখ । গাড়ি ও আসবাবপত্র ভাঙা হয় ।
সেসময় বাড়িতেই ছিলেন বিধায়ক । তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় । সোমবার রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । ঘটনায় জড়িত দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ । যদিও মূল অভিযুক্ত হৃদরোগে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে ।
কাউকে অঞ্চল সভাপতি, কাউকে ব্লক সভাপতি করে দেওয়ার নামে বিপুল অঙ্কের টাকা তোলার অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির বিরুদ্ধে ।
আরও পড়ুন: মোটা টাকা চাঁদা না-পেয়ে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ ক্লাব সদস্যদের বিরুদ্ধে
মোস্তফা শেখ জানান, তাঁকে অঞ্চল সভাপতি করার নামে পাঁচ লাখ টাকা নিয়েছেন বিধায়ক। সম্প্রতি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুর্শিদাবাদের বিধায়ক। সেখানেই ব্লক সভাপতিদের তালিকার আঁচ মেলে । এরপরই উত্তপ্ত হয়ে ওঠে ভগবানগোলা। সোমবার রাতে মোস্তফা শেখ দলবল নিয়ে বিধায়কের ভগবানগোলার বাড়িতে চড়াও হয়ে তাণ্ডব চালায় বলে অভিযোগ । যদিও তাঁর বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ অস্বীকার করেছেন ইদ্রিশ আলি । তাঁকে প্রাণে মারার হুমকির অভিযোগ জানিয়ে বাড়তি নিরাপত্তা চেয়েছেন পুলিশ-প্রশাসনের কাছে ।